যোগাযোগওতথ্যপ্রযুক্তিমন্ত্রক
১৫ অক্টোবর ২০২৫ থেকে আমেরিকায় আন্তর্জাতিক ডাক পরিষেবা চালু করছে ভারত
Posted On:
14 OCT 2025 4:27PM by PIB Kolkata
নয়াদিল্লি, ১৪ অক্টোবর, ২০২৫
ভারত সরকারের যোগাযোগ মন্ত্রকের অধীনস্থ ডাক বিভাগ ১৫ অক্টোবর, ২০২৫ থেকে আমেরিকায় সমস্ত ধরনের আন্তর্জাতিক ডাক পরিষেবা চালু করতে চলেছে।
এক বিজ্ঞপ্তিতে যোগাযোগ মন্ত্রক জানিয়েছে, আমেরিকার শুল্ক বিভাগ ও বর্ডার প্রোটেকশনের সঙ্গে সমন্বয় রেখে উপযুক্ত শুল্ক দিয়ে পার্সেল/ চিঠি পৌঁছে দেওয়ার লক্ষ্যে যথাযথ ব্যবস্থা গড়ে তোলা হয়েছে।
যোগাযোগ মন্ত্রক জানিয়েছে, নতুন ব্যবস্থার ফলে ডাক পরিষেবায় আরও গতি আসবে। সেইসঙ্গে বাড়তি মাশুল ছাড়াই চিঠিপত্র এবং অন্যান্য সামগ্রী নির্ধারিত ঠিকানায় পৌঁছে যাবে।
মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এক প্রশাসনিক নির্দেশে অতিরিক্ত শুল্ক আরোপ সংক্রান্ত ঘোষণার পর ২২ অগাস্ট ২০২৫-এ এই
সেদেশে ডাক পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছিল ভারত।
সিদ্ধান্ত অনুযায়ী, ভারত থেকে আমেরিকায় যে জিনিস পাঠানো হবে, তার মূল্যের ৫০ শতাংশ হবে আমদানি শুল্ক। তবে ক্যুরিয়ার পরিষেবার মতো ক্ষেত্রে শুল্ক বা অতিরিক্ত কোনও মূল্য আদায় করা হবে না।
দেশের যে কোনও ডাকঘর, আন্তর্জাতিক বিজনেস সেন্টার, ডাকঘর নির্যাত কেন্দ্র (ডিএনকে) অথবা http://www.indiapost.gov.in/ এর মাধ্যমে গ্রাহকরা ডিইএমএস, এয়ার পার্সেল, রেজিস্টার্ড চিঠি/প্যাকেট আমেরিকায় পাঠাতে পারবেন। এই পদক্ষেপের ফলে আন্তর্জাতিক ডাক পরিষেবা এবং রপ্তানি লজিস্টিক নেটওয়ার্কের ক্ষেত্রে ভারত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে চলেছে।
SSS/MP/NS….
(Release ID: 2179473)
Visitor Counter : 13