রাষ্ট্রপতিরসচিবালয়
azadi ka amrit mahotsav

বিজয়া দশমীর প্রাক্কালে রাষ্ট্রপতির শুভেচ্ছা

Posted On: 01 OCT 2025 5:08PM by PIB Kolkata

নয়াদিল্লি, ১ অক্টোবর, ২০২৫

 

রাষ্ট্রপতি শ্রীমতী দ্রৌপদী মুর্মু বিজয়া দশমীর প্রাক্কালে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন।

এক বার্তায় রাষ্ট্রপতি বলেছেন, "বিজয়াদশমীর এই পবিত্র লগ্নে আমি সব সহ-নাগরিককে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই।

অধর্মের বিরুদ্ধে ধর্মের বিজয়ের প্রতীক বিজয়াদশমী উৎসব, আমাদের সত্য ও ন্যায়ের পথ অনুসরণ করতে অনুপ্রাণিত করে। দেশের বিভিন্ন অংশে রাবণ দহন এবং দুর্গাপূজা হিসাবে উদযাপিত এই উৎসবের মধ্যে আমাদের জাতীয় মূল্যবোধের প্রতিফলন ঘটেছে। এই উৎসব আমাদের রাগ ও অহঙ্কারের মতো নেতিবাচক প্রবণতা ত্যাগ করতে এবং সাহস ও সংকল্পের মতো ইতিবাচক প্রবণতাগুলিকে আত্মস্থ করারও শিক্ষা দেয়।

এই উৎসব যেন আমাদের এমন একটি সমাজ ও দেশ গড়তে অনুপ্রাণিত করে, যেখানে ন্যায়বিচার, সাম্য ও সম্প্রীতির ধারণায় অনুপ্রাণিত হয়ে সবাই একসঙ্গে এগিয়ে যেতে পারে।

রাষ্ট্রপতির বার্তা দেখতে এখানে ক্লিক করুন

https://static.pib.gov.in/WriteReadData/specificdocs/documents/2025/oct/doc2025101655101.pdf

 

SC/SD/NS…


(Release ID: 2174098) Visitor Counter : 4