আইনওবিচারমন্ত্রক
                
                
                
                
                
                    
                    
                        প্রেস বিজ্ঞপ্তি 
                    
                    
                        
                    
                
                
                    Posted On:
                30 OCT 2025 7:29PM by PIB Kolkata
                
                
                
                
                
                
                নয়াদিল্লি, ৩০ অক্টোবর, ২০২৫ 
 
ভারতীয় সংবিধান প্রদত্ত ক্ষমতা প্রয়োগ করে রাষ্ট্রপতি ২৪ নভেম্বর, ২০২৫ থেকে সুপ্রিম কোর্টের বিচারপতি শ্রী সূর্য কান্ত’কে ভারতের প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ করছেন। 
বিচারপতি সূর্য কান্তের জন্ম ১৯৬২ সালের ১০ ফেব্রুয়ারি হরিয়ানার হিসার জেলার পেটওয়ার গ্রামে। ১৯৮৪ সালে তিনি রোহতকের মহর্ষি দয়ানন্দ বিশ্ববিদ্যালয় থেকে আইনের স্নাতক ডিগ্রি অর্জন করেন, সেই বছর থেকেই তিনি হিসারের জেলা আদালতে প্র্যাক্টিস শুরু করেন। সংবিধান, পরিষেবা এবং দেওয়ানি বিষয়ে বিশেষজ্ঞ হয়ে তিনি ১৯৮৫ সালে পাঞ্জাব ও হরিয়ানা হাইকোর্টে কাজ শুরু করেন। ২০০০ সালের ৭ জুলাই তিনি হরিয়ানার সর্বকনিষ্ঠ অ্যাডভোকেট জেনারেল হিসেবে নিযুক্ত হন। তাঁকে সিনিয়র অ্যাডভোকেটের মর্যাদাও দেওয়া হয়। ২০০৪ সালের ৯ জানুয়ারি তিনি পাঞ্জাব ও হরিয়ানা হাইকোর্টের স্থায়ী বিচারপতি নিযুক্ত হন। 
বিচারপতি হিসেবে তিনি ২০০৭-২০১১ সাল পর্যন্ত জাতীয় আইনি পরিষেবা কর্তৃপক্ষের পরিচালন পর্ষদের দায়িত্ব পালন করেন। ২০১১ সালে তিনি ফার্স্টক্লাস ফার্স্ট হয়ে আইনের মাস্টার্স ডিগ্রি অর্জন করেন। ২০১৮ সালের ৫ অক্টোবর তিনি হিমাচল প্রদেশ হাইকোর্টের প্রধান বিচারপতি নিযুক্ত হন। ২০১৯ সালের ২৪ মে তাঁকে সুপ্রিম কোর্টের বিচারপতি পদে উন্নীত করা হয়। ২০২৫ সালের ১৪ মে থেকে তিনি জাতীয় আইনি পরিষেবা কর্তৃপক্ষের কার্যনির্বাহী চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছেন। ইন্ডিয়ান ল ইন্সটিটিউট – এর বিভিন্ন কমিটির সদস্য ছিলেন তিনি। 
চার দশকের বর্ণময় কর্মজীবনে বিচারপতি সূর্য কান্ত হাজার হাজার মামলার বিচার করেছেন। বিভিন্ন বিষয়ে নিজস্ব উদ্ভাবনী ব্যাখ্যা দিয়েছেন এবং বেশ কিছু যুগান্তকারী রায় লিখেছেন। জটিল সাংবিধানিক বিষয় থেকে শুরু করে মানবাধিকার রক্ষার আবেদন, বিচারপতি সূর্য কান্তের কর্মজীবন আইনের শাসনের প্রতি অটল অঙ্গীকার, সহানুভূতি এবং শিক্ষাগত উৎকর্ষের এক অসাধারণ মেলবন্ধন। 
 
SC/SD/SB
                
                
                
                
                
                (Release ID: 2184537)
                Visitor Counter : 2