কেন্দ্রীয়মন্ত্রিসভা
azadi ka amrit mahotsav

রিঅ্যাডজাস্টমেন্ট অফ রিপ্রেজেন্টেশন অফ শিডিউল্ড ট্রাইবস ইন অ্যাসেম্বলি কনস্টিটিউয়েনসিজ অফ দ্য গোয়া বিল, ২০২৪ পেশ অনুমোদন করেছে কেন্দ্রীয় মন্ত্রিসভা

Posted On: 07 MAR 2024 8:32PM by PIB Kolkata

নয়াদিল্লি, ৭ মার্চ, ২০২৪

 

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর পৌরোহিত্যে কেন্দ্রীয় মন্ত্রিসভা সংসদে রিঅ্যাডজাস্টমেন্ট অফ রিপ্রেজেন্টেশন অফ শিডিউল্ড ট্রাইবস ইন অ্যাসেম্বলি কনস্টিটিউয়েনসিজ অফ দ্য গোয়া বিল, ২০২৪ পেশ করার জন্য আইন ও বিচার মন্ত্রকের প্রস্তাব অনুমোদন করেছে। 

গোয়ায় তপশিলি উপজাতির সাংবিধানিক অধিকার সুনিশ্চিত করতে একটি আইন প্রণয়ন অবশ্যম্ভাবী হয়ে পড়ে নির্বাচন কমিশনকে প্রয়োজনীয় ক্ষমতা দিতে যাতে ২০০৮-এর সংসদীয় এবং বিধানসভা আসনের পুনবির্ন্যাস আদেশের সংশোধন করা যায় এবং গোয়ায় বিধানসভা ক্ষেত্রে তপশিলি উপজাতিদের জন্য আসন পুনর্নির্দিষ্ট করা যায়।

প্রস্তাবিত বিলের বৈশিষ্ট্য ;

১. সেন্সাস কমিশনারকে ক্ষমতা দেওয়া হবে ২০০১-এ জনগণনা প্রকাশিত হওয়ার পর তপশিলি উপজাতি হিসেবে ঘোষিত জনসংখ্যার বিষয়টি বিবেচনা করে গোয়ায় তপশিলি উপজাতির জনসংখ্যা নির্ধারণ করার। সেন্সাস কমিশনার জনসংখ্যাটির বিষয়ে বিজ্ঞপ্তি জারি করবেন। সেটিই চূড়ান্ত বলে বিবেচিত হবে। সংবিধানের ৩৩২ অনুচ্ছেদ অনুযায়ী তপশিলি উপজাতির জন্য আনুপাতিক প্রতিনিধিত্বের উদ্দেশ্যে। এক্ষেত্রে পূর্বেকার সমস্ত হিসাব বিবেচনা করা হবে না।

২. এই বিলে ক্ষমতা দেওয়া হয়েছে নির্বাচন কমিশনকে গোয়া বিধানসভায় তপশিলি উপজাতিদের প্রকৃত প্রতিনিধিত্ব দেওয়ার লক্ষ্যে ২০০৮-এর আদেশে প্রয়োজনীয় সংশোধন করার জন্য। 

৩. নির্বাচন কমিশন এক্ষেত্রে তপশিলি উপজাতিদের পুনর্বিবেচিত জনসংখ্যা বিবেচনা করে সংবিধানের ১৭০ এবং ৩৩২ অনুচ্ছেদ ও ডিলিমিটেশন আইন ২০০২-এ ৮ নম্বর ধারা অনুযায়ী বিধানসভা আসনের পুনর্বিন্যাস করতে পারবে।

৪.  বিধানসভা আসনের পুনর্বিন্যাস করার উদ্দেশ্যে নির্বাচন কমিশন নিজস্ব প্রক্রিয়া নির্ধারণ করবে। দেওয়ানি আদালতের মতো কিছু নির্দিষ্ট ক্ষমতা থাকবে তার।

৫. নির্বাচন কমিশনকে ক্ষমতা দেওয়া হবে ডিলিমিটেশন অর্ডারের সংশোধনী এবং তা কার্যকর করার তারিখ গেজেটে প্রকাশ করার। সংশোধিত ডিলিমিটেশন অর্ডার প্রযোজ্য হবে না চলতি বিধানসভা ভঙ্গ না হওয়া পর্যন্ত।

৬. প্রস্তাবিত বিলে নির্বাচন কমিশনকে ক্ষমতা দেওয়া হয়েছে উক্ত ডিলিমিটেশন অর্ডারে ভুলভ্রান্তির প্রয়োজনীয় সংশোধন করার জন্য।

 


SC/AP/NS…


(Release ID: 2176985) Visitor Counter : 3