কেন্দ্রীয়মন্ত্রিসভা
azadi ka amrit mahotsav

মৎস্য ক্ষেত্রের অতিক্ষুদ্র ও ক্ষুদ্র উদ্যোগের জন্য প্রধানমন্ত্রী মৎস্য সম্পদের অধীনে কেন্দ্রের "প্রধানমন্ত্রী মৎস্য কিষাণ সমৃদ্ধি সহ-যোজনা (PM-MKSSY)" অনুমোদন করল মন্ত্রিসভা; আগামী ৪ বছরে ৬ হাজার কোটি টাকারও বেশি বিনিয়োগের পরিকল্পনা করা হয়েছে

Posted On: 08 FEB 2024 8:58PM by PIB Kolkata

নতুন দিল্লি, ৮ ফেব্রুয়ারি, ২০২৪   

 


প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর পৌরোহিত্যে কেন্দ্রীয় মন্ত্রিসভা "প্রধানমন্ত্রী মৎস্য কিষাণ সমৃদ্ধি সহ-যোজনা (PM-MKSSY)" অনুমোদন করেছে। এটি  প্রধানমন্ত্রী মৎস্য সম্পদের অধীনে একটি কেন্দ্রীয় প্রকল্প। ২০২৩-২৪ অর্থবছর থেকে ২০২৬-২৭ অর্থবছর পর্যন্ত আগামী চার (৪) বছরের মধ্যে ৬,০০০ কোটি টাকার বেশি বিনিয়োগের মাধ্যমে মৎস্য ক্ষেত্রকে সহায়তা করবে। 


এই প্রকল্পটি PMMSY-এর কেন্দ্রীয় প্রকল্পের অধীনে একটি যোজনা, যার আনুমানিক ব্যয় ৬,০০০ কোটি টাকা। এর মধ্যে ৫০% অর্থাৎ ৩,০০০ কোটি টাকা বিশ্বব্যাংক এবং AFD আর্থিক সহায়তার পাশাপাশি,  সরকারি অর্থায়ন এর সংস্থান থাকবে।  বাকি ৫০% অর্থাৎ ৩,০০০ কোটি টাকা সুবিধাভোগী/বেসরকারি ক্ষেত্রগুলি বিনিয়োগ করবে। ২০২৩-২৪ অর্থবছর থেকে ২০২৬-২৭ অর্থবছর পর্যন্ত ৪ (চার) বছরের জন্য সমস্ত রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে এটি  বাস্তবায়িত হবে।    
এই প্রকল্পের সুবিধাপ্রাপকরা হলঃ- 
১/ মৎস্যজীবী, মৎস্য কর্মী, মৎস্য বিক্রেতা এবং সেই সব ব্যক্তি,  যারা সরাসরি মৎস্য মূল্য শৃঙ্খলে জড়িত।

২/ ভারতে নিবন্ধিত মালিকানাধীন সংস্থা, অংশীদারিত্ব সংস্থা এবং সমিতি, সীমিত দায়বদ্ধতা অংশীদারিত্ব , সমবায়, ফেডারেশন, গ্রাম পর্যায়ের সংগঠন যেমন স্বনির্ভর গোষ্ঠী , মৎস্য চাষী উৎপাদক সংস্থা  এবং মৎস্য চাষের মূল্য শৃঙ্খলে জড়িত স্টার্টআপ আকারে ক্ষুদ্র ও ক্ষুদ্র উদ্যোগ।

৩/ FFPO-তে কৃষক উৎপাদক সংস্থাও অন্তর্ভুক্ত। 

৪/ মৎস্য বিভাগ এবং কেন্দ্রীয় সরকার দ্বারা লক্ষ্যবস্তু সুবিধাভোগী হিসাবে অন্তর্ভুক্ত করা যেতে পারে এমন অন্য কোনও সুবিধাভোগী।


*******

SSS/ CB


(Release ID: 2177691) Visitor Counter : 8