মন্ত্রিসভারঅর্থনৈতিকবিষয়সংক্রান্তকমিটি
ওড়িশায় ১,৫২৬.২১ কোটি টাকার ৩২৬ নং জাতীয় সড়ক সম্প্রসারণ প্রকল্পে অনুমোদন কেন্দ্রীয় মন্ত্রিসভার
प्रविष्टि तिथि:
31 DEC 2025 3:11PM by PIB Kolkata
নয়াদিল্লি, ৩১ ডিসেম্বর, ২০২৫
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর সভাপতিত্বে অনুষ্ঠিত কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে ওড়িশায় দু’লেনের ৩২৬ নং জাতীয় সড়ক সম্প্রসারণ প্রকল্পে অনুমোদন দেওয়া হয়েছে। এই প্রকল্পে ৬৮.৬০০ কিলোমিটার থেকে ৩১১.৭০০ কিলোমিটার পর্যন্ত রাস্তার সম্প্রসারণ ঘটানো হবে। প্রকল্পের মোট খরচ ধরা হয়েছে ১,৫২৬.২১ কোটি টাকা। এর মধ্যে নির্মাণ কাজে খরচ ধরা হয়েছে ৯৬৬.৭৯ কোটি টাকা।
এই প্রকল্পের কাজ শেষ হলে, যাতায়াত আরও দ্রুত, নিরাপদ এবং সুরক্ষিত হয়ে উঠবে। পাশাপাশি, দক্ষিণ ওড়িশায় সামগ্রিক উন্নয়ন ঘটাবে এই প্রকল্প। যোগাযোগ ব্যবস্থার উন্নতির ফলে শিল্প, শিক্ষা প্রতিষ্ঠান, পর্যটনের প্রসারের পাশাপাশি কর্মসংস্থানেরও উন্নতি ঘটবে।
ইপিসি পদ্ধতিতে এই প্রকল্প রূপায়িত করা হবে। ড্রোন ম্যাপিং-এর মাধ্যমে প্রকল্পের রূপরেখা তৈরি করা হবে। দু’বছরের মধ্যে কাজ শেষের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। এই সড়ক প্রকল্প ওড়িশার গজপতি, রায়গড়া এবং কোরাপুট জেলার সঙ্গে রাজ্যের অন্যান্য অঞ্চলকে যুক্ত করবে। পাশাপাশি, অন্ধ্রপ্রদেশের সঙ্গেও যোগাযোগ গড়ে তুলবে এই সড়ক প্রকল্প।
SC/MP/DM..
(रिलीज़ आईडी: 2210206)
आगंतुक पटल : 13