নারীওশিশুবিকাশমন্ত্রক
আগামীকাল থেকে শুরু হচ্ছে ১০০ দিনের বাল্য বিবাহ-মুক্ত ভারত প্রচারাভিযান
प्रविष्टि तिथि:
03 DEC 2025 9:30AM by PIB Kolkata
নয়াদিল্লি, ০৩ ডিসেম্বর, ২০২৫
বাল্য বিবাহ-মুক্ত ভারত গড়ার লক্ষ্যে আগামীকাল নতুন দিল্লির বিজ্ঞান ভবনে ১০০ দিনের নিবিড় সচেতনতামূলক প্রচারাভিযানের সূচনা করতে চলেছে নারী ও শিশু বিকাশ মন্ত্রক। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন নারী ও শিশু বিকাশ মন্ত্রী শ্রীমতী অন্নপূর্ণা দেবী এবং মন্ত্রকের প্রতিমন্ত্রী শ্রীমতী সাবিত্রী ঠাকুর।
২৭ নভেম্বর, ২০২৪ তারিখে নারী ও শিশু কল্যাণ মন্ত্রক বাল্য বিবাহ-মুক্ত ভারতের প্রচারাভিযান শুরু করেছিল। এ বছরের ২৭ নভেম্বর তার সমাপ্তি ঘটে।
https://webcast.gov.in/mwcd - এই লিঙ্কে অনুষ্ঠানের সরাসরি সম্প্রচার দেখা যাবে।
১০০ দিনের (২৭ নভেম্বর, ২০২৫ থেকে ০৮ মার্চ, ২০২৬) এই প্রচার কর্মসূচিকে তিনটি ভাগে ভাগ করা হয়েছে। ২৭ নভেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত বিদ্যালয়, কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলিতে প্রবন্ধ প্রতিযোগিতা, পারস্পরিক আলাপচারিতা সহ বিভিন্ন ধরনের সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত হবে।
আগামী বছরের পয়লা জানুয়ারি থেকে ৩১ জানুয়ারি পর্যন্ত ধর্মীয় নেতা, বিবাহ পরিষেবা প্রদানকারীদের সঙ্গে আলাপচারিতার পাশাপাশি শিশুদের অধিকার, সুরক্ষা এবং ক্ষমতায়ন সংক্রান্ত বার্তা দেওয়া হবে।
পয়লা ফেব্রুয়ারি থেকে ০৮ মার্চ পর্যন্ত গ্রাম পঞ্চায়েত এবং পুরসভাগুলির বিভিন্ন ওয়ার্ডে বাল্য বিবাহ-মুক্ত ভারত গড়ার অঙ্গীকার গ্রহণ করা হবে।
কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ, পঞ্চায়েতি রাজ, গ্রামোন্নয়ন এবং শিক্ষা মন্ত্রকের সঙ্গে সমন্বয় রেখে এই কর্মসূচি রূপায়িত করা হবে।
SC/MP/SB…
(रिलीज़ आईडी: 2198045)
आगंतुक पटल : 5