রাষ্ট্রপতিরসচিবালয়
রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ ন্যাশনাল ডিফেন্স কলেজের ৬৫-তম কোর্সের সদস্য ও ফ্যাকাল্টির
Posted On:
07 OCT 2025 1:39PM by PIB Kolkata
নয়াদিল্লি, ৭ অক্টোবর ২০২৫
রাষ্ট্রপতি শ্রীমতী দ্রৌপদী মুর্মুর সঙ্গে আজ রাষ্ট্রপতি ভবনে সাক্ষাৎ করেন ন্যাশনাল ডিফেন্স কলেজের ৬৫-তম কোর্সের ফ্যাকাল্টি ও সদস্যরা।
এই উপলক্ষে রাষ্ট্রপতি বলেন, জাতীয় স্বার্থ এবং লক্ষ্যের ওপর ভিত্তি করে যে কোনও দেশের নিরাপত্তা কাঠামো গড়ে ওঠে। এ প্রসঙ্গে তিনি ভারতের মূল্যবোধের পরম্পরার কথা তুলে ধরেন।
রাষ্ট্রপতি বলেন, ‘অপারেশন সিঁদুর’-এর সময় আমাদের সেনাবাহিনীর শক্তি এবং কৌশলগত দূরদৃষ্টির প্রমাণ মিলেছে, যার ফলশ্রুতিতে আমাদের সেনাবাহিনী সীমান্ত পেরিয়ে জঙ্গিদের ঘাঁটিগুলি ধ্বংস করতে সক্ষম হয়েছে।
রাষ্ট্রপতির ভাষণে ভূ-রাজনৈতিক পট পরিবর্তন এবং সুরক্ষার প্রসঙ্গও উঠে আসে। তিনি ন্যাশনাল ডিফেন্স কলেজের ভূমিকারও প্রশংসা করেন। উন্নত বোঝাপড়া, পারস্পরিক সহযোগিতা এবং যথাযথ যোগসূত্রের মাধ্যমে এই কর্মসূচি সফল হবে বলে আশা প্রকাশ করেন রাষ্ট্রপতি।
রাষ্ট্রপতির ভাষণটি দেখতে নিচের লিঙ্কে ক্লিক করুন –
https://static.pib.gov.in/WriteReadData/specificdocs/documents/2025/oct/doc2025107660001.pdf
SSS/MP/DM.
(Release ID: 2176075)
Visitor Counter : 5