সড়কপরিবহণওমহাসড়কমন্ত্রক
১ ফেব্রুয়ারি থেকে গাড়ির জন্য নতুন ফাস্টট্যাগ ইস্যু করার সময় কেওয়াইভি-র প্রয়োজন হবে না বলে জাতীয় মহাসড়ক কর্তৃপক্ষ জানিয়েছে
प्रविष्टि तिथि:
01 JAN 2026 4:54PM by PIB Kolkata
নয়াদিল্লি, ১ জানুয়ারি, ২০২৬
মহাসড়ক দিয়ে যেসব গাড়ি যাওয়া-আসা করে, সেই গাড়িগুলি ফাস্টট্যাগ লাগানোর পর পোস্ট অ্যাক্টিভেশনের ক্ষেত্রে অনেক সময় সমস্যা দেখা দেয়। এই সমস্যা নিরসনে জাতীয় মহাসড়ক কর্তৃপক্ষ জানিয়েছে, আগামী ১ ফেব্রুয়ারি থেকে যে ফাস্টট্যাগ ইস্যু করা হবে তার জন্য ‘নো ইয়র ভেহিকেল’ প্রক্রিয়ার প্রয়োজন হবে না। এর ফলে, ফাস্টট্যাগ গাড়ির মধ্যে লাগানোর পর তার অ্যাক্টিভেশন না হওয়া সংক্রান্ত যে অসুবিধায় গাড়ির চালকরা পড়তেন, সেই সমস্যা দূর হল।
তবে যেসব গাড়িতে ফাস্টট্যাগ লাগানো রয়েছে, সেগুলির ক্ষেত্রে কেওয়াইভি-র দরকার না হলেও নির্দিষ্ট কিছু ক্ষেত্রে এর প্রয়োজন রয়েছে। মূলত ফাস্টট্যাগ হারিয়ে গেলে, এর অপব্যবহার হলে কেওয়াইভি সংক্রান্ত তথ্য যাচাই করা হবে। ব্যাঙ্কগুলি ফাস্টট্যাগ ইস্যু করার সময় ‘বাহন’ ব্যবস্থা থেকে প্রয়োজনীয় তথ্য যাচাই করা হয়েছে কিনা, সেটি পরীক্ষা-নিরীক্ষা করে। অনলাইনে ফাস্টট্যাগ বিক্রির পর যতক্ষণ না ব্যাঙ্ক থেকে সেটি বৈধ বলে স্বীকৃতি দেওয়া হচ্ছে, ততক্ষণ সেটি কার্যকর হবে না। জাতীয় মহাসড়ক কর্তৃপক্ষের নতুন এই সিদ্ধান্তের ফলে মহাসড়ক ব্যবহারকারীদের সুবিধা হবে।
SC/CB/DM.
(रिलीज़ आईडी: 2210550)
आगंतुक पटल : 11