প্রধানমন্ত্রীরদপ্তর
প্রধানমন্ত্রী সংস্কৃতের একটি সুভাষিতম সকলের সঙ্গে ভাগ করে নিয়েছেন যেখানে অধ্যবসায় ও ইচ্ছাশক্তির উপর গুরুত্ব আরোপ করা হয়েছে
प्रविष्टि तिथि:
02 JAN 2026 9:43AM by PIB Kolkata
নতুন দিল্লি, ২ জানুয়ারি ২০২৬,
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী নতুন বছর উপলক্ষ্যে সকলকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন। আগামী দিনে সকলে যে উদ্যোগ গ্রহণ করবেন তা যেন সফল হয় সে বিষয়েও প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।
শ্রী মোদী অধ্যবসায় ও ইচ্ছাশক্তির উপর গুরুত্ব আরোপ করে বলেছেন, নতুন বছরে সকলের সংকল্প পূরণ হোক।
প্রধানমন্ত্রী এই শাশ্বত প্রজ্ঞার উপর জোর দিয়ে বলেছেন, এর মাধ্যমে আমরা জাগ্রত হওয়া ও জাগ্রত থাকা এবং কল্যাণমূলক কাজে যুক্ত থাকতে উতসাহী হই, একই সঙ্গে আমরা ভবিষ্যতে যে পরিকল্পনা গ্রহণ করব, সেই লক্ষ্য অর্জনে স্থির ও নির্ভীক থাকবো।
সামাজিক মাধ্যম এক্সে অনুপ্রেরণাদায়ক এক বার্তা সংস্কৃত শ্লোকের মাধ্যমে শ্রী মোদী সকলের সঙ্গে ভাগ করে নিয়ে বলেছেনঃ
“ আগামীদিনে আপনাদের প্রত্যেকটি উদ্যোগ সফল হোক এই কামনাই করি। নতুন বছরে অধ্যবসায় ও ইচ্ছাশক্তির মাধ্যমে আপনাদের প্রতিটি সংকল্প পূরণ হোক
উত্থাতব্যং জাগ্রতব্যং যোক্তব্যং ভূতিকর্মসু।
ভবিষ্যতীত্যেব মনঃ কৃত্বা সততমব্যথৌঃ।"
SC/CB
(रिलीज़ आईडी: 2210748)
आगंतुक पटल : 16
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Assamese
,
Manipuri
,
Bengali-TR
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Tamil
,
Telugu
,
Kannada
,
Malayalam