প্রধানমন্ত্রীরদপ্তর
azadi ka amrit mahotsav

গুজরাতের ডেডিয়াপাড়ায় ধরতী আবা ভগবান বিরসা মুণ্ডার ১৫০তম জন্মজয়ন্তী উপলক্ষে জনজাতীয় গৌরব দিবস কর্মসূচির কিছু মুহূর্ত ভাগ করে নিলেন প্রধানমন্ত্রী

Posted On: 15 NOV 2025 10:23PM by PIB Kolkata

নয়াদিল্লি, ১৫ নভেম্বর, ২০২৫

 

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী গুজরাতের ডেডিয়াপাড়ায় ধরতী আবা ভগবান বিরসা মুণ্ডার ১৫০তম জন্মজয়ন্তী উপলক্ষে জনজাতীয় গৌরব দিবস কর্মসূচির কিছু উল্লেখযোগ্য মুহূর্ত ভাগ করে নিয়েছেন। 

এক্স-এ এক পোস্টে শ্রী মোদী বলেছেন :

 “গুজরাতের ডেডিয়াপাড়ায় আজ ভগবান বিরসা মুণ্ডাজি-র পরিজনদের অভিনন্দন জানিয়ে গৌরবান্বিত বোধ করছি।”

“জনজাতীয় গৌবর দিবস উপলক্ষে গুজরাতে গোটা দেশের আদিবাসী ঐতিহ্যের সাংস্কৃতিক প্রস্তুতি মুগ্ধ করেছে।”

“ডেডিয়াপাড়ায় আজ আদিবাসী সম্প্রদায়ের সন্তানদের সুলভে ও সুরক্ষিত শিক্ষা প্রদানের জন্য ভগবান বিরসা মুণ্ডা জনজাতীয় পরিবহন বাসের সূচনা করার সৌভাগ্য হয়েছে।”

“গুজরাটের ডেডিয়াপাড়ায় উন্নয়ন কর্মসূচিতে আমার বিপুল সংখ্যক ভাই-বোনের উৎসাহ-উদ্দীপনা প্রমাণ করছে যে, জনজাতীয় সমাজের জন্য আমাদের কল্যাণমূলক পরিকল্পনায় তাঁরা কতটা আনন্দিত।”

“ভগবান রামের সঙ্গে যুক্ত আমাদের আদিবাসী সমাজকে কংগ্রেস দূরে ঠেলে দিয়েছিল। অন্যদিকে এনডিএ সরকার শিক্ষা, স্বাস্থ্য, বাসস্থান এবং যোগাযোগের সুবিধা প্রদান করে তাঁদের জীবনকে ক্রমাগত সহজ করে চলেছে।”

“ভগবান বিরসা মুণ্ডার গ্রামে আমি আমাদের আদিবাসী ভাই-বোনদের কল্যাণে দৃঢ় সংকল্প গ্রহণ করেছি। পিএম-জনমন জনতা এবং ধরতী আবা জনজাতীয় গ্রাম উৎকর্ষের মতো প্রকল্প এই সংকল্পের বাস্তবায়ন ঘটাচ্ছে।”

“আমাদর আদিবাসী ভাই-বোনদের জীবনকে আরও উন্নত করার লক্ষ্যে আমি তাঁদের অগ্রাধিকার দিচ্ছি। শুধু একটি নয়, এর অজস্র উদাহরণ রয়েছে...”

 

SC/MP/NS….


(Release ID: 2190590) Visitor Counter : 3