প্রধানমন্ত্রীরদপ্তর
azadi ka amrit mahotsav

দেশের সমস্ত দিব্যাঙ্গ ভাই-বোনদের মর্যাদা ও আত্মসম্মানের জন্য ভারত সরকার সর্বদা অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী

प्रविष्टि तिथि: 03 DEC 2024 7:09PM by PIB Kolkata

নয়াদিল্লি, ৩ ডিসেম্বর ২০২৪

 

আন্তর্জাতিক দিব্যাঙ্গ দিবসে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী নিজস্ব পোস্টে সরকারের দিব্যঙ্গ নাগরিকদের মর্যাদা ও আত্মসম্মানের প্রতি অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন।

এক্স-হ্যান্ডেলে শ্রী মোদী লিখেছেন:

“দেশের সমস্ত দিব্যাঙ্গ ভাই-বোনদের সম্মান ও আত্মসম্মান রক্ষার জন্য আমাদের সরকার প্রতিশ্রুতিবদ্ধ। গত ১০ বছরে তাদের জন্য আমরা যে নীতি প্রণয়ন ও সিদ্ধান্ত নিয়েছি, তা এ কথার সরাসরি প্রমাণ। আজ আন্তর্জাতিক দিব্যঙ্গ দিবসে তাদের উদ্দেশ্যে আমার কিছু শব্দ…”

“এক দশক ধরে আমাদের দিব্যাঙ্গ ভাই-বোনদের ক্ষমতায়ন করার কাজ চলছে! #9YearsOfSugamyaBharat-কে স্মরণীয় করে একটি পোস্ট লিখলাম।”

 

***
SSS/SS


(रिलीज़ आईडी: 2177479) आगंतुक पटल : 18
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: Telugu , English , Urdu , Marathi , हिन्दी , Manipuri , Assamese , Punjabi , Gujarati , Odia , Tamil , Kannada , Malayalam