তথ্যওসম্প্রচারমন্ত্রক
মাননীয় তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী, শ্রী ডঃ এল. মুরুগান, বিশেষ অভিযান ৫.০ এর অধীনে মন্ত্রক কর্তৃক গৃহীত কর্মসূচী পরিদর্শন ও পর্যালোচনা করেছেন
Posted On:
31 OCT 2025 7:00PM by PIB Kolkata
নয়াদিল্লি, ৩১ অক্টোবর, ২০২৫
তথ্য ও সম্প্রচার এবং সংসদ বিষয়ক প্রতিমন্ত্রী ডঃ এল. মুরুগান ৩০শে অক্টোবর, ২০২৫ তারিখে নয়াদিল্লির শাস্ত্রী ভবনে অবস্থিত তথ্য ও সম্প্রচার মন্ত্রকের অফিসগুলিতে স্বচ্ছতা এবং বিচারাধীন বিষয় হ্রাস সংক্রান্ত বিশেষ অভিযান ৫.০-এর কর্মসূচী পরিদর্শন ও পর্যালোচনা করেন। তথ্য ও সম্প্রচার মন্ত্রকের সচিব শ্রী সঞ্জয় জাজু এবং প্রেস ইনফরমেশন ব্যুরোর প্রধান মহাপরিচালক শ্রী ধীরেন্দ্র ওঝাও তাঁর সঙ্গে ছিলেন। পরিদর্শনকালে তাঁরা মন্ত্রকের বিভিন্ন বিভাগ এবং রেকর্ড রুম পরিদর্শন করেন এবং পরিস্থিতি আরও উন্নত করার এবং ডিজিটাইজেশন প্রক্রিয়া আরও সুসংগঠিত করার জন্য প্রয়োজনীয় নির্দেশ দেন।
মাননীয় মন্ত্রী ৩০শে অক্টোবর, ২০২৫ তারিখে নয়াদিল্লির মান্ডি হাউসে অবস্থিত দূরদর্শন ভবনে স্বচ্ছতা এবং বিচারাধীন বিষয় হ্রাস সংক্রান্ত বিশেষ অভিযান ৫.০-এর কর্মসূচী পরিদর্শন ও পর্যালোচনা করেন। প্রসার ভারতীর চেয়ারম্যান শ্রী নবনীত কুমার সেহগল, প্রসার ভারতীর সিইও শ্রী গৌরব দ্বিবেদী, তথ্য ও সম্প্রচার মন্ত্রকের সিনিয়র অর্থনৈতিক উপদেষ্টা এবং নোডাল অফিসার শ্রী আর কে জেনা এবং প্রসার ভারতীর অন্যান্য কর্মকর্তারাও তাঁর সঙ্গে ছিলেন।
৩১শে অক্টোবর, ২০২৫ তারিখে, মাননীয় মন্ত্রী নতুন দিল্লির আকাশবাণী ভবনে স্বচ্ছতা এবং বিচারাধীন বিষয় হ্রাস সংক্রান্ত বিশেষ অভিযান ৫.০-এর কর্মসূচী পরিদর্শন ও পর্যালোচনা করেন। তথ্য ও সম্প্রচার মন্ত্রকের সিনিয়র অর্থনৈতিক উপদেষ্টা এবং নোডাল অফিসার শ্রী আর কে জেনা, অল ইন্ডিয়া রেডিওর মহাপরিচালক শ্রী রাজীব জৈন এবং প্রসার ভারতীর অন্যান্য কর্মকর্তারাও তাঁর সঙ্গে ছিলেন।
SC/SB/DM
(Release ID: 2185392)
Visitor Counter : 3