প্রধানমন্ত্রীরদপ্তর
azadi ka amrit mahotsav

বোড়োল্যান্ড টেরিটোরিয়াল কাউন্সিলের প্রধান নির্বাহী সদস্য হিসেবে শপথ গ্রহণে হগ্রামা মহিলারিকে প্রধানমন্ত্রী’র অভিনন্দন

Posted On: 05 OCT 2025 4:14PM by PIB Kolkata

নয়াদিল্লি, ০৫ অক্টোবর ২০২৫

 

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ বোড়োল্যান্ড টেরিটোরিয়াল কাউন্সিল (বিটিসি)-এর প্রধান নির্বাহী সদস্য (সিইএম) হিসেবে শপথ নেওয়ায় শ্রী হগ্রামা মহিলারিকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন। প্রধানমন্ত্রী আশ্বাস দিয়েছেন যে কেন্দ্র ও অসম সরকার উভয়ই বিটিসি প্রশাসনকে পূর্ণ সহযোগিতা প্রদান করবে এবং মহামান্য বোড়োফা উপেন্দ্রনাথ ব্রহ্মর স্বপ্ন বাস্তবায়নে একসঙ্গে কাজ করে যাবে।

এক্স হ্যান্ডেলে শ্রী মোদী লিখেছেন:

“বোড়োল্যান্ড টেরিটোরিয়াল কাউন্সিলের প্রধান নির্বাহী সদস্য হিসেবে শপথ নেওয়ায় শ্রী হগ্রামা মহিলারিকে আন্তরিক শুভেচ্ছা জানাই। তাঁর ও তাঁর দলের সফল মেয়াদের জন্য রইল শুভকামনা। কেন্দ্র ও অসম সরকার বিটিসি প্রশাসনের পাশে থাকবে, যাতে সকলে মিলে মহান বোড়োফা উপেন্দ্রনাথ ব্রহ্মর স্বপ্ন পূরণ করা যায় এবং একইসঙ্গে সর্বাঙ্গীণ উন্নয়ন নিশ্চিত করা যায়"।

@HagramaOnline”

https://x.com/narendramodi/status/1974774510139191509


**
SSS/RS


(Release ID: 2175183) Visitor Counter : 3