প্রধানমন্ত্রীরদপ্তর
নতুন আইনি সহায়তা প্রদান প্রক্রিয়ার সশক্তকরণ সংক্রান্ত জাতীয় সম্মেলনে প্রধানমন্ত্রীর ভাষণ
Posted On:
08 NOV 2025 7:30PM by PIB Kolkata
নয়াদিল্লি, ৮ নভেম্বর, ২০২৫
প্রধান বিচারপতি শ্রী বি আর গবাই জি, বিচারপতি সূর্যকান্ত জি, বিচারপতি বিক্রম নাথ জি, আমার সহকর্মী অর্জুন রাম মেঘওয়াল জি, সুপ্রিম কোর্টের সম্মানীয় বিচারপতিগণ, বিভিন্ন
হাইকোর্টের প্রধান বিচারপতিগণ, ভদ্রমহোদয় ও ভদ্রমহোদয়াগণ,
নতুন আইনি সহায়তা প্রদান প্রক্রিয়ার সশক্তকরণ এবং আইন পরিষেবা দিবসের সঙ্গে যুক্ত এই সম্মেলন আমাদের বিচার ব্যবস্থায় নতুন করে শক্তি জোগাবে। ২০তম জাতীয় সম্মেলন উপলক্ষে আমি আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাই। আমি বেশি সময় নেব না। আমি এখানে উপস্থিত বিচার ব্যবস্থার সঙ্গে যুক্ত বিশিষ্টজনদের এবং আইনি পরিষেবা কর্তৃপক্ষকে শুভেচ্ছা জানাচ্ছি।
বন্ধুগণ,
ন্যায়বিচার যখন সামাজিক বা আর্থিক অবস্থা নির্বিশেষ সকলের কাছে পৌঁছে দেওয়া সম্ভব হয়, একমাত্র তখনই তা সামাজিক ন্যায় বিচারের ভিত্তি হয়ে ওঠে। সকলের কাছে ন্যায়বিচারকে সুনিশ্চিত করার ক্ষেত্রে আইনি সহায়তার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। জাতীয় স্তর থেকে তালুক স্তর পর্যন্ত বিচার ব্যবস্থা ও সাধারণ মানুষের মধ্যে যোগসূত্র হিসেবে কাজ করছে আইনি পরিষেবা কর্তৃপক্ষ। আমি খুশি যে, লোক আদালতের মাধ্যমে আজ লক্ষ লক্ষ মামলার দ্রুত নিষ্পত্তি হচ্ছে। মাত্র ৩ বছরের মধ্যে ভারত সরকারের চালু করা লিগ্যাল এইড ডিফেন্স কাউন্সিল সিস্টেম প্রায় ১ লক্ষ ফৌজদারি মামলার নিষ্পত্তি করেছে। সরকারের এই প্রয়াস গরিব, দলিত, শোষিত, নিপীড়িত এবং বঞ্চিত মানুষের সহজে বিচার পাওয়ার পথ সুনিশ্চিত করেছে।
বন্ধুগণ,
গত ১১ বছর ধরে আমরা সহজে ব্যবসা এবং জীবনযাত্রা সহজ করার ওপর নজর দিয়েছি এবং বেশ কিছু পদক্ষেপ নিয়েছি। ব্যবসার ক্ষেত্রে ৪০,০০০-এর বেশি অপ্রয়োজনীয় অনুশাসন বাতিল করা হয়েছে। জন বিশ্বাস আইনের মাধ্যমে ৩,৪০০-র বেশি ধারাকে অপরাধের আওতার বাইরে আনা হয়েছে। ১৫০০-র বেশি অপ্রয়োজনীয় ও পুরনো আইন বাতিল করা হয়েছে। ভারতীয় ন্যায় সংহিতার মাধ্যমে দশকের পর দশক ধরে চলতে থাকা বহু পুরনো আইনকে বাতিল করা হয়েছে।
বন্ধুগণ,
বিচার ব্যবস্থার সরলীকরণের লক্ষ্যে গত কয়েক বছর ধরে আমরা বেশ কিছু পদক্ষেপ নিয়েছি। এই বছর জাতীয় আইনি পরিষেবা কর্তৃপক্ষ, নালসা-র ৩০তম বার্ষিকী। এই তিন দশকে দেশের গরিব নাগরিকদের বিচার ব্যবস্থার সঙ্গে যুক্ত করতে নালসা এক গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে। যেসব মানুষ আইনি সাহায্য পেতে লিগ্যাল সার্ভিসেস কর্তৃপক্ষের দ্বারস্থ হন, তাঁদের বেশিরভাগেরই অর্থের জোগান বা প্রতিনিধিত্ব থাকে না। তাঁদের সহায়তা প্রদান করা প্রকৃত অর্থে সেবা বলা যায়।
বন্ধুগণ,
আজ আমরা নালসা-র কমিউনিটি মেডিয়েশন ট্রেনিং মডিউল চালু করছি। এর মাধ্যমে আমরা ভারতীয় ঐতিহ্যের প্রাচীন জ্ঞানের পুনরুজ্জীবন ঘটাচ্ছি। এর মাধ্যমে আগে আলাপ-আলোচনা ও সহমতের ভিত্তিতে বিরোধের নিষ্পত্তি করা হত। নতুন মেডিয়েশন আইন এই পরম্পরাকে এগিয়ে নিয়ে চলেছে এবং একে এক আধুনিক চেহারা দিচ্ছে।
বন্ধুগণ,
প্রযুক্তি নিশ্চিতভাবেই এক গুরুত্বপূর্ণ হাতিয়ার। আমরা দেখেছি ইউপিআই কীভাবে ডিজিটাল লেনদেনের ক্ষেত্রে বিপ্লব এনেছে। আজ ছোট ছোট ব্যবসায়ীরাও ডিজিটাল অর্থনীতির অংশ হয়ে উঠেছেন। মাত্র কয়েক সপ্তাহ আগে দেশের গ্রামাঞ্চলে প্রায় ১ লক্ষ মোবাইল টাওয়ার বসানো হয়েছে। এর অর্থ হল, প্রযুক্তি আজ অন্তর্ভুক্তি ও ক্ষমতায়নের মাধ্যম হয়ে উঠছে। এর একটি বড় দৃষ্টান্ত হল, ই-কোর্ট প্রকল্প। বৈদ্যুতিন পদ্ধতিতে সমন জারি, ভার্চুয়াল শুনানি থেকে ভিডিও কনফারেন্সিং, প্রযুক্তি সব কিছুকে সহজ করে দিয়েছে। এর ফলে ন্যায় বিচারের পথ সহজ হয়েছে। আপনারা সকলেই জানেন, এই প্রকল্পের তৃতীয় ধাপে বাজেট ৭০০০ কোটি টাকার বেশি বাড়ানো হয়েছে।
বন্ধুগণ,
আমরা সকলেই আইনি সচেতনতার গুরুত্ব সম্পর্কে জানি। নিজের অধিকার সম্পর্কে না জানলে, আইন না বুঝলে এবং ব্যবস্থার জটিলতা উপলব্ধি করতে না পারলে, একজন গরিব মানুষ কখনই ন্যায় বিচার পেতে পারেন না। তাই দুর্বলতর শ্রেণির মানুষের মধ্যে আইনি সচেতনতা বাড়ানো প্রয়োজন। আমি বিশ্বাস করি, আমাদের তরুণরা, বিশেষত আইনের পড়ুয়ারা এক্ষেত্রে রূপান্তরমূলক ভূমিকা পালন করতে পারেন। আমি মনে করি, বিচারের ভাষা এমন হওয়া উচিত, যাতে প্রত্যেকে তা বুঝতে পারেন। যখন মানুষ তাদের নিজেদের ভাষায় আইন বুঝতে পারবেন, তখন জটিলতা কমবে। সুপ্রিম কোর্ট ৮০,০০০-এর বেশি মামলার রায় ১৮টি ভারতীয় ভাষায় অনুবাদের উদ্যোগ নিয়েছে, এটি অত্যন্ত প্রশংসনীয় উদ্যোগ। আমার বিশ্বাস, হাই কোর্ট এবং জেলা আদালতগুলিতেও এই প্রয়াস চালানো হবে।
বন্ধুগণ,
আমরা যেহেতু উন্নত ভারতের পথে এগোচ্ছি, তাই তখন আমাদের ন্যায় বিচার প্রদান প্রক্রিয়া কী রকম হবে, সে সম্পর্কে ভাবনা-চিন্তা করার জন্য আইন পেশা, বিচার ব্যবস্থার সঙ্গে যুক্ত সকলের কাছে আমি আর্জি জানাচ্ছি। আমি আপনাদের সকলকে আবার শুভেচ্ছা জানাচ্ছি। এই অনুষ্ঠানে আমাকে বলার সুযোগ দেওয়ার জন্য আমি আপনাদের কাছে কৃতজ্ঞ। আপনাদের ধন্যবাদ।
SC/MP/NS….
(Release ID: 2188094)
Visitor Counter : 2