প্রধানমন্ত্রীরদপ্তর
azadi ka amrit mahotsav

থিরুভাল্লুভার দিবসে থিরুভাল্লুভারের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধার্ঘ্য

प्रविष्टि तिथि: 16 JAN 2026 9:24AM by PIB Kolkata

নতুন দিল্লি, ১৬ জানুয়ারি, ২০২৬


থিরুভাল্লুভার দিবসে মহাজ্ঞানী ঋষি থিরুভাল্লুভারের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী। তাঁর কালজয়ী সৃষ্টি প্রজন্মের পর প্রজন্ম ধরে অগনিত মানুষকে প্রেরণা জুগিয়ে চলেছে। 
এক্স সমাজমাধ্যমে একগুচ্ছ পোস্টে শ্রী মোদী বলেছেন ;
“আজ থিরুভাল্লুভার দিবসে মহাজ্ঞানী থিরুভাল্লুভারের প্রতি শ্রদ্ধা জানাই। তাঁর আদর্শ ও কাজ অগনিত মানুষকে প্রেরণা জোগায়। সামঞ্জস্যপূর্ণ ও সহানুভূতিশীল সমাজে তিনি বিশ্বাস করতেন। তামিল সংস্কৃতির সর্বোৎকৃষ্টতা তাঁর মধ্যে দিয়েই মূর্ত হয়ে ওঠে। আমি আপনাদের সকলকে তিরুক্কুলার পড়ে দেখার অনুরোধ জানাই। মহান থিরুভাল্লুভারের অসাধারণ জ্ঞানের আভাস এতে আপনারা প্রত্যক্ষ করতে পারবেন।”

“திருவள்ளுவர் தினமான இன்று, ஏராளமான  மக்களுக்கு உத்வேகம் அளிக்கும் படைப்புகளையும் சிந்தனைகளையும் கொண்ட பன்முக ஆளுமை  திருவள்ளுவருக்கு மரியாதை செலுத்துகிறேன். நல்லிணக்கமும் கருணையும் நிறைந்த ஒரு சமூகத்தின் மீது அவர் நம்பிக்கை வைத்தார். தமிழ்க் கலாச்சாரத்தின் சிறந்த அம்சங்களுக்கு அவர் எடுத்துக்காட்டாகத் திகழ்கிறார்.  திருவள்ளுவப் பெருந்தகையின் சிறப்பான அறிவாற்றலை வெளிப்படுத்தும் திருக்குறளை நீங்கள் அனைவரும் படிக்க வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கிறேன்.”


SC/AB/SG


(रिलीज़ आईडी: 2215209) आगंतुक पटल : 11
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Marathi , Assamese , Manipuri , Punjabi , Gujarati , Odia , Tamil , Telugu , Kannada , Malayalam