প্রধানমন্ত্রীরদপ্তর
স্মার্ট ইন্ডিয়া হ্যাকাথন ২০২৪-এ অংশগ্রহণকারীদের সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কথোপকথন
Posted On:
11 DEC 2024 7:03PM by PIB Kolkata
নয়াদিল্লি, ১১ ডিসেম্বর, ২০২৪
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী স্মার্ট ইন্ডিয়া হ্যাকাথন ২০২৪-এর ফাইনাল পর্বে তরুণ উদ্ভাবকদের সামনে ভিডিও কনফারেন্সিং-এর মাধ্যমে কথোপকথনে যোগ দেন। এই উপলক্ষ্যে আয়োজিত সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রী লালকেল্লার প্রাকার থেকে তাঁর ভাষণে সবকা প্রয়াসের কথা পুনরায় ব্যক্ত করেন। তিনি বলেন, আজকের ভারত সবকা প্রয়াস অর্থাৎ সকলের প্রচেষ্টাকে সঙ্গে নিয়ে অনেক দ্রুতগতিতে এগিয়ে যেতে পারে। স্মার্ট ইন্ডিয়া হ্যাকাথনের চূড়ান্ত পর্বের ফলাফলের দিকে আমি অধীর আগ্রহে তাকিয়ে রয়েছি। তরুণ উদ্ভাবকদের মধ্যে এই জাতীয় অুষ্ঠান নতুন উদ্ভাবনের সুযোগ করে দেয় বলে তিনি মন্তব্য করেন। এই জাতীয় উদ্ভাবন চ্যালেঞ্জ কাটিয়ে উঠে সমাধান সূত্রের পথ রচনা করে। অতীতে হ্যাকাথনের ফলাফল কখনও তাঁকে নিরাশ করেনি বলে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, বিভিন্ন মন্ত্রক এই সমাধান সূত্রকে ব্যবহার করছে।
প্রধানমন্ত্রী শ্রীনগরে নোডাল সেন্টার এনআইটি-র বিগ ব্রেইন টিমের সঙ্গে কথা বলেন। সামাজিক ন্যায় এবং ক্ষমতায়ন দপ্তরের দেওয়া এক সমস্যার সমাধান সূত্র গড়তে তাঁরা ভার্চুয়াল রিয়েলিটি ফ্রেন্ডস নামে এক যন্ত্রের ওপরে কাজ করছেন। অটিজম আক্রান্ত বা বৌদ্ধিক ক্ষেত্রে অন্যভাবে সক্ষম শিশুদের সমাধানের পথ বলে দেবে এটি। স্মার্ট ফোন ব্যবহারে সক্ষম দিব্যাঙ্গদের কাছে তা এক বন্ধু হিসেবে কাজ করবে। শ্রীমতী সাইদা বলেন, এই যন্ত্র ব্যবহার করে তারা ঠিক-ভুল নির্ণয় করতে পারবে এবং সাধারণ জীবনস্রোতের সঙ্গে যুক্ত হতে পারবে। এই জাতীয় শিশুদের সঙ্গে আলাপচারিতায় তারা তাদের সমস্যা বোঝার চেষ্টা করেছেন কিনা প্রধানমন্ত্রী জানতে চাইলে সাইদা বলেন, তার দলে এক সদস্যের নিকটাত্মীয় এই জাতীয় সমস্যা আক্রান্ত এবং বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গেও তাদের কথা হয়েছে। ইয়েমেন থেকে কম্পিউটার সায়ন্স এবং ইঞ্জিনিয়ারিং পাঠরত এক ছাত্র মহম্মদ আলি স্মার্ট ইন্ডিয়া হ্যাকাথনের মতো উদ্যোগ নেওয়ার জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান। তিনি প্রধানমন্ত্রীকে আশ্বাস দিয়ে বলেন, তাদের এই সমাধান লক্ষ লক্ষ শিশুকে আশার ভবিষ্যত দেখাবে।
ডোনাল সেন্টার আইআইটি খরগপুরে হ্যাক ড্রিমার দলের প্রধানের সঙ্গে প্রধানমন্ত্রী সাইবার সুরক্ষা বিষয়ে কথা বলেন। ন্যাশনাল টেকনিক্যাল রিসার্চ অর্গানাইজেশন ভারতে সাইবার আক্রমণের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় তাদের সমাধান সূত্র বের করতে বলেছেন। প্রধানমন্ত্রী তাঁর সাম্প্রতিক মন-কি-বাত-এর ভাষণে সাইবার জালিয়াতির প্রসঙ্গে উল্লেখ করে বলেন, দেশের বিরাট জনসংখ্যা এর প্রভাবে আক্রান্ত।
গুজরাটের টেকনিক্যাল ইউনিভার্সিটির টিম কোড ব্রো প্রধানমন্ত্রীকে জানান, ইসরোর দেওয়া একটি সমস্যার সমাধান সূত্র বের করতে তারা কাজ করছেন। চাঁদের দক্ষিণ মেরুতে অন্ধকার ছায়াকে প্রসারিত করার লক্ষ্যে এই কাজ দলের এক সদস্য একে চাঁদ বন্ধনি আখ্যা দিয়ে বলেন, এই ছায়াকে বাড়ানো সম্ভব হলে সিদ্ধান্ত গ্রহণের পথ আরও সহজ হয়ে যাবে। প্রধানমন্ত্রী বলেন, সারা বিশ্ব ভারতের মহাকাশ যাত্রা অনেক আশার সঙ্গে দেখছে এবং মেধাবী যুব সমাজ তার বিশ্বাস রাখবে বলে প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেন। বিশ্ব মহাকাশ প্রযুক্তি শক্তি ক্ষেত্রে ভারত তার ভূমিকা আরও প্রসারিত করছে বলে প্রধানমন্ত্রী জানান।
মুম্বই-এ ওয়েলিংকার ইন্সটিটিউট অফ ম্যানেজমেন্ট ডেভলপমেন্ট অ্যান্ড রিসার্চের মিস্টিক অরিজিনালসের দলনেতা জানান, ভারত ইলেকট্রনিক্স লিমিটেডের দেওয়া এক সমস্যার সমাধান সূত্র নিয়ে তারা কাজ করছেন যার নাম তারা দিয়েছেন মাইক্রো ডপলার, পাখি না ড্রোন সে বিষয়টি এর মাধ্যমে অনায়াসে চিহ্নিত করা সম্ভব হবে। প্রধানমন্ত্রী দেশের বিভিন্ন ক্ষেত্রে ড্রোন প্রযুক্তি ব্যবহারের কথা বলেন। এপ্রসঙ্গে তিনি নম ড্রোন দিদি প্রকল্পেরও উল্লেখ করেন। দেশের দুর্গম এলাকায় ওষুধ এবং অত্যাবশ্যক সরবরাহের ক্ষেত্রে ড্রোনের ব্যবহারযোগ্যতা নিয়েও কথা বলেন তিনি।
বেঙ্গালুরুর নিউ হরাইজন কলেজ অফ ইঞ্জিনিয়ারিং-এ নির্বানা ওয়ান দলনেতা প্রধানমন্ত্রীকে জানান, জলশক্তি মন্ত্রকের দেওয়া একটি সমস্যা নিয়ে তারা কাজ করছেন, এতে জলের দূষণ কমানো যাবে এবং নদী পুনরুজ্জীবনের ক্ষেত্রে তা সাহায্যকারীর ভূমিকা পালন করবে। তিনি প্রধানমন্ত্রীকে জানান, কোন শিল্প সর্বাধিক নদী জলদূষণের কারণ হয়ে দাঁড়াচ্ছে তা চিহ্নিত করা তাদের উদ্ভাবিত প্রযুক্তির মাধ্যমে সম্ভব হবে।
প্রধানমন্ত্রী অংশগ্রহণকারী সকলকে ধন্যবাদ জানান এবং বলেন যে, তাদের সঙ্গে কথা বলে তিনি আনন্দিত। জ্ঞান, উদ্ভাবন এবং তারুণ্যের শক্তিতে ভারতের ভবিষ্যৎ পথ রচিত হচ্ছে। ভারত বিশ্বে সর্বাধিক প্রগতিশীল উদ্ভাবনী দেশ হিসেবে গড়ে উঠুক, সকলে দেখতে চায় ভারতের প্রযুক্তি শক্তি এবং তারুণ্যের শক্তিতে সমগ্র বিশ্ব আস্থাশীল বলে তিনি জানান। শুরু থেকে এপর্যন্ত স্মার্ট ইন্ডিয়া হ্যাকাথনে ১৪ লক্ষ ছাত্র-ছাত্রী যোগ দিয়েছেন। ২ লক্ষ টিমে ভাগ হয়ে ৩,০০০ সমস্যার সমাধান নিয়ে তারা কাজ করেছে। বিগত সাতটি হ্যাকাথন থেকে উঠে আসা নানা সমাধান সূত্র দেশের নানা মৌলিক সমস্যার সমাধানে পথ দেখাচ্ছে বলেও প্রধানমন্ত্রী জানিয়েছেন।
এবছর ৫৪-টি মন্ত্রক, দপ্তর, রাজ্য সরকার, রাষ্ট্রায়ত্ত্ব সংস্থা এবং শিল্পক্ষেত্রের পক্ষ থেকে ২৫০-টি সমস্যা এই স্মার্ট হ্যাকাথনের কাছে রাখা হয়েছে।
SSS/ AB /AG
(Release ID: 2177657)
Visitor Counter : 8
Read this release in:
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Assamese
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Tamil
,
Telugu
,
Kannada
,
Malayalam