‘খোয়া পায়া’ : ৫৬তম আইএফএফআই-তে পরিত্যাগ এবং প্রেমের এক হৃদয়স্পর্শী আখ্যান নিয়ে নির্মিত চলচ্চিত্রের প্রদর্শন
#IFFIWood, ২৫ নভেম্বর, ২০২৫
চলচ্চিত্র নির্দেশক আশুতোষ সিং-এর প্রথম ছবি ‘খোয়া পায়া’র কাহিনী কুম্ভ মেলায় পরিত্যক্ত এক মায়ের অভিজ্ঞতা ঘিরে। বৃদ্ধাকে ছেড়ে চলে যান তাঁর পুত্র। কিন্তু তাঁর পাশে এসে দাঁড়ান অপরিচিতরা। সন্তানকে আর স্বীকৃতি দেননি তিনি।
পিআইবি-র আয়োজনে এক সাংবাদিক সম্মেলনে যোগ দেন চলচ্চিত্রটির নির্দেশক, প্রযোজক এবং অভিনেত্রী ও অভিনেতারা। মায়ের ভূমিকায় অভিনয় করেছেন বিশিষ্ট অভিনেত্রী সীমা বিশ্বাস। তিনি এই ধরনের ছবির প্রাসঙ্গিকতা তুলে ধরেন। পুত্রের ভূমিকায় ছিলেন চন্দন রায় সান্যাল। তাঁর অভিমতও একইরকম।
চলচ্চিত্রটির নির্মাতা হিমাংশু রায় জানান, কাহিনীচিত্র শুনেই তিনি এই চলচ্চিত্র নিয়ে আগ্রহী হয়ে পড়েছিলেন। নির্দেশক আশুতোষ চৌধুরি জানান, মহাকুম্ভে জনসমুদ্রের মধ্যে ছবিটির চিত্রগ্রহণ হয়েছে ১০-১২ দিন ধরে। সেখানে ঐতিহ্য ও আধুনিকতার যে অপূর্ব মেলবন্ধন ঘটেছিল, তাও প্রভাবিত করেছে এই ছবির নির্মাণকে।
SC/AC/DM.
Release ID:
2194580
| Visitor Counter:
5