প্রধানমন্ত্রীরদপ্তর
azadi ka amrit mahotsav

জি-২০ অধিবেশনে “সকলের জন্য সুন্দর ও যথার্থ ভবিষ্যৎ” সংক্রান্ত বিষয়ে ভাষণ প্রধানমন্ত্রীর

Posted On: 23 NOV 2025 4:02PM by PIB Kolkata

নতুন দিল্লি, ২৩ নভেম্বর ২০২৫

 


প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ জি-২০ শীর্ষ বৈঠকের তৃতীয় অধিবেশনে “সকলের জন্য সুন্দর ও যথার্থ ভবিষ্যৎ” সংক্রান্ত বিষয়ে বক্তব্য রাখেন। তিনি বলেন, প্রযুক্তির প্রয়োগের ক্ষেত্রে 'অর্থ-কেন্দ্রিকতা'র চেয়ে 'মানব-কেন্দ্রিকতা'র ওপর জোর দিতে হবে। তিনি ব্যাখ্যা করে বলেন, ভারত এই ভাবনাকে সামনে রেখে প্রযুক্তির পরিমণ্ডলকে সুসংহত করেছে এবং উল্লেখযোগ্য ফল পেয়েছে। মহাকাশ প্রযুক্তি, এআই কিংবা ডিজিটাল পেমেন্ট, সব ক্ষেত্রেই বিশ্বনেতা হয়ে উঠেছে। 

কৃত্রিম বুদ্ধিমত্তা প্রসঙ্গে বলতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন, ভারত-এআই মিশনের আওতায় উচ্চ ক্ষমতাসম্পন্ন কম্পিউটার তৈরি করা হচ্ছে, যাতে এআই-এর সুযোগ-সুবিধা দেশের প্রত্যেকের কাছে পৌঁছতে পারে। তিনি বলেন, এআই-কে অবশ্যই বিশ্বের মঙ্গলের জন্য ব্যবহার করতে হবে এবং এর অপব্যবহার প্রতিরোধ করতে হবে। প্রধানমন্ত্রী জানান, ফেব্রুয়ারি ২০২৬-এ ভারত এআই-এর প্রভাব সংক্রান্ত শীর্ষ বৈঠকের আয়োজন করতে চলেছে। 

প্রধানমন্ত্রী জোর দিয়ে বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তার এই যুগে আমাদের দৃষ্টিভঙ্গি ‘আজকের চাকরি’ থেকে ‘আগামী দিনের সক্ষমতা’য় দ্রুত পরিবর্তনের প্রয়োজন রয়েছে। প্রধানমন্ত্রী বলেন, ভারত বিশ্বের কল্যাণে অঙ্গীকারবদ্ধ, যা সুস্থিতিশীল হবে এবং পারস্পরিক বিশ্বাস ও আস্থার পরিবেশ গড়ে তুলবে। প্রধানমন্ত্রীর পুরো ভাষণ এই লিঙ্কে দেখুন -

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2193156

 

SC/MP/AS


(Release ID: 2193324) Visitor Counter : 2