iffi banner

দেহের লুকানো ভাষা বোঝা: নিঃশ্বাস–অনুভূতির যাত্রায় ইফি-কে মোহিত করলেন বিনয় কুমার

প্রাচীন জ্ঞান ও আধুনিক বাস্তবতার অপূর্ব সেতুবন্ধন

অভিনব অনুশীলন ও লাইভ পারফরম্যান্সে দর্শকের সক্রিয় অংশগ্রহণ

#IFFIWood, ২২ নভেম্বর ২০২৫

 

‘Breath and Emotion: A Masterclass on Performances’- আদিশক্তির নাট্যগুরু বিনয় কুমার কে. জে.-এর পরিচালনায় অনুষ্ঠিত এই সেশনটি এবারের ইফি-র অন্যতম মননশীল ও নিমগ্নতাপূর্ণ অভিজ্ঞতা হয়ে উঠল। প্রয়াত নাট্যাচার্য বীনাপনী চাওলার শিষ্য এবং আদিশক্তির শৈল্পিক পরিচালক বিনয় তাঁর মঞ্চ-উপস্থিতিতে কঠোর অনুশীলন, ঐতিহ্য ও দেহ-মননির্ভর জ্ঞানের এক অনন্য সংমিশ্রণ উপস্থাপন করেন।

সেশন শুরুর আগে তথ্য ও সম্প্রচার মন্ত্রকের অতিরিক্ত সচিব শ্রী প্রভাত বক্তাকে সম্মাননা জানান। এরপর শুরু হয় এমন একটি মাস্টারক্লাস, যা মঞ্চ ও দর্শকের সীমানাকে বহু দূর অতিক্রম করে যায়। বিনয় বারবার মঞ্চ থেকে নেমে দর্শকদের সঙ্গে সরাসরি কথা বলেন, প্রশ্নের পর প্রশ্ন করেন, উত্তরের প্রতি সজাগ মনোযোগ দেন, আর হলঘরটিকে রূপান্তরিত করেন এক যৌথ অনুসন্ধানের পরিসরে।

সেশনটির শুরুতেই বিনয় দর্শকদের পুনর্বিবেচনার আহ্বান জানান, আসলে অনুভূতি কী? একই ছাদের নীচে বাস করেও আমরা একে অন্যের আবেগগত অবস্থার ব্যাপারে কতটাই বা সচেতন? যে বিষয় একসময় গভীর আবেগ জাগাত, আজ তার প্রাসঙ্গিকতা হারিয়ে যেতে পারে। কারণ আবেগ সময়, প্রেক্ষিত ও সাংস্কৃতিক পরিমণ্ডলের সঙ্গে ক্রমাগত বিবর্তিত হয়।

এরপর তিনি দেহ-প্রকাশ ও আবেগের আন্তঃসম্পর্ক ব্যাখ্যা করেন। তাঁর মতে, আমাদের কোনো নড়াচড়াই পুরোপুরি স্বতঃস্ফূর্ত নয়, সামাজিক পরিস্থিতি, জনসমাগম বা সম্পর্কের কাঠামো সবই আমাদের অঙ্গভঙ্গিকে নিয়ন্ত্রণ করে। আবেগ তাই শুধু অভ্যন্তরে অনুভূত হয় না, দেহগত অভ্যাসের মাধ্যমে বাইরে প্রকাশিতও হয়, কিন্তু অধিকাংশ সময় অচেতনভাবে।

মাস্টারক্লাসের সবচেয়ে তাৎপর্যপূর্ণ অংশে বিনয় দাবি করেন, মস্তিষ্ক নয়, শ্বাসপ্রশ্বাসই মানুষের সামগ্রিক যান্ত্রিকতার মূল নিয়ন্ত্রক। প্রতিটি শ্বাস সৃষ্টি করে চাপ; সেই চাপের পরিবর্তন বদলে দেয় আমাদের মাংসপেশির স্বরূপ। এই শারীরিক পরিবর্তনই গঠন করে আবেগের ভিত্তি।
৭২ bpm হৃদস্পন্দন হার স্বাভাবিক ভারসাম্যের ইঙ্গিত দেয়, আর নিম্ন বা উচ্চ হার নির্দেশ করতে পারে অবসাদ, ভয় বা উত্তেজনা। এই ব্যাখ্যার আলোকে আবেগ প্রথমে একেবারে শারীরবৃত্তীয় প্রতিক্রিয়া, তারপর মানসিক ব্যাখ্যা।

তিনি স্মরণ করিয়ে দেন, প্রাচীন ভারতীয় চিকিৎসাশাস্ত্র, বিশেষ করে আয়ুর্বেদ, শরীরের সঞ্চালন ও অভ্যন্তরীণ ছন্দের মাধ্যমে আবেগের পাঠ করত। অথচ আজকের মানুষ অভূতপূর্ব আবেগগত চাপে বসবাস করে—যা মানবদেহের স্বাভাবিক নকশার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।

এই ভিত্তির ওপর দাঁড়িয়ে বিনয় শ্রোতাদের নিয়ে যান নবরসের জগতে। প্রতিটি রসের আলাদা শ্বাসছন্দ, আলাদা দেহভাষা, আলাদা পেশীকাঠামো, সেসব বিস্তারিতভাবে ব্যাখ্যা করেন। তিনি আরও দেখান: শ্রোতার মাথা নাড়ানো, বক্তার হাতের অঙ্গভঙ্গি, শ্বাসনির্ভর সংকেত, এসবই আবেগের ক্ষুদ্র অথচ মুখ্য ছন্দ।

পুরো মাস্টারক্লাস জুড়ে বিনয় কুমার উপস্থাপন করেন দেহ, শ্বাস ও আবেগের এক গভীর ও সুনির্মিত দর্শন। অংশগ্রহণকারীরা শুধু জ্ঞান নিয়েই নয়, বরং অভিজ্ঞতার মধ্য দিয়েও বুঝে নেন, মানবদেহ কীভাবে অনুভূতিকে সৃষ্টি করে, বহন করে ও প্রকাশ করে। এই শিক্ষা শুধু অভিনেতার জন্য নয়, মানুষকে বুঝতে চাওয়া প্রত্যেকের জন্যই সমান প্রয়োজনীয়।

ইফি সম্পর্কে

১৯৫২ সালে প্রতিষ্ঠিত আন্তর্জাতিক ভারতীয় চলচ্চিত্র উৎসব দক্ষিণ এশিয়ার প্রাচীনতম ও বৃহত্তম চলচ্চিত্র উৎসব হিসেবে সুপ্রতিষ্ঠিত। তথ্য ও সম্প্রচার মন্ত্রক, ভারত সরকার-এর অধীন ন্যাশনাল ফিল্ম ডেভেলপমেন্ট কর্পোরেশন (NFDC) এবং গোয়া রাজ্য সরকারের এন্টারটেইনমেন্ট সোসাইটি অব গোয়া (ESG)-এর যৌথ আয়োজনে এই উৎসব আজ এক বিশ্বব্যাপী চলচ্চিত্রশিল্পের শক্তিকেন্দ্রে পরিণত হয়েছে - যেখানে পুনরুদ্ধার করা ক্লাসিক চলচ্চিত্রের পাশে জায়গা পায় সাহসী নবীন পরীক্ষা-নিরীক্ষা, এবং কিংবদন্তি নির্মাতাদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে নিজেদের কাজ তুলে ধরেন প্রথমবারের শিল্পীরাও। ইফি-কে সত্যিকারের অনন্য করে তোলে তার বহুমাত্রিক বৈচিত্র্য - আন্তর্জাতিক প্রতিযোগিতা, সাংস্কৃতিক প্রদর্শনী, মাস্টারক্লাস, শ্রদ্ধাঞ্জলি, এবং প্রাণময় WAVES ফিল্ম বাজার, যেখানে ধারণা, অংশীদারি এবং সৃজনশীল সহযোগিতা উড়ে যায় নতুন দিগন্তে। গোয়ার মনোরম সমুদ্রতটকে পটভূমি করে ২০–২৮ নভেম্বর অনুষ্ঠিত ৫৬তম সংস্করণে প্রতিশ্রুত রয়েছে ভাষা, ধারা, উদ্ভাবন ও কণ্ঠস্বরের এক বর্ণময়  সমাহার, বিশ্বমঞ্চে ভারতের সৃজনশীল দীপ্তির এক পূর্ণাঙ্গ উদ্‌যাপন।

আরও জানতে ক্লিক করুন:

IFFI Website: https://www.iffigoa.org/

PIB’s IFFI Microsite: https://www.pib.gov.in/iffi/56new/

PIB IFFIWood Broadcast Channel: https://whatsapp.com/channel/0029VaEiBaML2AU6gnzWOm3F

X Handles: @IFFIGoa, @PIB_India, @PIB_Panaji

 

 

 

SC/SS.


Great films resonate through passionate voices. Share your love for cinema with #IFFI2025, #AnythingForFilms and #FilmsKeLiyeKuchBhi. Tag us @pib_goa on Instagram, and we'll help spread your passion! For journalists, bloggers, and vloggers wanting to connect with filmmakers for interviews/interactions, reach out to us at iffi.mediadesk@pib.gov.in with the subject line: Take One with PIB.


रिलीज़ आईडी: 2196997   |   Visitor Counter: 20