নতুনওপুনর্নবীকরণযোগ্যজ্বালানিমন্ত্রক
azadi ka amrit mahotsav

অন্তর্ভুক্তিমূলক সৌরশক্তির উন্নয়নে নেতৃত্বের ভূমিকা নিতে গ্লোবাল সাউথের কাছে আর্জি রাষ্ট্রপতির

Posted On: 28 OCT 2025 6:11PM by PIB Kolkata

নয়াদিল্লি, ২৮ অক্টোবর, ২০২৫

 

রাষ্ট্রপতি শ্রীমতী দ্রৌপদী মুর্মু আজ নতুন দিল্লির ভারত মণ্ডপমে ইন্টারন্যাশনাল সোলার অ্যালায়েন্স (আইএসএ)-এর অষ্টম অধিবেশনে ভাষণ দেন। এই প্রথম ভারতের রাষ্ট্রপতি আইএসএ-র অধিবেশনে বক্তব্য পেশ করলেন। তাঁর বক্তব্যে রাষ্ট্রপতি সৌরশক্তিকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে ভারতের অঙ্গীকারের কথা তুলে ধরেন। সেইসঙ্গে মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর “এক বিশ্ব, এক সূর্য, এক গ্রিড”-এর ভাবনার কথা উল্লেখ করেন। এই গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সম্মেলনে যোগ দিয়েছেন ৩০ জন মন্ত্রী এবং ৫৫০ জনের বেশি প্রতিনিধি। 

তাঁর ভাষণে রাষ্ট্রপতি বলেন, আন্তর্জাতিক ক্ষেত্রে সৌরশক্তির বিকাশে আইএসএ ইতিমধ্যেই উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছে। সৌর বিপ্লবে মহিলা, কৃষক সহ সব শ্রেণীর মানুষের অংশগ্রহণের ওপর জোর দেন শ্রীমতী মুর্মু। সৌরশক্তিকে এগিয়ে নিয়ে যাওয়ার পাশাপাশি কর্মসংস্থান সৃষ্টি, গ্রামীণ জীবন-জীবিকা এবং ডিজিটাল অন্তর্ভুক্তির ওপর গুরুত্ব দেওয়ার কথা বলেন রাষ্ট্রপতি। তিনি বলেন, শুধুমাত্র সৌর বিদ্যুৎ উৎপাদনই নয়, সেইসঙ্গে এর মাধ্যমে মানুষের জীবনকেও আলোকিত করতে হবে, মানুষের জীবনে পরিবর্তন আনতে হবে। পাশাপাশি আধুনিক প্রযুক্তি প্রয়োগের ওপরও জোর দেন তিনি। 

কেন্দ্রীয় অচিরাচরিত শক্তিমন্ত্রী এবং আইএসএ অ্যাসেম্বলির সভাপতি শ্রী প্রহ্লাদ যোশী বলেন, আইএসএ হল আন্তর্জাতিক সহযোগিতার প্রতীক। সৌরশক্তি উৎপাদনে ভারতের ভূমিকার কথা উল্লেখ করে তিনি বলেন, পুনর্নবীকরণযোগ্য শক্তি উৎপাদনের ক্ষেত্রে বিশ্বে এখন ভারত চতুর্থ স্থানে রয়েছে। প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে এই পরিবর্তন এসেছে বলে মন্তব্য করেন তিনি। 

আইএসএ-র মাধ্যমে পিএম সূর্য ঘর মুফত বিজলী যোজনা এবং পিএম-কুসুমের মতো প্রকল্প যাতে উন্নয়নশীল দেশগুলিতেও রূপায়িত করা যায়, সেই লক্ষ্যে আফ্রিকা এবং ক্ষুদ্র দ্বীপ রাষ্ট্রগুলিকে সহায়তা করবে ভারত। এই ধরনের প্রকল্পের মাধ্যমে সমাজের শেষ স্তর পর্যন্ত বিদ্যুৎ পৌঁছে দেওয়া সম্ভব হবে। 


আন্তর্জাতিক সৌর জোটের মহানির্দেশক শ্রী আশিস খান্না বলেন, গ্লোবাল সাউথের দেশগুলিতে সৌর শক্তির প্রসারে ভারতের অভিজ্ঞতাকে কাজে লাগানো হচ্ছে। সৌরশক্তি উৎপাদনে বিশ্বে এখন ভারতের স্থান তৃতীয়। বড় মাপের সৌর বিদ্যুৎ প্রকল্প রূপায়ণে ভারত বিভিন্ন দেশকে সহায়তা করছে বলে জানান তিনি। 

উল্লেখযোগ্য দিকসমূহ :

    SUNRISE (সোলার আপসাইক্লিং নেটওয়ার্ক ফর রিসাইক্লিং, ইনোভেশন অ্যান্ড স্টেকহোল্ডার এনগেজমেন্ট)-এর মাধ্যমে সরকার, শিল্পমহল এবং উদ্ভাবকদের মধ্যে যোগসূত্র গড়ে তোলা হবে। সৌরবর্জ্যের সঠিক ব্যবহার, পরিবেশ বান্ধব শক্তির ক্ষেত্রে কর্মসংস্থান প্রভৃতি এর মাধ্যমে রূপায়িত করা হবে। 

    স্মল আইল্যান্ড ডেভেলপিং স্টেটস (এসআইডিএস) এবং মন্ত্রীমণ্ডলীর মধ্যে সৌরশক্তি সংক্রান্ত একটি মউ স্বাক্ষরিত হয়েছে। এতে ১৬টি সদস্য দেশ (অ্যান্টিগুয়া ও বারবুডা, বেলিজ, ডোমিনিকা কমনওয়েলথ, শ্রীলঙ্কা, ডোমিনিকান প্রজাতন্ত্র, পাপুয়া নিউগিনি, কিরিবাতি, নৌরু, সুরিনাম, সেন্ট কিটস ও নেভিস, সোলোমন দ্বীপপুঞ্জ, মালদ্বীপ, সেশেলস, মরিশাস, ফিজি, মার্শাল দ্বীপপুঞ্জ) স্বাক্ষর করেছে। 

২০১৫-তে প্যারিসে COP21-এ আন্তর্জাতিক সৌরজোট গড়ে তুলেছিল ভারত ও ফ্রান্স। বর্তমানে এর সদস্য সংখ্যা ১২৫। বিশ্বজুড়ে সৌরশক্তির উন্নয়নে কাজ করে চলেছে এই সংস্থা। 

 

SC/MP/NS


(Release ID: 2183721) Visitor Counter : 4