কেন্দ্রীয়মন্ত্রিসভা
azadi ka amrit mahotsav

ডিএসআইআর-এর “সক্ষমতা নির্মাণ ও মানবসম্পদ বিকাশ” প্রকল্পে অনুমোদন মন্ত্রিসভার, বরাদ্দ ২২৭৭.৩৯৭ কোটি টাকা

Posted On: 24 SEP 2025 3:25PM by PIB Kolkata

নয়াদিল্লি, ২৪ সেপ্টেম্বর, ২০২৫

 

বিজ্ঞান ও শিল্প গবেষণা দপ্তর / কাউন্সিল অফ সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ (ডিএসআইআর / সিএসআইআর)-এর “সক্ষমতা নির্মাণ ও মানবসম্পদ বিকাশ” প্রকল্পে অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভা। আজ প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর সভাপতিত্বে অনুষ্ঠিত কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে ১৫তম অর্থ কমিশনের মেয়াদকালে (২০২১-২২ থেকে ২০২৫-২৬ পর্যন্ত) এই প্রকল্পে ২২৭৭.৩৯৭ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। 

প্রকল্পটি রূপায়িত করবে সিএসআইআর এবং দেশের সমস্ত গবেষণা ও উন্নয়ন সংস্থা, জাতীয় পরীক্ষাগার, উল্লেখযোগ্য জাতীয় প্রতিষ্ঠান এবং বিশ্ববিদ্যালয়গুলিকে এই প্রকল্পের আওতায় আনা হয়েছে। বিশ্ববিদ্যালয়, শিল্পজগত, জাতীয় গবেষণা ও উন্নয়ন ল্যাবরেটরি এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে তরুণ মেধাবী গবেষকদের উৎসাহিত করার লক্ষ্যে এই উদ্যোগ নেওয়া হয়েছে। 

বিজ্ঞান ও প্রযুক্তি ক্ষেত্রে গবেষণা ও উন্নয়নের ওপর গত এক দশক ধরে বিশেষ গুরুত্ব দিয়ে আসছে কেন্দ্রীয় সরকার। ২০২৪-এ বিশ্ব উদ্ভাবন সূচক (জিআইআই)-এ ভারত ৩৯তম স্থানে উঠে এসেছে। প্রধানমন্ত্রীর নেতৃত্বে আগামীদিনে এই সাফল্য অব্যাহত থাকবে। ডিএসআইআর প্রকল্পে হাজার হাজার গবেষক ও বিজ্ঞানীকে সহায়তা প্রদান করা হবে, যাঁদের কাজের মাধ্যমে দেশের বিজ্ঞান ও প্রযুক্তি ক্ষেত্রে ভারত উল্লেখযোগ্য স্বাক্ষর রাখবে। 

“সক্ষমতা নির্মাণ ও মানবসম্পদ বিকাশ” কর্মসূচির আওতায় চারটি উপ-প্রকল্প রয়েছে। এগুলি হল – (১) ডক্টরেট ও ডক্টরেট-পরবর্তী ফেলোশিপ, (২) এক্সট্রামুরাল রিসার্চ স্কিম, দ্য এমেরিটাস সায়েন্টিস্ট স্কিম ও ভাটনগর ফেলোশিপ কর্মসূচি (৩) পুরস্কার প্রদানের মাধ্যমে উৎকর্ষতার স্বীকৃতি, (৪) ভ্রমণ ও সিম্পোজিয়া গ্র্যান্ট স্কিমের মাধ্যমে জ্ঞানের আদান-প্রদান।

 

SC/MP/DM


(Release ID: 2170816) Visitor Counter : 9