iffi banner

ইফি ২০২৫ চতুর্থ দিন: ভারতের স্পন্দন : ছবিতে সেন্ট্রাল ব্যুরো অফ কমিউনিকেশনের দলগুলি নিয়ে এলো মন ছুঁয়ে যাওয়া ঐতিহ্যবাহী সংস্কৃতি

#IFFIWood ২৩ নভেম্বর ২০২৫ 


পানাজি, গোয়াতে অনুষ্ঠিত ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অফ ইণ্ডিয়া  ২০২৫-এর চতুর্থ দিনটি ভারতের বৈচিত্র্যময় পরিবেশন শিল্পকলার এক প্রাণবন্ত প্রদর্শনের জন্য নিবেদিত ছিল। আইনক্স প্রাঙ্গণটি একটি সাংস্কৃতিক কেন্দ্রে রূপান্তরিত হয়, যেখানে ঐতিহ্যবাহী লোকনৃত্য, লোকসংগীত এবং গল্প বলার এক বিশাল আয়োজন করা হয়েছিল।


এই প্রাঙ্গণটি ভারতের মন ছুঁয়ে যাওয়া লোক ঐতিহ্যের শক্তিতে স্পন্দিত হচ্ছিল। সেন্ট্রাল ব্যুরো অফ কমিউনিকেশনের দলগুলি প্রতিনিধিত্ব করা সারা দেশের শিল্পীরা ঐতিহ্যবাহী লোকনৃত্য, আঞ্চলিক গান এবং প্রাণবন্ত নাটকীয় গল্প বলার এক চোখ ধাঁধানো প্রদর্শনী দিয়ে দর্শকদের মুগ্ধ করেন। এটি ছিল ভারতের হৃদয় ও ঐতিহ্যকে উদযাপন করার এক শক্তিশালী সাংস্কৃতিক বিরতি।

উত্তরাখণ্ডের গাড়োয়াল অঞ্চলের থাড়িয়া লোকনৃত্য ও গান ইফি ২০২৫-এ হিমালয়ের প্রাণবন্ত স্পন্দন নিয়ে এসেছে। সিবিসি পিআরটিদের এক মন ছুঁয়ে যাওয়া উপস্থাপনা।

 

উত্তরাখণ্ডের গাড়োয়াল অঞ্চলের থাড়িয়া লোকনৃত্য ও গান, যা ইফি ২০২৫-এ সিবিসি পিআরটিদের উপস্থাপনা।

অসমের মন মুগ্ধকর ভোর্তাল নৃত্য, যা সিবিসি পিআরটি দলের উপস্থাপনা ইফি ২০২৫-এর দর্শকদের মোহিত করেছে।

 



অসমের ভোর্তাল নৃত্য, যা ইফি ২০২৫-এ সিবিসি পিআরটিদের উপস্থাপনা।

ওডিশার প্রাণবন্ত সম্বলপুরী লোকনৃত্য রাজ্যটির সমৃদ্ধ, ছন্দময় ঐতিহ্যকে তুলে ধরে।


ওডিশার সিবিসি ভুবনেশ্বরের পিআরটিদের  ইফ্ফি ২০২৫-এ উপস্থাপিত সম্বলপুরী লোকনৃত্য


বিহারের মিথিলা অঞ্চলের ঝিঝিয়া লোকনৃত্য,ইফি ২০২৫-এ সিবিসি পিআরটিদের উপস্থাপনা

 


হিমাচল প্রদেশের সিরমুর জেলার হাত্তি  জনজাতির স্বতন্ত্র সিংহতু নৃত্য, যা জনজাতি সংস্কৃতি ও শক্তির এক প্রাণবন্ত প্রদর্শন

 

তেলেঙ্গানার গুসারী আদিবাসী নৃত্য  তার জটিল পদক্ষেপ, ঐতিহ্যবাহী পোশাক এবং সাংস্কৃতিক ঐতিহ্যে দর্শকদের মুগ্ধ করে


জম্মুর একটি প্রাণবন্ত ডোগরি নৃত্য  এই অঞ্চলের সমৃদ্ধ সাংস্কৃতিক সুর এবং আনন্দময় স্পন্দন ইফি ২০২৫-এর মঞ্চে নিয়ে এসেছে।


পিপলস অ্যাকশন ফর সোশ্যাল ডেভেলপমেন্ট, দমন ও দিউ-এর শিল্পীদের  সুন্দর একটি রাস লোকনৃত্য পরিবেশনা। 

 

তামিলনাড়ুর দর্শনীয় আড্ডুকে কারাগাট্টম  লোকনৃত্য উপস্থাপনা, ইফি ২০২৫-এর দর্শকদের রোমাঞ্চিত করে।

 

SC/AS


Great films resonate through passionate voices. Share your love for cinema with #IFFI2025, #AnythingForFilms and #FilmsKeLiyeKuchBhi. Tag us @pib_goa on Instagram, and we'll help spread your passion! For journalists, bloggers, and vloggers wanting to connect with filmmakers for interviews/interactions, reach out to us at iffi.mediadesk@pib.gov.in with the subject line: Take One with PIB.


Release ID: 2194908   |   Visitor Counter: 3