কেন্দ্রীয়মন্ত্রিসভা
azadi ka amrit mahotsav

মন্ত্রিসভার অনুমোদন: ২০২৪ খরিফ মরসুমে (০১.০৪.২০২৪ থেকে ৩০.০৯.২০২৪) ফসফেটিক ও পটাশিক (পি অ্যান্ড কে) সারের জন্য পুষ্টি ভিত্তিক ভর্তুকি (এনবিএস) হার নির্ধারণ এবং এনবিএস প্রকল্পে তিনটি নতুন সারের মানগত স্তর অন্তর্ভুক্ত

Posted On: 29 FEB 2024 3:36PM by PIB Kolkata

নয়াদিল্লি, ২৯ ফেব্রুয়ারি ২০২৪

 

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর সভাপতিত্বে অনুষ্ঠিত কেন্দ্রীয় মন্ত্রিসভা সার দফতরের প্রস্তাব অনুমোদন করেছে। এর মাধ্যমে ২০২৪ খরিফ মরসুমে (০১ এপ্রিল থেকে ৩০ সেপ্টেম্বর ২০২৪ পর্যন্ত) ফসফেটিক ও পটাশিক (পি অ্যান্ড কে) সারের জন্য পুষ্টি-ভিত্তিক ভর্তুকি (এনবিএস) হার নির্ধারণ করা হয়েছে এবং তিনটি নতুন সারের মানগত স্তর এনবিএস প্রকল্পের আওতায় অন্তর্ভুক্ত করা হয়েছে।
খরিফ ২০২৪ মরসুমের জন্য আনুমানিক বাজেট প্রয়োজন হবে প্রায় ₹২৪,৪২০ কোটি টাকা।

সুবিধাসমূহ:

কৃষকদের জন্য সুলভ ও ভর্তুকিযুক্ত দামে সার প্রাপ্যতা নিশ্চিত করা হবে।

আন্তর্জাতিক বাজারে সার ও কাঁচামালের সাম্প্রতিক মূল্যের ভিত্তিতে পি অ্যান্ড কে সার ভর্তুকির প্রয়োজনীয়তার কারণ ধরা হয়েছে।

নতুন তিনটি সারের মানগত স্তর অন্তর্ভুক্তির মাধ্যমে মাটির সুষম পুষ্টি বজায় রাখতে সহায়তা করবে এবং কৃষকরা তাঁদের জমির প্রয়োজন অনুযায়ী ক্ষুদ্র পুষ্টি সমৃদ্ধ সার বেছে নিতে পারবেন।

বাস্তবায়ন কৌশল:

২০২৪ খরিফ মরসুমে (০১.০৪.২০২৪ থেকে ৩০.০৯.২০২৪) অনুমোদিত এনবিএস হারের ভিত্তিতে পি অ্যান্ড কে সার-এর ওপর ভর্তুকি দেওয়া হবে। কৃষকদের কাছে এই সারগুলি সহজলভ্য ও সুলভ হবে।

পটভূমি:

সরকার বর্তমানে কৃষকদের জন্য ভর্তুকিযুক্ত মূল্যে ২৫ প্রকারের পি অ্যান্ড কে সার সরবরাহ করে। এগুলি দেশীয় উৎপাদক ও আমদানিকারকদের মাধ্যমে বিতরণ হয়। পি অ্যান্ড কে সার-এর ভর্তুকি ০১.০৪.২০১০ থেকে এনবিএস প্রকল্পের অধীনে পরিচালিত হচ্ছে। কৃষক-বান্ধব দৃষ্টিভঙ্গি বজায় রেখে সারগুলি কৃষকদের কাছে যুক্তিসঙ্গত মূল্যে পৌঁছে দিতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। ইউরিয়া, ডিএপি, এমওপি এবং সালফারের আন্তর্জাতিক মূল্যের সাম্প্রতিক প্রবণতা বিবেচনা করে সরকার ২০২৪ খরিফ মরসুমের জন্য ফসফেটিক ও পটাশিক সারের এনবিএস হার অনুমোদন করেছে (প্রযোজ্য ০১.০৪.২০২৪ থেকে ৩০.০৯.২০২৪)। এছাড়া, এনবিএস প্রকল্পের অধীনে তিনটি নতুন সারের মানগত স্তর যুক্ত করারও সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অনুমোদিত ও বিজ্ঞাপিত হারের ভিত্তিতে সার কোম্পানিগুলিকে ভর্তুকি দেওয়া হবে, যাতে কৃষকরা সুলভ দামে সার পেতে পারেন।

 

***
SSS/RS


(Release ID: 2176694) Visitor Counter : 3