প্রধানমন্ত্রীরদপ্তর
লৌহমানব সর্দার বল্লভভাই প্যাটেলের ৭৫তম প্রয়াণ বার্ষিকীতে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেছেন প্রধানমন্ত্রী
प्रविष्टि तिथि:
15 DEC 2025 8:44AM by PIB Kolkata
নয়াদিল্লি, ১৫ ডিসেম্বর, ২০২৫
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ সশ্রদ্ধ প্রণাম নিবেদন করেছেন ভারতের লৌহমানব সর্দার বল্লভভাই প্যাটেলের প্রতি তাঁর ৭৫তম প্রয়াণ বার্ষিকীতে। তিনি বলেছেন যে, সর্দার প্যাটেল তাঁর সমগ্র জীবন নিবেদন করেছিলেন দেশকে একসূত্রে বাঁধতে এবং ঐক্য গড়ে তুলতে।
শ্রী মোদী বলেছেন যে, সুসংহত এবং শক্তিশালী ভারত নির্মাণে সর্দার প্যাটেলের অতুলনীয় অবদান দেশের সামগ্রিক স্মৃতিতে চিরকাল অঙ্কিত থাকবে।
প্রধানমন্ত্রী বলেছেন, সর্দার প্যাটেলের জীবন আত্মনির্ভর ভারত গঠনে বিশেষ অনুপ্রেরণা জুগিয়ে যাবে চিরদিন। তিনি বলেন, ভারতের লৌহমানব যে জাতীয় ঐক্যের আদর্শ প্রোথিত করেছিলেন, তা বিকশিত ভারতের স্বপ্নের প্রাণশক্তির এক শক্তিশালী উৎস হয়ে রয়ে যাবে।
প্রধানমন্ত্রী মোদী বলেছেন যে, দেশ গঠনে সর্দার প্যাটেলের অতুলনীয় অবদান, তাঁর দৃঢ় নেতৃত্ব এবং ভারতের সংহতিকে শক্তিশালী করতে তাঁর দায়বদ্ধতা চিরকাল শক্তিশালী, সক্ষম এক দেশের জন্য পথ নির্দেশ হিসেবে কাজ করবে।
এক্স-এ একটি পৃথক পোস্টে শ্রী মোদী বলেছেন যে, “লৌহমানব সর্দার প্যাটেলকে তাঁর ৭৫তম প্রয়াণ বার্ষিকীতে আমার সশ্রদ্ধ প্রণাম। তিনি দেশকে একসূত্রে গাঁথার জন্য নিজের জীবন সমর্পণ করেছিলেন। ঐক্যবদ্ধ এবং সশক্ত ভারতবর্ষের নির্মাণে তাঁর অতুলনীয় অবদান কৃতজ্ঞ রাষ্ট্র কখনও ভুলতে পারে না।”
“ভারতরত্ন সর্দার প্যাটেলের ৭৫তম প্রয়াণ বার্ষিকী আত্মনির্ভর ভারতের জন্য প্রেরণা পাওয়ার এক সুযোগ। তিনি দেশবাসীর মধ্যে রাষ্ট্রীয় একতার যে ভাবনা গেঁথে দিয়েছিলেন, তা ‘বিকশিত ভারত’-এর জন্য প্রাণশক্তির উৎস। রাষ্ট্র নির্মাণে তাঁর অদ্বিতীয় ভূমিকা সশক্ত এবং সক্ষম ভারতের জন্য পথপ্রদর্শক হিসেবে রয়ে যাবে।”
SC/AP/NS…
(रिलीज़ आईडी: 2203950)
आगंतुक पटल : 7
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English
,
Urdu
,
हिन्दी
,
Marathi
,
Manipuri
,
Assamese
,
Bengali-TR
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Tamil
,
Telugu
,
Kannada
,
Malayalam