কৃষিমন্ত্রক
সারের উপর ৩৮,০০০ কোটি টাকা ভর্তুকি অনুমোদনের জন্য প্রধানমন্ত্রী মোদীকে ধন্যবাদ জানালেন কেন্দ্রীয় কৃষি মন্ত্রী শ্রী শিবরাজ সিং চৌহান
Posted On:
28 OCT 2025 6:50PM by PIB Kolkata
নতুন দিল্লি, ২৮ অক্টোবর, ২০২৫
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর পৌরোহিত্যে সারের উপর ৩৮,০০০ কোটি টাকা ভর্তুকি অনুমোদনের জন্য দেশের কৃষকের পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন কেন্দ্রীয় কৃষি, কৃষক কল্যাণ ও গ্রামোন্নয়ন মন্ত্রী শ্রী শিবরাজ সিং চৌহান। শ্রী চৌহানের পৌরোহিত্যে আয়োজিত পর্যালোচনা বৈঠকের পর জানানো হয়েছে, ২০২৫ সালের বীজ বপণের কাজ অত্যন্ত সন্তোষজনক হয়েছে। ধানের জন্য মোট ৪৪১.৫৮ লক্ষ হেক্টর জমিতে বপণ করা হয়েছে, যা গত বছরের তুলনায় বেশি। তৈলবীজের জন্য মোট ১৯০.১৩ লক্ষ হেক্টরে বীজ বপণ করা হয়েছে, এর মধ্যে সয়াবিন ও চীনাবাদামই প্রধান। ডালের জন্য বীজ বপণ করা হয়েছে ১২০.৪১ লক্ষ হেক্টর জমিতে। পুষ্টি সুরক্ষার লক্ষ্যে এ এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ। আখ চাষের জন্য ৫৯.০৭ লক্ষ হেক্টর জমিতে বীজ বপণ করা হয়েছে।
অনুকূল বর্ষা, পর্যাপ্ত বৃষ্টিপাত এবং জলাধারগুলিতে জল সঞ্চয়ের ক্ষমতা বাড়ার ফলে ভারতীয় কৃষিক্ষেত্র এবার বিশেষভাবে উপকৃত হয়েছে। কৃষি অগ্রগতির সাপ্তাহিক পর্যালোচনায়, কেন্দ্রীয় মন্ত্রী শ্রী শিবরাজ সিং চৌহান জানান, বেশিরভাগ প্রধান জলাধারে জলের স্তর স্বাভাবিক বা স্বাভাবিকের উপরে রয়েছে। এর ফলে সেচের জন্য পর্যাপ্ত জল পাওয়া যাবে এবং খরিফ ফসল সময়মতো বপণ করতে কোনো অসুবিধা হবে না। মাটির আর্দ্রতা বজায় থাকার ফলে ফলন দ্রুতহারে বাড়বে, এর সুবাদে রবি ফসলের বীজ বপণের এলাকাও সম্প্রসারিত হবে বলে আশা করা যায়।
কৃষি কমিশনার ডঃ পি.কে. সিং একটি প্রতিবেদন প্রকাশ করেন। তাতে সেচ প্রকল্পগুলি এবং জলাধারগুলির জন্য পর্যাপ্ত জলের উল্লেখ রয়েছে, যা সেচসেবিত এলাকাগুলিতে ফলন বৃদ্ধির সহায়ক হবে। দেশজুড়ে ১৬১টি জলাধারে মোট ১৬৫.৫৮ বিলিয়ন ঘনমিটার (বিসিএম) জলের সঞ্চয় রয়েছে, যা গত বছরের স্তরের ১০৪.৩০% এবং দশ বছরের গড়ের ১১৫.৯৫%।
দেশের কিছু অঞ্চলে খরিফ ফসল কাটা শুরু হয়েছে, যা মোট খরিফ ফসল জমির প্রায় ২৭% হবে। রবি শস্যের বপণ প্রাথমিক পর্যায়ে রয়েছে। দেশজুড়ে পেঁয়াজ, আলু এবং টমেটো ফসলের অবস্থা সন্তোষজনক। চাল ও গমের বর্তমান মজুদ আপৎকালীন মজুতের পরিমাণকে ছাপিয়ে গেছে।
কেন্দ্রীয় মন্ত্রী শ্রী শিবরাজ সিং চৌহান বলেছেন, সময়োপযোগী এবং অনুকূল বর্ষা, জলাধারে পর্যাপ্ত জলের সঞ্চয়, দক্ষ পরিকল্পনা এবং ডিজিটাল উদ্ভাবনের মাধ্যমে দেশের কৃষিক্ষেত্র রেকর্ড মাইলফলক অর্জন করছে। তিনি বলেন, প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে কেন্দ্রীয় সরকারের কৃষক-বান্ধব নীতির সুবাদে অর্জিত এই সাফল্যগুলি কৃষকদের জীবনযাত্রার মানোন্নয়ন ঘটাচ্ছে এবং জাতীয় খাদ্য সুরক্ষা জোরদার করছে। আসন্ন রবি মৌসুমে ডাল ও তৈলবীজের বপন এবং রেকর্ড উৎপাদনশীলতা বৃদ্ধির জন্য কেন্দ্রীয় সরকার রাজ্যগুলির সঙ্গে সমন্বয়সাধনের মাধ্যমে প্রয়োজনীয় সবধরণের সহায়তা প্রদান করবে।
SC/SD/SKD
(Release ID: 2183657)
Visitor Counter : 3