প্রধানমন্ত্রীরদপ্তর
azadi ka amrit mahotsav

প্রধানমন্ত্রী ২৬ ডিসেম্বর নয়াদিল্লিতে বীর বাল দিবস অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন

Posted On: 25 DEC 2024 1:58PM by PIB Kolkata

নয়াদিল্লি, ২৫ ডিসেম্বর ২০২৪

 

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ২৬ ডিসেম্বর ২০২৪-এ বীর বাল দিবস অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন। এটি একটি জাতীয় উদযাপন, যেখানে শিশুদের ভারতের ভবিষ্যতের ভিত্তি হিসেবে সম্মান জানানো হয়। অনুষ্ঠানটি প্রায় দুপুর ১২টায় ভারত মণ্ডপমে, নয়াদিল্লিতে অনুষ্ঠিত হবে। প্রধানমন্ত্রী এ উপলক্ষে উপস্থিত জনতার উদ্দেশে ভাষণও দেবেন।

প্রধানমন্ত্রী ‘সুপুষ্ট গ্রাম পঞ্চায়েত অভিযান’ উদ্বোধন করবেন। এই উদ্যোগের লক্ষ্য হল পুষ্টি সংক্রান্ত পরিষেবাগুলির কার্যকারিতা বাড়িয়ে এবং সক্রিয় সমাজিক অংশগ্রহণ নিশ্চিত করে পুষ্টি ও সুস্থতার ফলাফল উন্নত করা।

দেশব্যাপী বিভিন্ন উদ্যোগ চালানো হবে, যাতে তরুণ মনের অংশগ্রহণ নিশ্চিত করা যায়, দিবসটির গুরুত্ব সম্পর্কে সচেতনতা বৃদ্ধি পায় এবং সাহস ও দেশের প্রতি নিবেদনমূলক মনোভাব প্রচারিত হয়। MyGov ও MyBhyarat পোর্টালের মাধ্যমে ইন্টারেক্টিভ কুইজসহ একাধিক অনলাইন প্রতিযোগিতা আয়োজন করা হবে। স্কুল, শিশু যত্ন প্রতিষ্ঠান ও অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলিতে গল্পকথা, লেখালিখি, পোস্টার তৈরি ইত্যাদি রোমাঞ্চকর কার্যক্রম পরিচালিত হবে।

প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় বাল পুরস্কার (PMRBP) প্রাপ্ত শিশুরা অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।

 

*****
SSS/SS


(Release ID: 2177562) Visitor Counter : 7