গোয়ায় আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে এসআরএফটিআই কলকাতা, এফটিআইআই পুনে এবং এফটিআইআই ইটানগরের শিক্ষার্থীদের জন্য মাস্টারক্লাস সিরিজ
নতুন দিল্লি, ২২ নভেম্বর ২০২৫
গোয়ায় আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ২০২৫-এ একটি বিশেষ মাস্টারক্লাস সিরিজের সূচনা করেন বিশিষ্ট পরিচালক মুকেশ ছাবড়া। কলকাতার সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট (এসআরএফটিআই), পুনের ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট অফ ইন্ডিয়া (এফটিআইআই) এবং এফটিআইআই ইটানগরের ছাত্র-ছাত্রীদের জন্য এই সিরিজের ব্যবস্থা করা হয়েছে। এর উদ্দেশ্য হল সিনেমার সঙ্গে যুক্ত তিনটি জাতীয় প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের মধ্যে মত বিনিময়ের সুযোগ করে দেওয়া।
দঙ্গল, ছিছোড়, গ্যাংস অফ ওয়াসেপুর এবং বজরঙ্গি ভাইজানের মতো সিনেমার সঙ্গে যুক্ত মুকেশ ছাবড়া সিনেমা তৈরির নানা দিক এই সিরিজে তুলে ধরেন। এর মধ্যে রয়েছে অভিনেতা-অভিনেত্রী বাছাই, চরিত্রগুলিকে গভীরভাবে উপলব্ধি করা প্রভৃতি। সিনেমা তৈরির ক্ষেত্রে পরিচালক, অভিনেতা, অভিনেত্রীদের মধ্যে যোগসূত্র গড়ে তোলার ওপর জোর দেন তিনি।
সিনেমা তৈরির ক্ষেত্রে সততা, শৃঙ্খলা এবং কৌতূহল বজায় রাখার ওপর জোর দেওয়ার বার্তা দিয়ে ছাবড়া বলেন, ছোট হোক বা বড় হোক, সিনেমায় প্রতিটি ভূমিকারই গুরুত্ব রয়েছে। ২৭ নভেম্বর পর্যন্ত এই মাস্টারক্লাস সিরিজ চলবে। সেখানে পরিচালনা, চিত্রনাট্য, দৃশ্যগ্রহণ এবং সিনেমা তৈরির নানা খুঁটিনাটি দিক নিয়ে আলোচনা হবে।
আরও বিস্তারিত তথ্যের জন্য নিচের লিঙ্কগুলি দেখুন :
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2191742
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2190381
IFFI Website: https://www.iffigoa.org/
PIB’s IFFI Microsite: https://www.pib.gov.in/iffi/56new/
PIB IFFIWood Broadcast Channel:
https://whatsapp.com/channel/0029VaEiBaML2AU6gnzWOm3F
X Handles: @IFFIGoa, @PIB_India, @PIB_Panaji
SC/MP/AS
Release ID:
2193203
| Visitor Counter:
5