প্রধানমন্ত্রীরদপ্তর
সংসদে শীতকালীন অধিবেশনের প্রাক্কালে প্রধানমন্ত্রীর সংবাদমাধ্যমের উদ্দেশে বক্তব্য
प्रविष्टि तिथि:
01 DEC 2025 12:11PM by PIB Kolkata
নয়াদিল্লি, ১ ডিসেম্বর, ২০২৫
নমস্কার বন্ধুরা,
আপনারাও এই আবহাওয়া উপভোগ করুন।
বন্ধুরা,
শীতকালীন এই অধিবেশন শুধুমাত্র একটি নিয়মমাফিক কর্মসূচী নয়। আমি নিশ্চিত এই অধিবেশন দেশের উন্নয়নকে ত্বরান্বিত করতে যে উদ্যোগগুলি নেওয়া হয়েছে, সেগুলিকে আরও শক্তিশালী করবে। ভারত গণতন্ত্রকে লালিত করে, সময়ে সময়ে এই গণতন্ত্রের উৎসাহ ও উদ্দীপনা এমনভাবে প্রকাশিত হয়েছে, এর মাধ্যমে গণতন্ত্রের প্রতি আস্থা ক্রমশ শক্তিশালী হচ্ছে। বিহারের সাম্প্রতিক নির্বাচনে ভোটদাতাদের উপস্থিতি গণতন্ত্রের প্রকৃত শক্তি। মা ও বোনদের ক্রমবর্ধমান অংশগ্রহণ নতুন আশা ও আত্মবিশ্বাসের জন্ম দেয়। একদিকে, গণতন্ত্রের শক্তি অন্যদিকে এই গণতান্ত্রিক ব্যবস্থার মধ্যে অর্থনীতির শক্তি — সারা পৃথিবী ভারতকে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। ভারত গণতন্ত্রর সাফল্য প্রমাণ করেছে আজ ভারতের অর্থনীতি যে গতিতে নতুন উচ্চতায় পৌঁছেছে তা অসাধারণ। এর মধ্য দিকে আমাদের মধ্যে যেমন নতুন আত্মবিশ্বাসের জন্ম নেয়, আবার উন্নত ভারতের লক্ষ্যের দিকে এগিয়ে যাওয়ার জন্য নতুন শক্তিও জোগায়।
বন্ধুরা,
এই অধিবেশনে সংসদ দেশ সম্পর্কে কী ভাবছে, দেশের জন্য কী করতে চায় এবং দেশের জন্য কী করতে চলেছে, তার উপর আলোকপাত করা উচিত। বিরোধী দলগুলিরও উচিত তাদের দায়িত্ব পালন করা এবং বিতর্ক সৃষ্টি করতে পারে এই ধরণের বিষয়গুলি উত্থাপন করা, জোরালো বিষয়গুলি উত্থাপন করা। তাদের পরাজয়ের হতাশা কাটিয়ে উঠতে হবে। দুর্ভাগ্যবশত, কিছু দল আছে যারা পরাজয়ের গ্লানি থেকে বেরিয়ে আসতে পারে না। আর আমি ভেবেছিলাম বিহারের ফলাফলের পর যেহেতু অনেক সময় কেটে গেছে, তাই এখন তারা কিছুটা সামলে নিয়েছেন, কিন্তু গতকাল তারা মুখ থেকে যা শুনেছি, তাতে মনে হচ্ছে পরাজয় তাদের এখনও কষ্ট দিচ্ছে। কিন্তু আমি সকল পক্ষকে অনুরোধ করছি যে এই শীতকালীন অধিবেশন যেন পরাজয়ের, হতাশার ক্ষেত্র না হয়ে ওঠে। এই শীতকালীন অধিবেশন যেন জয়ের অহংকারে রূপান্তরিত না হয়। অত্যন্ত ভারসাম্যপূর্ণভাবে, দায়িত্বের মধ্য দিয়ে, জনপ্রতিনিধি হিসেবে দেশের জনগণের দেওয়া দায়িত্ব এবং আমাদের কাছ থেকে তাদের প্রত্যাশাগুলি পালন করার সময় ভবিষ্যতের কথা বিবেচনা করা উচিত। আমাদের যা ইতিমধ্যেই আছে তা আমরা কীভাবে উন্নত করতে পারি? যদি খারাপ কিছু ঘটে, তাহলে আমরা সেই পরিস্থিতিতে কীভাবে সঠিকভাবে মন্তব্য করতে পারি, যাতে দেশের নাগরিকরাও আলোকিত হতে পারে? এটি অবশ্যই কঠোর পরিশ্রম, তবে দেশের জন্য তা করতে হবে। দীর্ঘদিন ধরে আমার সবচেয়ে বড় উদ্বেগের বিষয় হল, সকল দলের সকল সাংসদ, যারা প্রথমবারের মতো সংসদে নির্বাচিত হয়েছেন অথবা যারা তরুণ, তারা খুবই চিন্তিত এবং উদ্বিগ্ন। দক্ষতা প্রদর্শনের এবং তাদের অঞ্চলের সমস্যাগুলি নিয়ে কথা বলার সুযোগ থেকে তাদের বঞ্চিত করা হচ্ছে। জাতির উন্নয়ন যাত্রায় কীভাবে অংশগ্রহণ করা যায় সে সম্পর্কে মতামত প্রকাশ করতেও তাদের বাধা দেওয়া হচ্ছে। যে দলের সদস্য তিনি হোক না কেন, আমাদের নতুন প্রজন্মের তরুণ সাংসদদের সুযোগ দেওয়া উচিত, যারা প্রথমবার সাংসদ হয়েছেন, সংসদের উচিত আমাদের অভিজ্ঞতা থেকে তাঁরা যাতে উপকৃত হন, সেই ব্যবস্থা করা। সংসদের মাধ্যমে এই নতুন প্রজন্মের অভিজ্ঞতা দেশের জন্যও লাভবান হবে। আর তাই আমি অনুরোধ করছি ,আমরা এই বিষয়গুলিকে গুরুত্ব সহকারে বিবেচনা করব। নাটকের জন্য প্রচুর জায়গা আছে; যিনি সেই নাটক করতে চান, তাকে সেটি করতে দাও। এখানে, কোনও নাটকের স্থান নেই, ডেলিভারি করতে দেওয়া উচিত। আপনাকে যে স্লোগানগুলি তুলতে হবে, তার কথা বলতে গেলে, সারা দেশ রয়েছে । পরাজিত হওয়ার পর আপনি কোথা থেকে এসেছেন তা ইতিমধ্যেই জানিয়ে দিয়েছেন। যেখানে আপনি পরাজয়ের মুখোমুখি হবেন, সেখানেও কথা বলুন। কিন্তু এখানে, স্লোগান নয়, নীতির উপর জোর দেওয়া উচিত। আর আপনার এটাই উদ্দেশ্য হওয়া উচিত।
বন্ধুরা,
রাজনীতিতে নেতিবাচক পরিস্থিতি সৃষ্টি হতে পারে, কিন্তু অন্য দিকে, দেশ গঠনের জন্য কিছু ইতিবাচক চিন্তাভাবনা প্রয়োজন। আমার প্রত্যাশা হল, আপনারা নেতিবাচকতাকে সীমার মধ্যে রাখুন এবং জাতি গঠনের উপর মনোযোগ দিন।
বন্ধুরা,
এই শীতকালীন অধিবেশন আরেকটি কারণেও গুরুত্বপূর্ণ। আমাদের নতুন চেয়ারম্যান আজ থেকে উচ্চকক্ষের নেতৃত্ব দেওয়া শুরু করছেন। আমি তাঁর জন্য শুভকামনা জানাই।
বন্ধুরা,
জিএসটি সংস্কার দেশবাসীর মধ্যে পরবর্তী প্রজন্মের সংস্কারের বিষয়ে শ্রদ্ধার পরিবেশ গড়ে তুলেছে। এই অধিবেশনেও সেই বিষয়ে অনেক কাজ করা হবে। আমাদের দেশবাসী, আমাদের সংবাদ মাধ্যমের বন্ধুরা যদি কখনও বিশ্লেষণ করেন, তারা আপনারা বুঝতে পারবেন অতীতে কিছু সময় ধরে, আমাদের সংসদ নির্বাচনের প্রস্তুতির জন্য অথবা পরাজয়ের হতাশা প্রকাশ করার জন্য ব্যবহৃত হচ্ছে। এখন আমি দেখেছি বিরোধীরা কিছু রাজ্যে, ক্ষমতায় থাকা সত্ত্বেও, তাদের এতটাই ক্ষমতাবিরোধী মনোভাব রয়েছে, তার জন্য তারা জনসাধারণের কাছে পৌঁছাতেও পারেন না। তারা সেখানে যেতে না পারায় তাদের মতামতও প্রকাশ করতে পারেন না। তাই, তারা তাদের সমস্ত ক্ষোভ এখানে মানে সংসদে প্রকাশ করেন। আর কিছু দল তাদের রাজ্য রাজনীতির জন্য সংসদকে ব্যবহার করার একটি নতুন ঐতিহ্য শুরু করেছে। গত ১০ বছর ধরে তারা যে খেলাটি খেলছে এখন তা নিয়ে ভাবা উচিত, এবং দেশ এই বিষয়গুলি ভালোভাবে নিচ্ছে না। তাই, আপনারা অবস্থানটা একটু বদলান, কৌশল পরিবর্তন করুন। আপনাদের কীভাবে কাজ করা উচিত সে সম্পর্কে আমি আপনাদের পরামর্শ দিতে প্রস্তুত। কিন্তু অন্তত সাংসদদের অধিকারে হস্তক্ষেপ করবেন না। তাদের নিজেদের মত প্রকাশের সুযোগটি অন্তত দিন। আপনাদের সংসদ সদস্যদের হতাশা এবং পরাজয়ের জন্য সেই সুযোগটি নষ্ট করবেন না। আমি আশা করি আমরা সকলেই এই দায়িত্বগুলি পালন করব। কিন্তু আমি দেশকে আশ্বস্ত করছি, আমাদের রাষ্ট্র উন্নতির পথে এগিয়ে চলেছে। দেশ নতুন উচ্চতায় পৌঁছানোর জন্য এগিয়ে চলেছে, এবং এই সংসদও নতুন শক্তি এবং ক্ষমতা অর্জন করার জন্য কাজ করবে। এই আস্থা রেখে আবারও আপনাদের অনেক ধন্যবাদ জানাই ।
SC/CB/DM...
(रिलीज़ आईडी: 2196894)
आगंतुक पटल : 4