প্রধানমন্ত্রীরদপ্তর
azadi ka amrit mahotsav

থিরু রজনীকান্ত মহোদয়ের ৭৫তম জন্মদিন উপলক্ষে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা

प्रविष्टि तिथि: 12 DEC 2025 8:59AM by PIB Kolkata

নয়াদিল্লি, ১২ ডিসেম্বর, ২০২৫

 

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ থিরু রজনীকান্ত মহোদয়ের ৭৫তম জন্মদিন উপলক্ষে তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন। 

প্রধানমন্ত্রী বলেন, রজনীকান্ত মহোদয়ের অভিনয় প্রজন্মের পর প্রজন্ম ধরে দর্শকদের মন জয় করেছে এবং ব্যাপক প্রশংসা লাভ করেছে। তিনি বলেন, অভিনেতা হিসেবে তাঁর অসাধারণ কাজ ভারতীয় চলচ্চিত্রে ধারাবাহিকভাবে নতুন মানদণ্ড স্থাপন করেছে। বিভিন্ন ভূমিকা, ধারা এবং সিনেমার ধরণে তাঁর অভিনয় বিশেষ মাত্রা প্রদান করেছে।

প্রধানমন্ত্রী আরও বলেন যে, তিরু রজনীকান্ত চলচ্চিত্র জগতে ৫০টি গৌরবোজ্জ্বল বছর পূর্ণ করেছেন, যা একটি মাইলফলক। চলচ্চিত্র শিল্পে তাঁর স্থায়ী প্রভাব এবং অতুলনীয় অবদানের প্রতিফলন ঘটায়। তিনি তিরু রজনীকান্তের দীর্ঘ, সুস্থ এবং পরিপূর্ণ জীবনের জন্য প্রার্থনা করেন।

এক্স বার্তায় শ্রী মোদী বলেন:

"তিরু রজনীকান্ত মহোদয়কে তাঁর ৭৫তম জন্মদিনের বিশেষ উপলক্ষে শুভেচ্ছা। তাঁর অভিনয় প্রজন্মের পর প্রজন্মকে মুগ্ধ করেছে এবং ব্যাপক প্রশংসা অর্জন করেছে। তাঁর কাজের ধরণ ও বিভিন্ন ভূমিকা এবং ধারায় অভিনয় ধারাবাহিকভাবে বিশেষ মানদণ্ড স্থাপন করেছে। এই বছরটি উল্লেখযোগ্য কারণ তিনি চলচ্চিত্র জগতে ৫০ বছর পূর্ণ করেছেন। তাঁর দীর্ঘ ও সুস্থ জীবনের জন্য প্রার্থনা করছি।"

 

SC/PM/NS….


(रिलीज़ आईडी: 2202810) आगंतुक पटल : 8
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: Tamil , Malayalam , English , Urdu , Marathi , हिन्दी , Manipuri , Assamese , Gujarati , Odia , Telugu , Kannada