যোগাযোগওতথ্যপ্রযুক্তিমন্ত্রক
azadi ka amrit mahotsav

শিশু দিবসে ছাত্র-ছাত্রীদের জন্য বিএসএনএল-এর মোবাইল প্ল্যান

Posted On: 14 NOV 2025 3:30PM by PIB Kolkata

নতুন দিল্লি, ১৪ নভেম্বর, ২০২৫

 


রাষ্ট্রায়ত্ত সংস্থা ভারত সঞ্চার নিগম লিমিটেড – বিএসএনএল শিশু দিবসে ছাত্র-ছাত্রীদের জন্য একটি মোবাইল প্ল্যান ঘোষণা করেছে। ছাত্র-ছাত্রীরা আগামী ১৩ ডিসেম্বর পর্যন্ত এই প্ল্যানের সুবিধা পাবে। সংস্থার চিফ ম্যানেজিং ডিরেক্টর শ্রী এ রবার্ট জে রবি জানিয়েছেন, ছাত্র-ছাত্রীদের জন্য এই প্ল্যানটির মেয়াদ ২৮ দিন। মাত্র ২৫১ টাকার বিনিময়ে তারা ১০০ গিগাবাইট হাইস্পিড ডেটা, আনলিমিটেড ভয়েজকল, দৈনিক ১০০টি এসএমএস-এর সুবিধা পাবে। 

বিএসএনএল সম্প্রতি দেশজুড়ে অত্যাধুনিক ৪জি মোবাইল পরিষেবা শুরু করেছে। বিশ্বে ভারত হল পঞ্চম রাষ্ট্র যেখানে দেশীয়ভাবে এই প্রযুক্তিকে কাজে লাগানো হচ্ছে। 

চিফ ম্যানেজিং ডিরেক্টর আরও জানান, ছাত্র-ছাত্রীদের জন্য বিএসএনএল-এর এই নতুন প্ল্যান দেশীয় প্রযুক্তিতে ৪জি পরিষেবা ব্যবহারে সুযোগ করে দেবে। অন্যান্য সংস্থার তুলনায় এই প্ল্যানটি যথেষ্ট ব্যয় সাশ্রয়ী। তিনি আশা করেন, বিএসএনএল-এর নতুন ৪টি পরিষেবা ব্যবহার করলে ছাত্র-ছাত্রীরা ভবিষ্যতেও এই সংস্থার থেকে পরিষেবা পাওয়ার বিষয়ে আগ্রহী হয়ে উঠবে। এবিষয়ে 1800-180-1503 নম্বরে ডায়াল করে অথবা bsnl.co.in. ওয়েবসাইটে ক্লিক করে আরও তথ্য পাওয়া যাবে।

 


SC/CB/SKD


(Release ID: 2190123) Visitor Counter : 8