রেলমন্ত্রক
azadi ka amrit mahotsav

পশ্চিমবঙ্গ ও অসমের মধ্যে সংযোগ সাধনকারী ৯টি অমৃত ভারত এক্সপ্রেস ট্রেনের যাত্রার সূচনা হবে শীঘ্রই

प्रविष्टि तिथि: 13 JAN 2026 8:02PM by PIB Kolkata

নয়াদিল্লি, ১৩ জানুয়ারি, ২০২৬

 

নতুন বছর রেল ভ্রমণের অভিজ্ঞতাটাই পালটে দিতে চলেছে। সাধারণ যাত্রী হন বা উচ্চবিত্ত, ভারতীয় রেল সকলের জন্যই সাশ্রয়ী মূল্যে স্বাচ্ছন্দ্যপূর্ণ যাত্রার অভিজ্ঞতা উপহার দিতে চলেছে। 

৯টি অমৃত ভারত এক্সপ্রেস ট্রেন শীঘ্রই পশ্চিমবঙ্গ ও অসমের মধ্যে চলাচল শুরু করবে। এগুলি বিহার ও উত্তরপ্রদেশের মধ্য দিয়েও যাবে। তামিলনাড়ু, মহারাষ্ট্র ও কর্ণাটকের মতো দূরবর্তী রাজ্যগুলিও এই ট্রেনগুলির মাধ্যমে সংযুক্ত হবে। 

ভারতে প্রথম রেলযাত্রা শুরু হয়েছিল প্রায় দু’শতাব্দী আগে। ভারতীয় রেল আজ লক্ষ লক্ষ যাত্রীর কাছে রেলযাত্রার সংজ্ঞাই বদলে দিতে চলেছে। আধুনিক যাত্রী-বান্ধব বিভিন্ন পরিষেবা এবং নির্ভরযোগ্যতা, সুরক্ষা ও স্বাচ্ছন্দ্যের ওপর জোর দিয়ে ভারতীয় রেল সাধারণ যাত্রীদের আরামদায়ক ও সুবিধাজনক রেল ভ্রমণের ব্যবস্থা করে দিচ্ছে। কেবল ধনীরাই নন, সাধারণ মানুষও এখন আরামদায়ক রেল ভ্রমণের অভিজ্ঞতা লাভ করবেন।

অমৃতকালের বিশেষ উপহার হিসেবে রেল মাঝারি ও দূরপাল্লার যাত্রার জন্য শীতাতপহীন স্লিপার ক্লাস যাত্রার ব্যবস্থা করেছে। সাধারণ মানুষ যাতে এই ট্রেনগুলিতে ভ্রমণ করতে পারেন, সেজন্য এর ভাড়া কম রাখা হয়েছে, ডায়মানিক প্রাইসিং-এর কোনো ব্যবস্থাও এতে করা হয়নি। 

২০২৩ সালের ডিসেম্বর মাসে ৩০টি অমৃত ভারত এক্সপ্রেস ট্রেনের যাত্রার সূচনা হয়েছিল। আগামী এক সপ্তাহের মধ্যে আরও ৯টি ট্রেন এর সঙ্গে যুক্ত হচ্ছে। এর ফলে, অমৃত ভারত এক্সপ্রেস পরিষেবা পূর্বাঞ্চল ও হিমালয়ের পাদদেশ থেকে শুরু করে দক্ষিণ, পশ্চিম ও মধ্য ভারতের বিভিন্ন স্থানে সম্প্রসারিত হবে। 

নতুন অমৃত ভারত এক্সপ্রেস ট্রেনগুলি অসম, বিহার ও পশ্চিমবঙ্গের মধ্য দিয়ে যাবে। এই অঞ্চলেই পরিযায়ী শ্রমিকদের এক বিপুল অংশ যাতায়াত করেন। উৎসবের মরশুমে এইসব অঞ্চলে ট্রেনের চাহিদা ব্যাপকভাবে বাড়ে। এই ট্রেনগুলি সাশ্রয়ী মূল্যে আরামদায়ক যাত্রার সুযোগ এনে দেবে। স্থানীয় মানুষজন চাকরি, শিক্ষা ও বিভিন্ন পারিবারিক প্রয়োজনে দেশের বিভিন্ন প্রান্তে যাতায়াত করতে পারবেন। 

যে ৯টি অমৃত ভারত এক্সপ্রেস পরিষেবা চালু হতে চলেছে সেগুলি হল – 
১) গুয়াহাটি (কামাক্ষ্যা) - রোহতক অমৃত ভারত এক্সপ্রেস
২) ডিব্রুগড় - লক্ষ্ণৌ (গোমতী নগর) অমৃত ভারত এক্সপ্রেস
৩) নিউ জলপাইগুড়ি - নাগেরকয়েল অমৃত ভারত এক্সপ্রেস
৪) নিউ জলপাইগুড়ি – তিরুচিরাপল্লী অমৃত ভারত এক্সপ্রেস
৫) আলিপুরদুয়ার – এসএমভিটি বেঙ্গালুরু অমৃত ভারত এক্সপ্রেস
৬) আলিপুরদুয়ার – মুম্বাই (পানভেল) অমৃত ভারত এক্সপ্রেস
৭) কলকাতা (সাঁতরাগাছি) – তাম্বারাম অমৃত ভারত এক্সপ্রেস
৮) কলকাতা (হাওড়া) – আনন্দ বিহার টার্মিনাল অমৃত ভারত এক্সপ্রেস
৯) কলকাতা (শিয়ালদহ) – বেনারস অমৃত ভারত এক্সপ্রেস

নিউ জলপাইগুড়ি থেকে ট্রেনগুলি সরাসরি উত্তরবঙ্গের সঙ্গে দাক্ষিণাত্যের সংযোগ স্থাপন করবে। এই ট্রেন রুট বিভিন্ন ভাষাভাষী, সাংস্কৃতিক ও অর্থনৈতিক অঞ্চলের মধ্য দিয়ে যাবে। এটি পরিযায়ী শ্রমিক, ছাত্রছাত্রী, ব্যবসায়ী ও ভ্রমণকারীদের জীবনরেখা হয়ে উঠবে বলে মনে করা হচ্ছে। 

একইভাবে, আলিপুরদুয়ার থেকে ট্রেনগুলি ডুয়ার্স অঞ্চলের সঙ্গে দক্ষিণ ও পশ্চিম ভারতের বড় শহর ও শিল্পাঞ্চলগুলির সংযোগ স্থাপন করবে। যেসব অঞ্চল ভৌগোলিকভাবে প্রত্যন্ত এলাকায় অবস্থিত কিন্তু কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ, এই ট্রেনগুলি সেইসব অঞ্চলের মধ্যে সংযোগ স্থাপন করবে। মানুষজন চাকরি, শিক্ষা, স্বাস্থ্য পরিষেবা ও বাজারের নাগাল পাবেন। 

এই ট্রেনগুলি বেঙ্গালুরু ও চেন্নাইয়ের মতো দাক্ষিণাত্যের প্রধান কেন্দ্রগুলির সঙ্গে পূর্ব ও উত্তর-পূর্ব ভারতের সংযোগ স্থাপন করবে। একইভাবে, সংযোগ স্থাপিত হবে মুম্বাই ও পানভেলের সঙ্গে। এর ফলে, পূর্বাঞ্চল ও পশ্চিমাঞ্চলের মধ্যে সরাসরি সংযোগ প্রতিষ্ঠিত হবে। 

যেসব ট্রেন রুট ওড়িশা ও অন্ধ্রপ্রদেশের মধ্য দিয়ে যাবে সেগুলি পূর্বাঞ্চলীয় করিডর বরাবর অবাধ যাত্রা সুনিশ্চিত করবে। এতে শিল্পাঞ্চল, উপকূলীয় অঞ্চল এবং তীর্থস্থানগুলির বাসিন্দারা উপকৃত হবেন। 

এই ট্রেনগুলিতে ভাঁজ করা টেবিল, মোবাইল ও বোতল রাখার জায়গা, রেডিয়াম ফ্লোর স্ট্রিপ, বসা ও শোয়ার স্বাচ্ছন্দ্যপূর্ণ ব্যবস্থা, ইলেক্ট্রো-নিউম্যাটিক ফ্লাশিং সহ আধুনিক শৌচাগার, অগ্নি নির্বাপণ ব্যবস্থা, ফাস্ট চার্জিং পয়েন্ট, প্যান্ট্রি কার এবং দিব্যাঙ্গজনেদের জন্য বিশেষ ব্যবস্থা থাকছে। 


SC/SD/DM


(रिलीज़ आईडी: 2214497) आगंतुक पटल : 13
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Odia , Tamil , Kannada , Malayalam