রাষ্ট্রপতিরসচিবালয়
azadi ka amrit mahotsav

ভারতের রাষ্ট্রপতি সেকেন্দ্রাবাদের রাষ্ট্রপতি নিলয়মে ভারতীয় কলা মহোৎসবের দ্বিতীয় সংস্করণ উদ্বোধন করলেন

Posted On: 21 NOV 2025 8:15PM by PIB Kolkata

নয়াদিল্লি, ২১ নভেম্বর ২০২৫

 


ভারতের রাষ্ট্রপতি শ্রীমতী দ্রৌপদী মুর্মু আজ (২১ নভেম্বর, ২০২৫) সেকেন্দ্রাবাদের রাষ্ট্রপতি নিলয়মে ভারতীয় কলা মহোৎসবের দ্বিতীয় সংস্করণের উদ্বোধন করেছেন। সংস্কৃতি মন্ত্রক, বস্ত্র মন্ত্রক এবং পর্যটন মন্ত্রকের সহযোগিতায় রাষ্ট্রপতি নিলয়ম নয় দিনব্যাপী এই উৎসবের আয়োজন করছে। এই উৎসবের লক্ষ্য গুজরাট, মহারাষ্ট্র, রাজস্থান, গোয়া, দাদরা ও নগর হাভেলি আর দমন ও দিউয়ের সমৃদ্ধ ও বৈচিত্র্যময় সাংস্কৃতিক ঐতিহ্য তুলে ধরা।
রাষ্ট্রপতি বলেন যে ভারত সরকার জনগণকে, বিশেষ করে আমাদের যুবসমাজকে, আমাদের সাংস্কৃতিক ঐতিহ্যের সঙ্গে যুক্ত করার জন্য বেশ কিছু পদক্ষেপ নিচ্ছে।তিনি বলেন, ভারতীয় কলা মহোৎসবের মতো অনুষ্ঠানগুলি বিভিন্ন অঞ্চলে বসবাসকারী নাগরিকদের পরস্পরকে বুঝতে সাহায্য করে এবং এই বোধগম্যতা আমাদের দৃষ্টিভঙ্গিকে প্রসারিত করে। তদুপরি, এই ধরনের অনুষ্ঠানগুলি আমাদের দেশের সাংস্কৃতিক ঐতিহ্যের প্রতি শ্রদ্ধা জাগিয়ে তোলে এবং তা সংরক্ষণে আমাদের অনুপ্রাণিত করে।
রাষ্ট্রপতি আত্মবিশ্বাস ব্যক্ত করেন যে বিপুল সংখ্যক মানুষ ভারতীয় কলা মহোৎসবে যোগ দেবেন এবং উৎসব উপভোগ করবেন।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে ছিলেন তেলেঙ্গানার রাজ্যপাল শ্রী জিষ্ণু দেব বর্মা, কেন্দ্রীয় সংস্কৃতি ও পর্যটন মন্ত্রী শ্রী গজেন্দ্র সিং শেখাওয়াত, কেন্দ্রীয় কয়লা ও খনি মন্ত্রী শ্রী জি. কিষাণ রেড্ডি, রাজস্থানের রাজ্যপাল শ্রী হরিভাউ বাগদে, গোয়ার রাজ্যপাল শ্রী পুষ্পপতি অশোক গজপতি রাজু, তেলেঙ্গানা সরকারের পঞ্চায়েতি রাজ ও গ্রামীণ উন্নয়ন এবং নারী ও শিশু কল্যাণ মন্ত্রী শ্রীমতি ডি. অনসূয়া সীতাক্কা এবং গুজরাট সরকারের উপজাতি উন্নয়ন, খাদি, কুটির ও গ্রামীণ শিল্প মন্ত্রী শ্রী নরেশ মাগনভাই প্যাটেল।
ভারতীয় কলা মহোৎসব জনসাধারণের জন্য ২২ থেকে ৩০ নভেম্বর, ২০২৫ তারিখ অব্দি সকাল ১০:০০ টা থেকে রাত ৮:০০ টা পর্যন্ত উন্মুক্ত থাকবে। প্রবেশ বিনামূল্যে। দর্শনার্থীরা https://visit.rashtrapatibhavan.gov.in/plan-visit/rashtrapati-nilayam-hyderabad/p2/p2 লিঙ্কে ক্লিক করে স্লট বুক করতে পারবেন। ওয়াক-ইন দর্শনার্থীদের জন্য অন-দ্য-স্পট বুকিং-এর সুবিধাও রয়েছে।

 

SC/SB/DM


(Release ID: 2192850) Visitor Counter : 5