উপ-রাষ্ট্রপতিরসচিবালয়
পুলিশ স্মরণ দিবসে পুলিশ কর্মীদের প্রতি উপ-রাষ্ট্রপতি শ্রী সি পি রাধাকৃষ্ণাণের শ্রদ্ধার্ঘ্য
प्रविष्टि तिथि:
21 OCT 2025 4:29PM by PIB Kolkata
নয়াদিল্লি, ২১ অক্টোবর, ২০২৫
পুলিশ স্মরণ দিবসে পুলিশ কর্মীদের সাহসিকতা ও অবদানকে কুর্নিশ জানিয়েছেন উপ- রাষ্ট্রপতি শ্রী সি পি রাধাকৃষ্ণাণ। তিনি বলেছেন, দেশের সুরক্ষায় এবং দেশের মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ কর্মীদের অবদান ও আত্মবলিদানকে দেশের প্রতিটি নাগরিক শ্রদ্ধা ও সম্ভ্রমের দৃষ্টিতে দেখেন। সংকটকালে এবং মানবিক ত্রাণ সহায়তার ক্ষেত্রে পুলিশকর্মীরা কর্তব্যপরায়ণতা ও সংবেদনশীলতার দৃষ্টান্ত স্থাপন করে চলেছেন।
এক্স পোস্টে এই মর্মে বার্তা দিয়েছেন উপ-রাষ্ট্রপতি।
******
SSS / AC /AG
(रिलीज़ आईडी: 2181461)
आगंतुक पटल : 13