রাষ্ট্রপতিরসচিবালয়
গুরু তেগ বাহাদুরজি-র ‘আত্মবলিদান দিবস’ উপলক্ষ্যে রাষ্ট্রপতির বার্তা
Posted On:
23 NOV 2025 4:09PM by PIB Kolkata
নতুন দিল্লি, ২৩ নভেম্বর, ২০২৫
রাষ্ট্রপতি শ্রীমতী দ্রৌপদী মুর্মু গুরু তেগ বাহাদুরজি-র আত্মবলিদান দিবস উপলক্ষ্যে এক বার্তায় বলেছেন:-
“গুরু তেগ বাহাদুরজি-র ৩৫০ তম আত্মবলিদান দিবস উপলক্ষ্যে আমি তাঁকে সশ্রদ্ধ প্রমাণ জানাই।
গুরু তেগ বাহাদুরজি ধর্ম, মানবতা ও সত্যকে রক্ষা করার জন্য তাঁর প্রাণ বিসর্জন দিয়েছিলেন। তাঁর শৌর্য্য, আত্মবলিদান এবং নিঃস্বার্থ সেবা করার মানসিকতা আজও সকলকে অনুপ্রাণিত করে। দৃঢ় সংকল্প ও সাহসের সঙ্গে ন্যায়ের পথ অনুসরণ করার জন্য তাঁর শিক্ষা আজও আমাদের অনুপ্রেরণা যোগায়।
আসুন আমরা আমাদের জীবনে তাঁর আদর্শকে অনুসরণ করি এবং সম্প্রীতিকে শক্তিশালী করার জন্য ও দেশের ঐক্য বজায় রাখতে একযোগে কাজ করি।”
রাষ্ট্রপতির বার্তাটি পড়ার জন্য এই লিঙ্কে ক্লিক করুন –
https://static.pib.gov.in/WriteReadData/specificdocs/documents/2025/nov/doc20251123703901.pdf
SC/CB/SKD
(Release ID: 2193437)
Visitor Counter : 3