প্রধানমন্ত্রীরদপ্তর
azadi ka amrit mahotsav

দীপাবলি উপলক্ষ্যে দেশবাসীকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা

प्रविष्टि तिथि: 20 OCT 2025 9:49AM by PIB Kolkata

নতুন দিল্লি,  ২০ অক্টোবর ২০২৫ 

 

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী দীপাবলি উপলক্ষ্যে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। 
প্রধানমন্ত্রী বলেছেন, “ দীপাবলি উপলক্ষ্যে সকলকে শুভেচ্ছা জানাই। আলোর এই উৎসব আমাদের সকলের জীবনকে সুখ, সম্প্রীতি ও সমৃদ্ধির আলোকে উদ্ভাসিত করে তুলুক। আমাদের চতুর্পার্শ্বে ইতিবাচক পরিবেশ গড়ে উঠুক, এই প্রার্থনাই  করি ।“ 

সামাজিক মাধ্যম এক্সে এক বার্তায় প্রধানমন্ত্রী বলেছেনঃ 
“ দীপাবলি উপলক্ষ্যে সকলকে শুভেচ্ছা জানাই। আলোর এই উৎসব আমাদের সকলের জীবনকে সুখ, সম্প্রীতি ও সমৃদ্ধির আলোকে উদ্ভাসিত করে তুলুক। আমাদের চতুর্পার্শ্বে ইতিবাচক পরিবেশ গড়ে উঠুক, এই প্রার্থনাই করি ।“ 


*******

SSS/CB


(रिलीज़ आईडी: 2180984) आगंतुक पटल : 22
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , Marathi , हिन्दी , Manipuri , Assamese , Punjabi , Gujarati , Odia , Tamil , Telugu , Kannada , Malayalam