পরমাণুশক্তিদপ্তর
azadi ka amrit mahotsav

বর্ষশেষের পর্যালোচনা – পরমাণু শক্তি দফতর

प्रविष्टि तिथि: 10 DEC 2025 11:45AM by PIB Kolkata

নয়াদিল্লি, ১০ ডিসেম্বর, ২০২৫ 

 

দেশে পরমাণু শক্তির প্রসার, এসংক্রান্ত গবেষণা ও প্রয়োগের বিষয়ে কাজ করে চলেছে পরামাণু শক্তি দফতর। 
•    রাজস্থানের বান্সওয়ারায় ২০২৫-এর সেপ্টেম্বরে চার ইউনিটের মাহি পরমাণু শক্তি কেন্দ্রের শিলান্যাস করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 
•    রাজস্থানের ৭ নম্বর ইউনিট নর্দান গ্রিডে সংযুক্ত হয়েছে এবং বাণিজ্যিক কর্মকাণ্ড শুরু করেছে। 
•    এনপিসিআইএল একটি অর্থবর্ষে প্রথমবার ৫০ বিলিয়ন ইউনিট উৎপাদনের লক্ষ্যমাত্রা স্পর্শ করেছে।
•    অ্যাটমিক এনার্জি কমিশনকে আরও ১০টি ইউনিটের প্রকল্প-পূর্ববর্তী কাজের অনুমতি দেওয়া হয়েছে – ২০৩২ নাগাদ ২২.৫ গিগাওয়াট উৎপাদন ক্ষমতা অর্জনের যে লক্ষ্যমাত্রা রয়েছে এটা তার অতিরিক্ত। 
•    বিহারের মুজাফ্ফরপুরে ১৫০ শয্যার হোমি ভাবা ক্যানসার হসপিটাল ও রিসার্চ সেন্টারের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 
•    টাটা মেমোরিয়াল হাসপাতালকে “আশার রশ্মি” তকমা দিয়েছে আইএইএ।
•    ইলেকট্রন বিম স্টেরিলাইজেশনের ক্ষেত্রে নজির তৈরি হয়েছে- এক কোটি চিকিৎসা সরঞ্জাম পরিশুদ্ধিকরণের রেকর্ড। 
•    ফেরোকার্বোনাইট নামাঙ্কিত দেশে তৈরি শংসা প্রাপ্ত রেফারেন্স মেটেরিয়াল হাতের মুঠোয় – এই পদার্থ রেয়ার আর্থ খননের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ আনুষ্ঠানিকভাবে ব্যবহারের জন্য ছাড়া হয়েছে। 
•    তালচেরে গড়ে তোলা হয়েছে প্রথম ইলেকট্রনিক্স-গ্রেড বোরন-১১ সমৃদ্ধকরণ কেন্দ্র। 
•    পরমাণু শক্তি দফতর এবছর অগাস্টে অষ্টাদশ জ্যোতির্বিজ্ঞান অলিম্পিয়াডের আয়োজন করেছে। 

এইবছর নানা ক্ষেত্রে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে পরমাণু শক্তি দফতর। ২০২৪-২০২৫ অর্থবর্ষে ৫৬,৬৮১ মিলিয়ন ইউনিট বিদ্যুৎ উৎপাদন করেছে এনপিসিআইএল। এরফলে ৪ কোটি ৯০ লক্ষ টন কার্বন-ডাই-অক্সাইড নির্গমন কমানো সম্ভব হয়েছে।     

অত্যাধুনিক চিকিৎসা ও রোগ নিরুপণ সরঞ্জামের উৎপাদন ও বাণিজ্যিকীকরণের কাজও করে চলেছে পরমাণু শক্তি দফতর। 

 

SC/ AC /AG


(रिलीज़ आईडी: 2201550) आगंतुक पटल : 4
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , हिन्दी , Kannada