প্রধানমন্ত্রীরদপ্তর
প্রধানমন্ত্রী আসামের গুয়াহাটিতে লোকপ্রিয় গোপীনাথ বরদলৈ আন্তর্জাতিক বিমানবন্দরের নতুন টার্মিনাল ভবনের উদ্বোধনের কিছু ঝলক শেয়ার করেছেন
प्रविष्टि तिथि:
20 DEC 2025 11:08PM by PIB Kolkata
নয়াদিল্লি, ২০ ডিসেম্বর, ২০২৫
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদি আজ আসামের গুয়াহাটিতে অবস্থিত লোকপ্রিয় গোপীনাথ বরদলৈ আন্তর্জাতিক বিমানবন্দরের নতুন টার্মিনাল ভবনের কিছু ঝলক শেয়ার করেছেন। এটি আসামের যোগাযোগ ব্যবস্থা, অর্থনৈতিক সম্প্রসারণ এবং আন্তর্জাতিক অংশগ্রহণের ক্ষেত্রে একটি যুগান্তকারী মাইলফলক।
এক্স হ্যান্ডেলে একটি আলাদা পোস্টে শ্রী মোদি লিখেছেন:
"আজ গুয়াহাটিতে উদ্বোধন করা বিমানবন্দর টার্মিনাল ভবনে পা রাখলেই বোঝা যায় 'উন্নয়নের পাশাপাশি ঐতিহ্যের' মন্ত্র কতটা গুরুত্বপূর্ণ।"
"আজ, আসাম সহ সমগ্র উত্তর-পূর্ব ভারতের উন্নয়ন এবং পর্যটনের জন্য একটি নতুন প্রবেশদ্বার হয়ে উঠছে। বারাণসী থেকে ডিব্রুগড় পর্যন্ত গঙ্গা বিলাস ক্রুজ উত্তর-পূর্বকে বিশ্বব্যাপী ক্রুজ পর্যটন মানচিত্রে স্থান করে দিয়েছে।"
" কংগ্রেস সরকার আসাম এবং উত্তর-পূর্বাঞ্চলকে উন্নয়ন থেকে দূরে রেখে যে পাপ করেছে, তার ফলে দেশের নিরাপত্তা চরমভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। গত ১০-১১ বছরে আমাদের প্রচেষ্টা নিশ্চিত করেছে যে আসামের সম্পদ কেবল তার জনগণের দ্বারাই ব্যবহৃত হচ্ছে।"
“গুয়াহাটি বিমানবন্দরে লোকপ্রিয় গোপীনাথ বরদলৈয়ের একটি মূর্তির উদ্বোধন করলাম। তাঁর জীবন ও আদর্শ, এবং আসামের অগ্রগতিতে তাঁর অবদান ভবিষ্যৎ প্রজন্মকে অনুপ্রাণিত করতে থাকবে।”
“গুয়াহাটির জন্য এটি একটি বিশেষ দিন, কারণ লোকপ্রিয় গোপীনাথ বরদলৈ আন্তর্জাতিক বিমানবন্দর একটি নতুন টার্মিনাল ভবন পেল। এই নতুন টার্মিনালটি স্থানীয় অর্থনীতিকে চাঙ্গা করবে এবং পর্যটনকে উৎসাহিত করবে। প্রযুক্তিগত উদ্ভাবনের উপর জোর দেওয়া, সেইসাথে প্রকৃতি ও স্থায়িত্বের সঙ্গে সংযোগ স্থাপন করাও অত্যন্ত প্রশংসার যোগ্য।”
“অসাধারণ অভ্যর্থনার জন্য গুয়াহাটিকে ধন্যবাদ। এই প্রাণবন্ত শহরে আসাটা সব সময়ই আনন্দের।”
SC/SB/NS
(रिलीज़ आईडी: 2207290)
आगंतुक पटल : 3