প্রধানমন্ত্রীরদপ্তর
azadi ka amrit mahotsav

দিল্লির লালকেল্লায় ইন্ডিয়া আর্ট, আর্কিটেকচার অ্যান্ড ডিজাইন বাইনালে ২০২৩-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর ভাষণ

प्रविष्टि तिथि: 08 DEC 2023 9:36PM by PIB Kolkata

নয়াদিল্লি, ০৮ ডিসেম্বর, ২০২৩

 

অনুষ্ঠানে উপস্থিত আমার সহকর্মী কিষাণ রেড্ডি মহাশয়, অর্জুন রাম মেঘওয়াল মহাশয়, মীনাক্ষী লেখি মহাশয়া, বিশ্বের বিভিন্ন দেশ থেকে আগত অতিথিবৃন্দ, শিল্প জগতের বিশিষ্ট বন্ধুগণ, ভদ্রমহোদয় ও মহোদয়াগণ!

এই লালকেল্লা চত্বরের সঙ্গে জড়িয়ে রয়েছে বহু ইতিহাস। এটি শুধুমাত্র একটি ভবন নয়, এর এক ঐতিহাসিক তাৎপর্যও রয়েছে। এই ঐতিহ্যবাহী স্থানে আপনাদের সকলকে আন্তরিক স্বাগত জানাই। 

বন্ধুগণ,

প্রত্যেক দেশেরই নিজস্ব কিছু ঐতিহ্য থাকে। রাজধানী দিল্লির সঙ্গে জড়িয়ে রয়েছে ঐতিহ্যের নানা স্মৃতিচিহ্ন। দিল্লিতে আয়োজিত এই 'ইন্ডিয়া আর্ট, আর্কিটেকচার অ্যান্ড ডিজাইন বাইনালে' নানা দিক থেকে গুরুত্বপূর্ণ। 

বন্ধুগণ,

ভারতের রয়েছে, হাজার হাজার বছরের প্রাচীন ঐতিহ্য। একটা সময় ছিল, যখন ভারতের সংস্কৃতি এবং প্রাচীন ঐতিহ্যের টানে বিশ্বের নানা প্রান্ত থেকে পর্যটকরা এখানে ছুটে আসতেন। আজ দেশ সেইসব ঐতিহ্যকে সঙ্গী করে সামনের দিকে এগিয়ে চলেছে। স্বনির্ভর ভারতের লক্ষ্য অর্জনে আমরা "আত্মনির্ভর ভারত সেন্টার ফর ডিজাইন’' গড়ে তুলেছি, আজ যার উদ্বোধন করা হয়। এই কেন্দ্রের মাধ্যমে ভারতের অনন্য শিল্পকর্মকে তুলে ধরা হবে। এটি শিল্পী এবং কলাকুশলীদের একসূত্রে বাঁধবে এবং বাজারের চাহিদানুযায়ী তাঁদের শিল্পকর্মে সহায়তা করবে। এই প্রক্রিয়ায় দেশের ৫টি শহরে সাংস্কৃতিক স্থল গড়ে তোলা এক ঐতিহাসিক পদক্ষেপ। দিল্লির পাশাপাশি, কলকাতা, মুম্বই, আহমেদাবাদ এবং বারাণসীতে এই সাংস্কৃতিক স্থল গড়ে তোলা হবে। মানুষের সঙ্গে অন্যান্য প্রাণির পার্থক্য গড়ে দেয় সাহিত্য, সঙ্গীত এবং শিল্পকলা। মানুষের জীবনে এগুলির বিশেষ ভূমিকা রয়েছে। 

বন্ধুগণ,

আমাদের দেশে শিল্পকলার নানা ধরন রয়েছে। প্রাচীনকাল থেকেই এটি চলে আসছে এবং আজও আমরা তা বয়ে চলেছি। কাশী হ’ল – সাহিত্য, সঙ্গীত এবং শিল্পকলার চিরন্তন প্রবাহের এক ক্ষেত্র। কয়েক মাস আগে ভারতে আসা বিশ্বের নানা প্রান্তের মানুষের সামনে আমরা নতুন কিছু তুলে ধরার উদ্যোগ নিয়েছি। আমরা গঙ্গাবিলাস ক্রুজ চালু করেছি। পর্যটকরা এই ক্রুজে চড়ে কাশী থেকে আসাম পর্যন্ত যাতায়াত করতে পারবেন। ৪৫-৫০ দিনের এই যাত্রায় তাঁরা বহু শহর, গ্রাম এবং গঙ্গাতীরে অবস্থিত বহু স্থান দর্শন করতে পারবেন। 

বন্ধুগণ,

পারস্পরিক আদান-প্রদান এবং সহযোগিতার মাধ্যমে সভ্যতা সমৃদ্ধ হয়। সেই লক্ষ্যে বিশ্বের অন্যান্য দেশের অংশগ্রহণকারীরা এখানে এসেছেন। আমাদের এই অংশীদারিত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি এ ধরনের অনুষ্ঠানকে আরও ছড়িয়ে দিতে চাই। আরও বেশি সংখ্যক দেশকে একত্রিত করতে চাই। আমার দৃঢ় বিশ্বাস, সেই লক্ষ্যে এটি এক গুরুত্বপূর্ণ সূচনা হতে চলেছে। আপনাদের অসংখ্য ধন্যবাদ।

(প্রধানমন্ত্রী মূল ভাষণটি দিয়েছেন হিন্দিতে)

 

SSS/MP/SB


(रिलीज़ आईडी: 2179894) आगंतुक पटल : 13
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Marathi , Manipuri , Assamese , Punjabi , Gujarati , Odia , Tamil , Telugu , Kannada , Malayalam