PIB Headquarters
বিকশিত বিল্ডাথন ২০২৫
দেশজুড়ে বিদ্যালয় স্তরের উদ্ভাবকদের জন্য কর্মসূচি
Posted On:
07 OCT 2025 3:19PM by PIB Kolkata
নয়াদিল্লি, ৭ অক্টোবর, ২০২৫
উল্লেখযোগ্য দিকসমূহ
>স্বদেশী, আত্মনির্ভর ভারত, ভোকাল ফর লোকাল এবং সমৃদ্ধ ভারত গড়ে তোলার লক্ষ্যে ১ কোটি পড়ুয়াকে (ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণি) যুক্ত করে ভারতের বৃহত্তম স্কুল হ্যাকাথন।
>১৩ অক্টোবর, ২০২৫-এ দেশজুড়ে সরাসরি সম্প্রচার : লাইভ স্ট্রিমের মাধ্যমে সমস্ত স্কুলের দেশজুড়ে লাইভ বিল্ডাথন।
>১০ জন জাতীয় স্তরের জয়ী, ১০০ জন রাজ্যস্তরের বিজেতা এবং ১০০০ জেলাস্তরের বিজেতার জন্য ১ কোটি টাকার পুরস্কার পুল।
ভূমিকা
বিকশিত ভারত বিল্ডাথন ২০২৫ হল দেশজুড়ে এক উদ্ভাবন আন্দোলন। অটল ইনোভেশন মিশন, নীতি আয়োগের সঙ্গে যৌথভাবে এর আয়োজন করছে শিক্ষা মন্ত্রকের অধীন বিদ্যালয় শিক্ষা ও সাক্ষরতা দপ্তর।
এটি এযাবৎ কালের মধ্যে সবচেয়ে বড় স্কুল হ্যাকাথন, যার লক্ষ্য হল, চারটি ক্ষেত্রে পড়ুয়াদের মধ্যে উৎসাহ গড়ে তোলা। এগুলি হল - স্বদেশী, আত্মনির্ভর ভারত, ভোকাল ফর লোকাল এবং সমৃদ্ধ ভারত।
জাতীয় শিক্ষানীতি (এনইপি) ২০২০-র সঙ্গে সামঞ্জস্য রেখে এই বিল্ডাথনের আয়োজন করা হয়েছে, যাতে পড়ুয়ারা হাতে-কলমে শিক্ষালাভ করতে পারে।
বিল্ডাথন ২০২৫ টাইমলাইন
>২৩ সেপ্টেম্বর, ২০২৫ : মাননীয় শিক্ষামন্ত্রী শ্রী ধর্মেন্দ্র প্রধান বিকশিত ভারত বিল্ডাথনের সূচনা করবেন।
>২৩ সেপ্টেম্বর-১১ অক্টোবর : পোর্টালে নাম নথিভুক্তিকরণ।
>১১ অক্টোবর-১২ অক্টোবর : দল গঠন, নথিভুক্তিকরণ, সেশনের আয়োজন সহ প্রস্তুতিমূলক কার্যকলাপ।
>১৩ অক্টোবর : লাইভ স্ট্রিমের মাধ্যমে সমস্ত স্কুলের দেশজুড়ে লাইভ বিল্ডাথন।
>১৩ অক্টোবর-৩১ অক্টোবর : পোর্টালে স্কুলগুলির নাম পেশ।
>১ নভেম্বর-৩১ ডিসেম্বর : মূল্যায়ন করবে বিশেষজ্ঞদের একটি প্যানেল।
>জানুয়ারি, ২০২৬ : শীর্ষ দলগুলির নাম ঘোষণা ও সম্বর্ধনা।
উল্লেখযোগ্য দিকসমূহ
নাম নথিভুক্তির জন্য সুনির্দিষ্ট পোর্টাল রয়েছে। প্রতিটি দলে ৩-৫ পড়ুয়া থাকবে। একটি স্কুল থেকে অংশগ্রহণকারী দলের সংখ্যার কোনও সীমা নেই। দেশজুড়ে সংবাদ চ্যানেলগুলিতে এই অনুষ্ঠান দেখানো হবে। উচ্চাকাঙ্ক্ষী ব্লক, আদিবাসী এলাকা, প্রত্যন্ত গ্রামের স্কুলগুলির ওপর বিশেষ নজর দেওয়া হবে।
অংশগ্রহণের পদ্ধতি
ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত দেশের সমস্ত পড়ুয়া এতে নাম নথিভুক্ত করতে পারবে। vbb.mic.gov.in –এই লিঙ্কে স্কুলগুলি নাম নথিভুক্ত করতে পারবে। প্রতিটি দলকে চারটি বিল্ডাথন বিষয়ের মধ্যে একটি বেছে নিতে হবে এবং সুনির্দিষ্ট সমস্যা চিহ্নিত করতে হবে। প্রতিটি দলকে সমস্যা এবং সমাধান সম্পর্কে ২-৫ মিনিটের একটি ভিডিও তৈরি করতে হবে। ১৩ অক্টোবর থেকে ৩১ অক্টোবর, ২০২৫-এর মধ্যে এই ভিডিও/প্রকল্পের সারাংশ পোর্টালে আপলোড করতে হবে।
পুরস্কার
প্রতিটি এন্ট্রির মূল্যায়ন করবে বিশেষজ্ঞদের একটি প্যানেল এবং শীর্ষ দলগুলিকে পুরস্কৃত করা হবে। ১০ জন জাতীয় স্তরের জয়ী, ১০০ জন রাজ্যস্তরের বিজেতা এবং ১০০০ জেলাস্তরের বিজেতার জন্য ১ কোটি টাকার পুরস্কারের ব্যবস্থা রাখা হয়েছে।
• Contact for any query: vbb.mic@aicte-india.org
• Registration link: vbb.mic.gov.in
পিডিএফ দেখতে নিচে ক্লিক করুন –
https://static.pib.gov.in/WriteReadData/specificdocs/documents/2025/oct/doc2025107660101.pdf
SSS/MP/DM
(Release ID: 2176829)
Visitor Counter : 44