রেলমন্ত্রক
azadi ka amrit mahotsav

রেল বোর্ডের ওয়ার রুম-এ উৎসবের মরশুমে যাত্রী পরিবহণের পর্যালোচনা করলেন রেল মন্ত্রী শ্রী অশ্বিনী বৈষ্ণব

Posted On: 23 OCT 2025 8:18PM by PIB Kolkata

নতুন দিল্লি, ২৩ অক্টোবর, ২০২৫ 

 

কেন্দ্রীয় রেল, তথ্য ও সম্প্রচার এবং বৈদ্যুতিন ও তথ্য প্রযুক্তি মন্ত্রী শ্রী অশ্বিনী বৈষ্ণব আজ নতুন দিল্লির রেল বোর্ডের ওয়ার রুম ঘুরে দেখেন এবং উৎসবের মরশুমে যাত্রী পরিবহণের পর্যালোচনা করেন। মন্ত্রী জানান, বিভিন্ন ডিভিশন এবং জোনে ওয়ার রুম খোলা হয়েছে। এছাড়াও, গুরুত্বপূর্ণ রেল স্টেশনগুলিতেও মিনি কন্ট্রোল রুমের মাধ্যমে প্রত্যেক স্টেশনের পরিস্থিতির পর্যালোচনা করা হচ্ছে। উৎসবের মরশুমে অতিরিক্ত ট্রেনের চাহিদা-সহ অন্যান্য পরিচালনগত চাহিদার ক্ষেত্রে তাৎক্ষণিক সিদ্ধান্ত নিতে এই ব্যবস্থা সহায়ক হয়েছে। মন্ত্রী জানান, অতিরিক্ত যাত্রীভিড় সামাল দিতে ১০ হাজার ৭০০টি সংরক্ষিত এবং ৩ হাজার অসংরক্ষিত ট্রেন চালানো হচ্ছে। অক্টোবরের ১৭ থেকে ২০ তারিখ পর্যন্ত যত সংখ্যক যাত্রী রেল পরিষেবা নিয়েছেন, তা সর্বোচ্চ। এর পর ২২ থেকে ২৪ অক্টোবর আরও বিপুল পরিমাণ যাত্রী তাদের গন্তব্য স্থানে পৌঁছানোর জন্য রেল পরিষেবাকে ব্যবহার করছেন। 

নতুন দিল্লি স্টেশনে ৭ হাজার জন যাত্রী একসঙ্গে ট্রেনে ওঠা-নামা করতে পারছেন। এছাড়াও ওই স্টেশনে ১৫০-টি করে মোট ৩০০-টি শৌচালয় পুরুষ ও মহিলা যাত্রীদের জন্য তৈরি করা হয়েছে। পাশাপাশি, স্বয়ংক্রিয় টিকিট ক্রয় মেশিন, বিনামূল্যে আর.ও. পানীয় জলের ব্যবস্থা করা হয়েছে। রেল ও খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প দপ্তরের প্রতিমন্ত্রী শ্রী রবনীত সিং বিট্টু আম্বালা ক্যান্টনমেন্ট স্টেশনে যাত্রীসাচ্ছন্দ্য নিশ্চিত করতে ওই স্টেশনটি ঘুরে দেখেন।

উন্নত পরিষেবার কারণে যাত্রীরা আরও আরামদায়ক রেল সফর করতে পারছেন। ছট পুজোর আগে অতিরিক্ত ভিড় সামাল দিতে রেল সবধরণের ব্যবস্থা গ্রহণ করেছে। নিয়মিত পরিষেবার পাশাপাশি, ১২০৫-টি বিশেষ ট্রেন চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

যথাযথ পরিকল্পনা মধ্য দিয়ে অতিরিক্ত ভিড় সামাল দিতে ভারতীয় রেল ১ অক্টোবর থেকে ৩০ নভেম্বর পর্যন্ত ১২ হাজারের বেশি বিশেষ ট্রেন চালানোর পরিকল্পনা করেছে। এর মধ্যে ২ হাজার ২২০-টি ট্রেন বিহারেই চলাচল করছে। বিশেষ ট্রেনে পরিচ্ছন্নতা-সহ অন্যান্য পরিষেবা নিশ্চিত হওয়ায় যাত্রীরা সন্তোষ প্রকাশ করেছেন। শোনপুর ডিভিশনের হাজিপুর স্টেশনে পরিচ্ছন্নতা অভিযান দেখে শুধু ভারতীয় যাত্রীরাই নন, বিদেশী যাত্রীরাও সন্তোষ প্রকাশ করেছে। নতুন দিল্লির যাত্রী সুবিধা কেন্দ্রের প্রশংসা করেছেন অনেকেই। 

অতিরিক্ত ভিড়ের মধ্যেও রেল কর্মী ও আধিকারিকরা প্রবীণ  ও ভিন্নভাবে সক্ষম যাত্রীদের নিরাপদ যাত্রা নিশ্চিত করতে বিশেষ উদ্যোগ গ্রহণ করেছেন। নতুন দিল্লি স্টেশনে সন্তান সম্ভবা এক মহিলা প্রসব যন্ত্রণা অনুভব করায় রেলের মহিলা কর্মীরা তৎক্ষণাৎ সক্রিয় হয়ে ওঠেন এবং সময়োপযোগী ব্যবস্থা গ্রহণ করেন। 

ভারতীয় রেলের একনিষ্ঠ কর্মীরা বৃহৎ এই রেল পরিষেবাকে দক্ষতার সঙ্গে পরিচালনা করছেন। অতিরিক্ত ট্রেন চালানোর পাশাপাশি, তারা পরিচ্ছন্নতা  এবং যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করছেন। উৎসবের মরশুমে দেশজুড়ে যাত্রীরা যাতে নির্ভরযোগ্য মাধ্যম হিসেবে রেলকে ব্যবহার করতে পারেন তা নিশ্চিত করতে কর্মীরা সাংগঠনিক স্তরে তাদের দায়বদ্ধতা সকলের কাছে তুলে ধরছেন। 


*****

SSS/CB/SKD


(Release ID: 2182100) Visitor Counter : 5