PIB Headquarters
azadi ka amrit mahotsav

রাম মন্দির : লোকগাথা থেকে ঐতিহ্য পর্যন্ত

Posted On: 24 NOV 2025 12:18PM by PIB Kolkata

নয়াদিল্লি, ২৪ নভেম্বর ২০২৫

 

“This grand Ram Mandir will witness – India’s flourishing, India’s rise, this grand Ram Mandir will witness - India’s prosperity and Viksit Bharat.”
 

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (অযোধ্যায় রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠানে, ২২ জানুয়ারি, ২০২৪)

সূচনা

যখন ভোরের প্রথম আলো প্রাচীন নগরী অযোধ্যাকে আলোকিত করে, তখন তা শুধুমাত্র বেলেপাথরের স্তম্ভ ও খোদাই করা চূড়াকেই উদ্ভাসিত করে না বরং তারা এমন এক গল্প উন্মোচন করে যা শতাব্দীর পর শতাব্দী ধরে ভারতের সাংস্কৃতিক চেতনাকে গঠন করেছে। রাম মন্দির, যা এখন পূর্ণ মহিমায় দাঁড়িয়ে রয়েছে, তা শুধু একটি স্থাপত্যকার্যের বিস্ময় নয়, বরং বিশ্বাস ও সহনশীলতার চরম পরিণতি।

বিশ্বজুড়ে কোটি কোটি মানুষের কাছে অযোধ্যা চিরকালই প্রভু রামের জন্মস্থান হিসেবে বিবেচিত হয়ে আসছে। এই পবিত্র জন্মস্থানকে চিহ্নিত করার জন্য একটি মন্দিরের ধারণাটি ভারতের সাংস্কৃতিক পরিচয়ের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত, এবং এটি বিশ্বব্যাপী ভক্তদের জন্য একটি আধ্যাত্মিক দিকনির্দেশক  হিসেবে কাজ করে।

২৫ নভেম্বর ২০২৫ তারিখে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী "ধ্বজা আরোহণ" এর মাধ্যমে পবিত্র হিন্দু আচারটি সম্পন্ন করবেন, যেখানে তিনি একটি ২২ ফুট উঁচু ধর্মীয় পতাকা উত্তোলন করবেন। শাস্ত্রীয় প্রথা অনুসারে, এই ধ্বজা উত্তোলন অধর্মের ওপর ধর্মের বিজয়কে প্রতীকীভাবে বোঝায় এবং এটি বিশ্বজুড়ে ভক্তদের এই উদযাপনে অংশ নেওয়ার জন্য আমন্ত্রণ হিসেবে কাজ করে।

সংক্ষিপ্ত প্রেক্ষাপটমূলক ইতিহাস

এই মাইলফলকের পেছনে রয়েছে গভীর বিশ্বাস, সভ্যতার স্মৃতির বিজয়, এবং সেই সঙ্গে আইনের শাসনের মাধ্যমে ঐতিহাসিক ন্যায়বিচার পুনরুদ্ধার করার এক কাহিনী।
অযোধ্যায় রাম জন্মভূমি মন্দিরের এই যাত্রাটি  ভারতের গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলির মাধ্যমে সমাধান হওয়া একটি দীর্ঘ আইনি ও সাংস্কৃতিক উপাখ্যানের চূড়ান্ত পরিণতি। ২০১৯ সালের ৯ নভেম্বর, এক ঐক্যমত্যপূর্ণ ও ঐতিহাসিক রায়ে, ভারতের সুপ্রিম কোর্ট রাম মন্দির নির্মাণের জন্য সমগ্র ২.৭৭ একর বিতর্কিত জমি প্রদান করে, যা বিশ্বজুড়ে ভক্তদের কাছে এই স্থানটির গুরুত্বকে স্বীকৃতি দেয়। এই ফলকে ন্যায়বিচার, পুনর্মিলন এবং সাংবিধানিক নীতির জয় হিসাবে স্বাগত জানানো হয়েছিল, যা শ্রী রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টের তত্ত্বাবধানে মন্দির নির্মাণের পথ খুলে দেয় এবং এই ট্রাস্ট ২০২০ সালের ৫ ফেব্রুয়ারি ভারত সরকারের অনুমোদন লাভ করে।
এই সিদ্ধান্তের বাস্তব রূপায়ণ শুরু হয়েছিল ২০২০ সালের ৫ আগস্ট, যখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ওই স্থানে ভূমি পূজা করেন এবং শিলান্যাস করেন। প্রধানমন্ত্রী জোর দিয়ে বলেছিলেন যে এই ঘটনাটি শতাব্দীর পর শতাব্দী ধরে চলা প্রতীক্ষার সমাপ্তি চিহ্নিত করে। তিনি আরও যোগ করেন যে এই মন্দির ভবিষ্যৎ প্রজন্মকে অনুপ্রাণিত করতে এবং উন্নতমানের সংযোগ ব্যবস্থা ও অর্থনৈতিক সুযোগের মাধ্যমে আঞ্চলিক উন্নয়নকে উৎসাহিত করতে প্রস্তুত।

রাম লাল্লার মূর্তিটি মূল গর্ভগৃহে একদম নিচতলায় স্থাপন করা হয়েছে, যেখানে পূর্ব দিকের প্রবেশদ্বারে সিংহ দ্বার পেরিয়ে ৩২-টি সিঁড়ি দিয়ে পৌঁছানো যায়। এই প্রাঙ্গণে ভক্তি কার্যক্রমের জন্য পাঁচটি মণ্ডপ  রয়েছে - নৃত্য, রঙ, সভা, প্রার্থনা এবং কীর্তন। এছাড়াও, কুবের টিলায় প্রাচীন শিব মন্দির এবং ঐতিহাসিক সীতা কূপের মত পুনরুদ্ধার কাজও সম্পূর্ণ করা হয়েছে।


আজ, শ্রী রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ভারতের সভ্যতার ধারাবাহিকতা এবং আইন দ্বারা সমর্থিত বিশ্বাসের শক্তির সাক্ষ্য বহন করছে। এই বিশাল স্থাপত্য শুধু অযোধ্যার আধ্যাত্মিক ঐতিহ্যকেই পুনরুজ্জীবিত করছে না, বরং মহর্ষি বাল্মীকি আন্তর্জাতিক বিমানবন্দর এবং পুনর্নির্মিত প্রবেশ সড়কগুলির মত উন্নত পরিকাঠামো-সহ সামগ্রিক উন্নয়নকেও চালিত করছে, যা তীর্থযাত্রা ও অর্থনৈতিক ক্ষেত্রের বৃদ্ধিকেও উৎসাহিত করছে।

রাম মন্দির : বিশ্বব্যাপী অনুরণন


অযোধ্যার রাম মন্দিরটি এমন কারিগরদের অবিচল বিশ্বাসের সাক্ষ্য বহন করছে, যাঁরা অযোধ্যার প্রচণ্ড গ্রীষ্মে দিনরাত পরিশ্রম করেছেন, যা রাম মন্দিরের প্রতি জাতীয় সম্মিলিত ভাবাবেগকে মূর্ত করে তোলে।
এর আগেও, রাম মন্দির নির্মাণের সঙ্গে যুক্ত উদযাপনের আবেগ ভারত ছাড়িয়ে বহুদূর পর্যন্ত অনুরণিত হয়েছে। উদাহরণস্বরূপ, ত্রিনিদাদ ও টোবাগো তাদের রাজধানী পোর্ট অফ স্পেনে একটি বিশাল রাম মন্দির নির্মাণের পরিকল্পনা নিয়ে এগোচ্ছে। ২০২৫ সালের মে মাসে পোর্ট অফ স্পেনে অযোধ্যার রাম লাল্লার মূর্তির একটি প্রতিরূপ উন্মোচনের পরেই এই পদক্ষেপ নেওয়া হচ্ছে। এই ধরনের ঘটনাগুলি আধ্যাত্মিক উদ্যোগ এবং সাংস্কৃতিক চেতনার এক গুরুত্বপূর্ণ সংমিশ্রণ প্রদর্শন করে, পাশাপাশি, ধর্মীয় পর্যটন ও তীর্থযাত্রার জন্য নতুন দুয়ারও উন্মুক্ত করে।

মন্দিরটির পরিকল্পনা করেছেন আহমেদাবাদের শ্রী চন্দ্রকান্ত সোমপুরা। নির্মাণ কাজের দায়িত্বে রয়েছে বিশ্বখ্যাত সংস্থা লারসেন অ্যান্ড টুব্রো  এবং টাটা কনসাল্টিং ইঞ্জিনিয়ার্সকে পরামর্শদাতা হিসেবে নিযুক্ত করা হয়েছে।

"This is a temple of national consciousness in the form of Ram. Lord Ram is India’s faith, foundation, idea, law, consciousness, thinking, prestige and glory.”

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (অযোধ্যায় রাম লাল্লার প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠানের উপলক্ষ্যে ২২ জানুয়ারি, ২০২৪)

এটি প্রাচীন কারুকার্য এবং অত্যাধুনিক বিজ্ঞানের এক চমৎকার সংমিশ্রণ। হাজার বছরের স্থায়িত্বের একটি ভিত্তি সহ এই পাথরের মন্দির নির্মাণে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি  চেন্নাই, ইন্ডিয়ান ইনস্টিটিউট টেকনোলজি দিল্লি, ইন্ডিয়ান ইনস্টিটিউট টেকনোলজি মুম্বই এবং ইন্ডিয়ান ইনস্টিটিউট টেকনোলজি গুয়াহাটি-সহ দেশের প্রধান প্রতিষ্ঠানগুলির প্রকৌশলবিদ ও বুদ্ধিজীবীরা যুক্ত রয়েছেন।

 

 

এই মন্দিরটিতে সকল বয়সী ভক্তদের চাহিদা পূরণের জন্য আধুনিক সুযোগ-সুবিধাও রয়েছে, যেমন একটি নির্দিষ্ট তীর্থযাত্রী সুবিধা কেন্দ্র, বয়স্ক ভক্তদের জন্য র‌্যাম্প এবং জরুরি চিকিৎসা সহায়তা ইত্যাদি। এর বিশাল আকার থাকা সত্ত্বেও, মন্দির প্রাঙ্গণটি সৌর শক্তি প্যানেল যুক্ত করেছে, যা শহরের সুস্থায়ী তীর্থযাত্রার বৃহত্তর রূপকল্পের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।

উপসংহার

২৫ নভেম্বর ২০২৫ তারিখে রাম মন্দিরের উপর যখন গেরুয়া পতাকা উঠবে - যা এই বিশাল প্রাঙ্গণের সম্পূর্ণতা চিহ্নিত করছে - তখন একটি বিতর্কিত স্বপ্ন থেকে এক জীবন্ত উত্তরাধিকার পর্যন্ত যাত্রা তার শিখরে পৌঁছাবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে এই ধ্বজা আরোহণ শুধুমাত্র মন্দিরের স্থাপত্যকেই নয়, বরং ধর্মের স্থায়ী চেতনাকেও উদযাপন করে এবং ভক্তদের স্বাগত জানায় যখন অযোধ্যা সম্প্রীতি, ঐতিহ্য এবং বৃদ্ধির কেন্দ্র হিসাবে পুনরায় আবির্ভূত হয়। রাম মন্দির শুধু পাথরের তৈরি একটি কাঠামো নয় - এটি সহনশীলতা, ভক্তি, এবং প্রাচীন ঐতিহ্য ও সংযুক্ত আন্তর্জাতিক ভবিষ্যতের মধ্যে এক সেতুকে প্রতীকীভাবে তুলে ধরে।

তথ্যসূত্র

Press Information Bureau:

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1601984#:~:text=All%20communities%20living%20in%20India,%2C%20spirit%2C%20ideals%20and%20culture.

https://www.pib.gov.in/PressReleseDetail.aspx?PRID=1643501

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1643518

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2141990

 

Supreme Court of India:

https://www.scobserver.in/reports/m-siddiq-mahant-das-ayodhya-title-dispute-judgment/

 

PM India:

https://www.pmindia.gov.in/en/news_updates/pm-announces-setting-up-of-shri-ram-janma-bhoomi-tirtha-kshetra-trust/

https://www.pmindia.gov.in/en/news_updates/pm-performs-bhoomi-pujan-at-shree-ram-janmabhoomi-mandir/

https://www.pmindia.gov.in/en/news_updates/pm-to-participate-in-the-pran-pratishtha-ceremony-of-shri-ramlalla-in-the-newly-built-shri-ram-janmbhoomi-mandir-in-ayodhya-on-22nd-january/

 

Shri Ram Janmabhoomi Kshetra Trust:

https://srjbtkshetra.org/about/

https://srjbtkshetra.org/main-temple/

Ministry of Information & Broadcasting:

https://www.facebook.com/inbministry/posts/the-divine-idol-of-ramlalla-at-the-magnificent-shri-ram-janmabhoomi-temple-in-ay/779631037530987/

Click here to see pdf 

 

SSS/AS.....


(Release ID: 2193654) Visitor Counter : 3