পর্যটনমন্ত্রক
azadi ka amrit mahotsav

বিদেশী পর্যটক আগমণ

प्रविष्टि तिथि: 11 DEC 2025 2:38PM by PIB Kolkata

নয়াদিল্লি, ১১ ডিসেম্বর, ২০২৫

 

২০২৪-এর ক্যালেন্ডার বর্ষে বিদেশী পর্যটক আগমণ (এফটিএ) এবং দেশীয় পর্যটকদের ভ্রমণ (ডিটিভি) নিম্নরূপ :

 

(লক্ষ হিসেবে)

 

বছর

এফটিএ

ডিটিভি

২০২৪

৯৯.৫২

২৯৪৮১.৯১

 

সূত্র : অধিবাসন ব্যুরো এবং রাজ্য/কেন্দ্রশাসিত অঞ্চল পর্যটন দপ্তর সমূহ

 

এই সময়কালে ভারতে পর্যটন সূত্রে বিদেশী মুদ্রা উপার্জন (এফইই)-এর পরিমান নিম্নরূপ :

 

(টাকা কোটির হিসেবে)

 

বছর

ভারতে পর্যটন থেকে এফইই

২০২৪#২

২,৯৩,০৩৩

 

#পরিমার্জিত হিসাব

 

সূত্র : ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক

 

এই বছর প্রথম দুটি ত্রৈমাসিকে বিদেশী পর্যটক আগমন (এফটিএ) নিম্নরূপ :

 

(লক্ষ ভিত্তিক)

 

ত্রৈমাসিক হিসেবে

এফটিএ

প্রথম ত্রৈমাসিক (জুন থেকে মার্চ)

২৬.১৫

দ্বিতীয় ত্রৈমাসিক (এপ্রিল থেকে জুন)

১৬.৪৮

মোট

৪২.৬৩

 

 

সূত্র : অধিবাসন ব্যুরো

 

২০২৪-এ প্রথম সারির ৫টি দেশ থেকে বিদেশী পর্যটক আগমণ (এফটিএ) নিম্নরূপ:

 

ক্রমিক সংখ্যা

দেশ

২০২৪

১.

মার্কিন যুক্তরাষ্ট্র

১৮,০৪,৫৮৬

২.

বাংলাদেশ

১৭,৫০,১৬৫

৩.

ব্রিটেন

১০,২২,৫৮৭

৪.

অস্ট্রেলিয়া

৫,১৮,২০৫

৫.

কানাডা

৪,৭৬,২৭৩

 

সূত্র : অধিবাসন ব্যুরো

 

অধিবাসন ব্যুরো মারফত প্রাপ্ত তথ্য অনুযায়ী ০১.১১.২০২৪ থেকে ৩০.১১.২০২৫ পর্যন্ত মোট ৩১.৭৪ লক্ষ ই-ভিসা পর্যটকদের দেওয়া হয়েছে।

 

পর্যটন এবং সংস্কৃতি মন্ত্রী শ্রী গজেন্দ্র সিং শেখাওয়াত রাজ্যসভায় আজ লিখিত উত্তরে এই তথ্য জানিয়েছেন।

 

 

SC/AB/NS


(रिलीज़ आईडी: 2202681) आगंतुक पटल : 6
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , Marathi , हिन्दी , Bengali-TR