প্রধানমন্ত্রীরদপ্তর
azadi ka amrit mahotsav

প্রধানমন্ত্রী শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেছেন ভারতরত্ন মহামতি পণ্ডিত মদন মোহন মালব্য জি-র উদ্দেশে

प्रविष्टि तिथि: 25 DEC 2025 8:41AM by PIB Kolkata

নতুন দিল্লি, ২৫ ডিসেম্বর ২০২৫

 

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ ভারতরত্ন মহামতি পণ্ডিত মদন মোহন মালব্য জির জন্মবার্ষিকীতে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেছেন। শ্রী মোদী বলেছেন যে তিনি মাতৃভূমির সেবায় সারাজীবন নিবেদিত প্রাণ ছিলেন। শ্রী মোদী বলেছেন, “তিনি দাসত্বের শৃঙ্খল ভাঙার জন্য সমাজ সংস্কারের পাশাপাশি জাতীয় চেতনা জাগরূক করতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন। দেশের শিক্ষা জগতে তাঁর অতুলনীয় অবদান কখনোই ভোলা যাবে না”। 

প্রধানমন্ত্রী এক্স-এ পোস্ট করেছেন:

"মাতৃভূমির সেবায় আজীবন সমর্পিত ভারতরত্ন মহামতি পণ্ডিত মদন মোহন মালব্য জি'র জয়ন্তীতে সাদর শ্রদ্ধাঞ্জলি। তিনি দাসত্বের শৃঙ্খল ছিন্ন করার জন্য সমাজ সংস্কারের সঙ্গে সঙ্গে রাষ্ট্রীয় চেতনাকে জাগ্রত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন। দেশের শিক্ষা জগতে তাঁর অতুলনীয় অংশগ্রহণ কখনও ভুলতে পারা যাবে না।"


SC/AP/AS


(रिलीज़ आईडी: 2208379) आगंतुक पटल : 9
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , Marathi , हिन्दी , Manipuri , Assamese , Gujarati , Tamil , Telugu , Kannada , Malayalam