রেলমন্ত্রক
বন্দে ভারত স্লিপার চালু হচ্ছে এই মাসেই, যাত্রাপথ হাওড়া থেকে গুয়াহাটি
प्रविष्टि तिथि:
14 JAN 2026 7:36PM by PIB Kolkata
নয়াদিল্লি, ১৪ জানুয়ারি, ২০২৬
ভারতীয় রেল আধুনিক ট্রেন যাত্রার নতুন মাইলফলকের সূচনা করতে চলেছে। এ মাসেই চালু হচ্ছে দেশের প্রথম বন্দে ভারত স্লিপার। হাওড়া থেকে গুয়াহাটির মধ্যে দীর্ঘ পথের এই রেলযাত্রা দ্রুত ও নিরাপদ এবং যাত্রীদের পক্ষে আরও বেশি স্বচ্ছান্দ্যপূর্ণ হতে চলেছে। বর্তমান রেলযাত্রীদের পরিবর্তিত চাহিদার কথা মাথায় রেখে দীর্ঘ পথের যাত্রায় রাত্রিকালীন সফরে এই ট্রেন এক অন্য অভিজ্ঞতার সঞ্চার ঘটাবে। আধুনিক প্রযুক্তিসম্পন্ন, সুনিশ্চিত নিরাপত্তা এবং সাশ্রয়ী মূল্যে অতি আরামদায়ক অভিজ্ঞতার সাক্ষী হবেন যাত্রীরা।
দূরপাল্লার ট্রেন যাত্রায় এক রূপান্তরমূলক পদক্ষেপ হিসেবে বন্দে ভারত স্লিপারের আনুষ্ঠানিক যাত্রা শুরুর আগে তার যাবতীয় পরীক্ষা সুচারুভাবে সম্পন্ন হয়েছে। জানুয়ারি মাসেই হাওড়া – গুয়াহাটির মধ্যে এই ট্রেনের যাত্রা সূচনা হবে। পূর্ব ও উত্তর-পূর্বাঞ্চল ভারতে এই গুরুত্বপূর্ণ করিডরে প্রতিদিন হাজার হাজার যাত্রী সফর করে থাকেন। এইসব যাত্রীদের মধ্যে পড়ুয়া, শ্রমিক, ব্যবসায়ীদের পাশাপাশি, ভ্রমন পিপাষু পরিবাররাও থাকেন। নতুন এই বন্দে ভারত স্লিপার অত্যন্ত দ্রুতগামী, আধুনিক নকশা সজ্জিত। এতে যাত্রীদের সময় যেমন সাশ্রয় হবে, তেমনই যাত্রাও হবে আরামদায়ক।
প্রথম বন্দে ভারত স্লিপারের এই যাত্রা সূচনার মধ্য দিয়ে রেল যে সর্বদাই আধুনিক যাত্রী-বান্ধব পরিষেবা প্রদানে দায়বদ্ধ, তার প্রমাণ মিলবে। দীর্ঘ যাত্রাপথে যাত্রীরাও রেল সফরকেই তাঁদের পছন্দ হিসেবে বেছে নেবেন। এই বন্দে ভারত স্লিপার বিশ্বমানের সুবিধা সম্বলিত। এতে ১৬টি আধুনিক বগি রয়েছে। মোট ৮২৩ জন যাত্রী এই ট্রেনে সফর করতে পারবেন। রেল কামরার পরিসরও তুলনামূলকভাবে অনেক বেশি। অ্যারোডায়নামিক নকশা সম্বলিত এই ট্রেনে বাতাস নিরোধক ব্যবস্থা রয়েছে। উচ্চগতিতে ট্রেন চলতে কোনও অসুবিধা হবে না। ট্রেনের সর্বোচ্চ গতি ঘন্টায় ১৮০ কিলোমিটার। ফলে, দীর্ঘ যাত্রাপথ অনেক কম সময়েই সফর করা যাবে। স্লিপিং বার্থ অত্যন্ত আরামদায়ক হওয়ায় রাত্রিকালীন সফরে কোনও অসুবিধা হবে না। যাত্রীদের লাগেজ রাখার সুপরিকল্পিত বন্দোবস্তও রয়েছে।
দিব্যাঙ্গদের জন্য রয়েছে বিশেষ ব্যবস্থা। রয়েছে - উন্নতমানের অগ্নি নির্বাপন ব্যবস্থা এবং মডিউলার প্যান্ট্রি। অঞ্চল-ভিত্তিক খাবারের স্বাদও নিতে পারবেন যাত্রীরা। বন্দে ভারত স্লিপারের এই দীর্ঘ যাত্রাপথে কোচবিহার, জলপাইগুড়ি, মালদা, মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান এবং হাওড়ার পাশাপাশি আসামের কামরূপ এবং বঙ্গাইগাঁও এই রেলযাত্রার সুবিধা পাবে। রেলযাত্রীরা কালীঘাট মন্দিরের পাশাপাশি, কামাক্ষ্যা দেবীর মন্দিরও দর্শন করতে পারবেন।
হাওড়া – গুয়াহাটি রেলপথে প্রায় ৯৬৬ কিলোমিটার যাত্রায় সরাইঘাট এক্সপ্রেসে যেখানে প্রায় ১৭ ঘন্টা সময় লাগে, সেখানে বন্দে ভারত স্লিপারে ১৪ ঘন্টার মধ্যেই যাত্রা সম্পূর্ণ হবে। এতে ব্যবসার পাশাপাশি পর্যটন, কর্মসংস্থান, সামাজিক সংযোগ এবং বিভিন্ন এলাকার মধ্যে সাংস্কৃতিক ও অর্থনৈতিক বন্ধন সুদৃঢ় হবে।
এই ট্রেন যাত্রায় অনুমিত ভাড়া এসি থ্রি টিয়ারের জন্য ২ হাজার ৩০০ টাকা, এসি টু টিয়ারে ৩ হাজার টাকা এবং প্রথম শ্রেণীর ভাড়া হবে ৩ হাজার ৬০০ টাকা।
বন্দে ভারত স্লিপার স্বদেশী কবচ সুরক্ষা ব্যবস্থা সম্বলিত হওয়ায় ট্রেন যাত্রা হবে অনেক বেশি নিরাপদ। স্বয়ংক্রিয় দরজা রয়েছে, জীবাণুনাশক প্রযুক্তি রয়েছে, সমস্ত কামরায় থাকছে সিসি টিভি’র নজরদারি ব্যবস্থা। টক ব্যাক ব্যবস্থা থাকায় জরুরি প্রয়োজনে যাত্রীরা সরাসরি ট্রেনের পরিষেবা প্রদানকারীদের সঙ্গে যোগাযোগ করতে পারবেন।
SC/AB/SB
(रिलीज़ आईडी: 2215128)
आगंतुक पटल : 6