স্বরাষ্ট্র মন্ত্রক
এনএসজি-র ন্যাশনাল আইইডি ডেটা ম্যানেজমেন্ট সিস্টেমের উদ্বোধন কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রী শ্রী অমিত শাহের
प्रविष्टि तिथि:
09 JAN 2026 3:24PM by PIB Kolkata
নয়াদিল্লি, ০৯ জানুয়ারি, ২০২৬
কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রী শ্রী অমিত শাহ আজ ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে নতুন দিল্লিতে ন্যাশনাল সিকিউরিটি গার্ড (এনএসজি)-এর ন্যাশনাল আইইডি ডেটা ম্যানেজমেন্ট সিস্টেম (এনআইডিএমএস) – এর উদ্বোধন করেন।
এই উপলক্ষে শ্রী শাহ বলেন, বিগত ছয় বছরে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে বিভিন্ন ধরনের ডেটা সংগ্রহের ক্ষেত্রে উল্লেখযোগ্য কাজ হয়েছে। দেশে সমস্ত ধরনের জঙ্গি কার্যকলাপের তদন্তের ক্ষেত্রে আগামী দিনে এনআইডিএমএস – এর ভূমিকা বিশেষ গুরুত্ব পাবে। সন্ত্রাসবাদের বিরুদ্ধে এনআইডিএমএস সুরক্ষা কবচ হিসেবে কাজ করবে বলে মন্তব্য করেন তিনি।
শ্রী শাহ বলেন, আজ যে এনআইডিএমএস-এর সূচনা করা হ’ল, তার মাধ্যমে এনআইএ অনলাইনে সুসংহতভাবে তাদের প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করতে পারবে। দেশের যে কোনও অংশে বিস্ফোরণ বা আইইডি সংক্রান্ত যে কোনও ঘটনা এই ব্যবস্থায় অন্তর্ভুক্ত করা সহজ হবে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী জানান, ১৯৯৯ থেকে এ পর্যন্ত সমস্ত বোমা বিস্ফোরণের তথ্য এখন এনআইডিএমএস-এর মাধ্যমে জানা যাবে। শ্রী শাহ বলেন, এনআইডিএমএস হ’ল – একটি সুরক্ষিত জাতীয় ডিজিটাল প্ল্যাটফর্ম, যার মাধ্যমে বোমা বিস্ফোরণ সংক্রান্ত ঘটনাবলী নির্ভুলভাবে এবং সংগঠিতভাবে বিশ্লেষণ করা সম্ভব হবে। এছাড়া, কাজের গুণগতমানেরও উন্নতি ঘটবে বলে মন্তব্য করেন তিনি।
শ্রী শাহ বলেন, দেশের অভ্যন্তরীণ নিরাপত্তার ক্ষেত্রে একটি শক্তিশালী স্তম্ভ হ’ল – এনএসজি। যে কোনও আক্রমণের ক্ষেত্রে, বোমা নিষ্ক্রিয়করণ কিংবা যে কোনও চ্যালেঞ্জের মোকাবিলায় এনএসজি’র ভূমিকার প্রশংসা করেন তিনি। ১৯৮৪ সালে এনএসজি’র প্রতিষ্ঠা হয়েছিল। তারপর থেকে গত চার দশকেরও বেশি সময় ধরে সন্ত্রাস দমন অভিযান, বিমান ছিনতাই প্রভৃতি নানা ক্ষেত্রে এনএসজি অসীম সাহসিকতার পরিচয় দিয়েছে বলে মন্তব্য করেন শ্রী অমিত শাহ। তিনি জানান, এ পর্যন্ত ৩টি অশোকচক্র, ২টি কীর্তি চক্র, ৩টি শৌর্য চক্র এবং ৪৪টি সেনা পদক পেয়েছেন এনএসজি’র আধিকারিক ও কমান্ডোরা।
SC/MP/SB
(रिलीज़ आईडी: 2213111)
आगंतुक पटल : 7