গোয়ায় আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের কেন্দ্রে জাপানের ছবি
নতুন দিল্লি, ২২ নভেম্বর ২০২৫
গোয়ায় ভারতের ৫৬তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে (আইএফএফআই) এবার জাপানকে তুলে ধরা হয়েছে।
উৎসবের প্রথম ছবিটি ছিল ‘সি-সাইড সেরেনডিপিটি’। ছবিটি দর্শকদের শৈশবের বিস্ময়কর জগতে পৌঁছে দেয়। এই উপলক্ষে ছবিটির শিল্পী-কলাকুশলীদের লাল কার্পেট অভ্যর্থনা জানানো হয়।
উৎসবে জাপানের ৬টি ছবি প্রদর্শিত হবে। ছবিগুলি হল –
১. এ পেইল ভিউ অফ হিল : নোবেল পুরস্কারজয়ী জাপানি সাহিত্যিক কাজুও ইশিগুরোর লেখা কাহিনীর ওপর ভিত্তি করে ছবিটি তৈরি করা হয়েছে। এক তরুণ জাপান-ব্রিটিশ লেখক নাগাসাকিতে তাঁর মা ইতসুকোর যুদ্ধ-পরবর্তী অভিজ্ঞতা নিয়ে একটি বই লেখার পরিকল্পনা করেন। তাঁর কন্যার আত্মহত্যা তাঁকে তাড়িয়ে বেড়াচ্ছে। তরুণী মাতা হিসেবে যৌবনের দিনগুলি তাঁর স্মৃতিতে ভেসে উঠতে থাকে। এক তরুণীর সঙ্গে তাঁর আলাপ পরিচয়ের মাধ্যমে কাহিনী শুরু হয়।
২. ক্যাচিং দ্য স্টারস অফ দিস সামার : মিজুকি সুজিমুরার সব চেয়ে বেশি বিক্রীত উপন্যাসের ওপর ভিত্তি করে এই ছবিটি নির্মিত হয়েছে। ২০২০-তে কোভিড অতিমারীর সময় লকডাউনকে ঘিরে ছবিটির কাহিনী আবর্তিত হয়েছে। স্কুল বন্ধ হয়ে যাওয়ার পর তাদের ক্লাবে কাজকর্ম বিপর্যস্ত হয়ে পড়লে, ইবারাকি, টোকিও এবং নাগাসাকির তিন ছাত্র অনলাইনে পরস্পরের সঙ্গে যোগাযোগ গড়ে তোলে এবং তাদের মধ্যে গভীর বন্ধুত্ব গড়ে ওঠে।
উৎসবে আসা জাপানের অন্য ছবিগুলি হল – ডিয়ার স্ট্রেঞ্জার, সি-সাইড সেরেনডেপিটি, টাইগার এবং টু সিজনস, টু স্ট্রেঞ্জার্স।
১৯৫২-তে ভারতে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের সূচনা হয়। ভারত সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রক, জাতীয় চলচ্চিত্র উন্নয়ন নিগম এবং গোয়া সরকার মিলিতভাবে এবারের এই উৎসবের আয়োজন করেছে। ২০ নভেম্বর উৎসবের সূচনা হয়। এটি চলবে ২৮ নভেম্বর পর্যন্ত।
আরও বিস্তারিত তথ্যের জন্য নিচের লিঙ্কগুলি দেখুন :
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2187436#:~:text=Japan%20is%20the%20Country%20of,the%20nation's%20evolving%20film%20language.
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2190314
IFFI Website:https://www.iffigoa.org/
PIB’s IFFI Microsite: https://www.pib.gov.in/iffi/56new/
PIB IFFIWood Broadcast Channel:
https://whatsapp.com/channel/0029VaEiBaML2AU6gnzWOm3F
X Handles: @IFFIGoa, @PIB_India, @PIB_Panaji
SC/MP/AS
Release ID:
2193202
| Visitor Counter:
5