কেন্দ্রীয়মন্ত্রিসভা
azadi ka amrit mahotsav

পাঁচ বছরের জন্য ৮১.৩৫ কোটি সুবিধাপ্রাপককে বিনামূল্যে খাদ্যশস্য : কেন্দ্রীয় মন্ত্রিসভার সিদ্ধান্ত

Posted On: 29 NOV 2023 2:26PM by PIB Kolkata

নয়াদিল্লি, ২৯ নভেম্বর, ২০২৩

 

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর পৌরোহিত্যে কেন্দ্রীয় মন্ত্রিসভা প্রধানমন্ত্রী গরীব কল্যাণ অন্ন যোজনার আওতায় ১ জানুয়ারি, ২০২৪ থেকে পাঁচ বছরের জন্য ৮১.৩৫ কোটি সুবিধাপ্রাপককে বিনামূল্যে খাদ্যশস্য দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। 

এই ঐতিহাসিক সিদ্ধান্তের ফলে প্রধানমন্ত্রী গরীব কল্যাণ অন্ন যোজনা বিশ্বের বৃহত্তম সামাজিক কল্যাণমূলক প্রকল্পগুলির অন্যতম হয়ে উঠল। এজন্য পাঁচ বছরে আনুমানিক মোট ১১.৮০ লক্ষ কোটি টাকা খরচ হবে। 

দেশের মানুষের খাদ্য ও পুষ্টি চাহিদা পূরণ করতে সুদক্ষ ও সুনির্দিষ্ট কল্যাণমূলক কর্মসূচি প্রণয়নের যে অঙ্গীকার প্রধানমন্ত্রী নিয়েছেন, এই সিদ্ধান্ত তারই প্রতিফলন। অমৃতকালে খাদ্য সুরক্ষা সুনিশ্চিত করার লক্ষ্যে এমন বিপুল মাত্রার এই উদ্যোগ উচ্চাকাঙ্ক্ষী ও উন্নত ভারত গঠনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। 

প্রধানমন্ত্রী গরীব কল্যাণ অন্ন যোজনার আওতায় ধান, গম ও দানাশস্য পাঁচ বছর ধরে বিনামূল্যে দেওয়ার এই উদ্যোগ দেশের খাদ্য সুরক্ষাকে আরও মজবুত করবে এবং গরীব ও প্রান্তিক মানুষের আর্থিক দায়ভার কমাবে। সমস্ত রাজ্য/কেন্দ্রশাসিত অঞ্চলে ৫ লক্ষেরও বেশি রেশন দোকানের নেটওয়ার্কের মাধ্যমে বিনামূল্যে এই খাদ্যশস্য বিলি করা হবে। 

‘এক জাতি এক রেশন কার্ড’ প্রকল্পের আওতায় সুবিধাপ্রাপকরা দেশের যে কোনও রেশন দোকান থেকে বিনামূল্যে তাঁদের প্রাপ্য খাদ্যশস্য তুলতে পারবেন। পরিযায়ী শ্রমিকরা এর ফলে ব্যাপকভাবে উপকৃত হবেন। 

সরকারের এই উদ্যোগের ফলে ভর্তুকিবাবদ আনুমানিক ১১.৮০ লক্ষ কোটি টাকা খরচ হবে। 

৩৫ কেজি ধানের খরচ ১,৩৭১ টাকা, ৩৫ কেজি গম কিনতে লাগে ৯৪৬ টাকা। এর পুরোটাই সরকার বহন করবে এবং সম্পূর্ণ বিনামূল্যে এই খাদ্যশস্য অন্ত্যোদয় পরিবারগুলিকে দেওয়া হবে। 

ঐতিহাসিক এই সিদ্ধান্তের মধ্য দিয়ে দেশের খাদ্য ও পুষ্টি সুরক্ষা মজবুত করার যে অঙ্গীকার প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী নিয়েছেন, তার প্রতিফলন ঘটেছে। 

 

SSS/SD/DM..


(Release ID: 2179493) Visitor Counter : 4