প্রধানমন্ত্রীরদপ্তর
azadi ka amrit mahotsav

প্রধানমন্ত্রী ৯ নভেম্বর দেরাদুন সফর করবেন

Posted On: 08 NOV 2025 9:26AM by PIB Kolkata

নতুন দিল্লি, ৮ নভেম্বর ২০২৫

 


প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী উত্তরাখণ্ডের রাজ্য গঠনের রজতজয়ন্তী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে ৯ নভেম্বর দেরাদুন সফর করবেন। সফরকালে তিনি একটি স্মারক ডাকটিকিট প্রকাশ করবেন এবং এক জনসভায় ভাষণ দেবেন। 

প্রধানমন্ত্রী ৮১৪০ কোটি টাকারও বেশি একগুচ্ছ উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন। এর মধ্যে ৯৩০ কোটি টাকার প্রকল্পের উদ্বোধন করবেন তিনি। ৭২১০ কোটি টাকার প্রকল্পের শিলান্যাসও করা হবে। এই প্রকল্পগুলি পানীয় জল, সেচ, কারিগরি শিক্ষা, জ্বালানী, শহরাঞ্চলের উন্নয়ন, খেলাধুলা এবং দক্ষতা বিকাশের সঙ্গে যুক্ত।  

শ্রী মোদী পিএম ফসল বীমা যোজনার আওতায় ২৮,০০০-এরও বেশি কৃষকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ৬২ কোটি টাকার বেশি অর্থ প্রত্যক্ষ সুবিধা হস্তান্তের মাধ্যমে পাঠাবেন। 

প্রধানমন্ত্রী যে প্রকল্পগুলির উদ্বোধন করবেন তার মধ্যে উল্লেখযোগ্য : অম্রুত প্রকল্পের আওতায় দেরাদুন সহ ২৩টি অঞ্চলে জল সরবরাহ, পিথরাগড় জেলায় বিদ্যুতের সাবস্টেশন, বিভিন্ন সরকারি ভবনে সৌরবিদ্যুতের ব্যবস্থাপনা, নৈনিতালে হালদোয়ানি স্টেডিয়ামে অ্যাস্ট্রোটার্ফ হকি খেলার মাঠ। 

প্রধানমন্ত্রী যে প্রকল্পগুলির শিলান্যাস করবেন তার মধ্যে উল্লেখযোগ্য : সং জলাধার পানীয় জল প্রকল্প। এই প্রকল্পে দৈনিক ১৫০ মিলিয়ন লিটার জল দেরাদুন এবং নৈনিতালের জমরানী বহুমুখী জলাধার প্রকল্পে পাঠানো হবে। অন্য প্রকল্পগুলির মধ্যে রয়েছে বিদ্যুতের সাবস্টেশন, চম্পাওয়াতে মহিলাদের জন্য স্পোর্টস কলেজ, নৈনিতালে উন্নতমানের ডেয়ারি প্ল্যান্ট।  

 

SC/CB/AS


(Release ID: 2187882) Visitor Counter : 2