কেন্দ্রীয়মন্ত্রিসভা
azadi ka amrit mahotsav

স্নাতক ও স্নাতকোত্তর স্তরে ডাক্তারিতে আসন সংখ্যা বৃদ্ধি নিয়ে কেন্দ্রীয় মন্ত্রিসভার অনুমোদন

Posted On: 24 SEP 2025 3:27PM by PIB Kolkata

নয়াদিল্লি, ২৪ সেপ্টেম্বর, ২০২৫

 

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর সভাপতিত্বে অনুষ্ঠিত কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে আজ ডাক্তারিতে আসন সংখ্যা বৃদ্ধি নিয়ে অনুমোদন দেওয়া হয়েছে। মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, রাজ্য সরকার, কেন্দ্রীয় সরকারি মেডিক্যাল কলেজ / স্বশাসিত স্নাতকোত্তর প্রতিষ্ঠান / সরকারি হাসপাতালগুলিতে ৫,০০০ স্নাতকোত্তর পর্যায়ের আসন এবং এমবিবিএস-এ ৫,০২৩টি আসন বাড়ানো হবে। এই উদ্যোগের ফলে দেশে চিকিৎসকের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে। 

এই দুটি প্রকল্প রূপায়ণে ২০২৫-২৬ থেকে ২০২৮-২৯ বর্ষ পর্যন্ত খরচ হবে ১৫,০৩৪.৫০ কোটি টাকা। এর মধ্যে কেন্দ্রের অংশ থাকবে ১০,৩০৩.২০ কোটি টাকা এবং রাজ্যগুলি দেবে ৪,৭৩১.৩০ কোটি টাকা।

কর্মসংস্থান সহ প্রকল্পের প্রভাব :

এই প্রকল্পের উল্লেখযোগ্য প্রাপ্তি হল –
(১) ভারতে ডাক্তারি শিক্ষায় আরও সুযোগ-সুবিধা প্রদান;

(২) আন্তর্জাতিক মান অনুযায়ী ডাক্তারি শিক্ষা ও প্রশিক্ষণ;

(৩) ব্যয়সাশ্রয়ী চিকিৎসা প্রদানের লক্ষ্যে পর্যাপ্ত চিকিৎসক ও বিশেষজ্ঞ চিকিৎসকের যোগান;

(৪) গ্রামাঞ্চল ও প্রত্যন্ত এলাকায় স্বাস্থ্য পরিষেবার সুযোগ বাড়ানো;

(৫) চিকিৎসক, ফ্যাকাল্টি, প্যারা-মেডিক্যাল কর্মী, গবেষক, প্রশাসক এবং সহায়ক পরিষেবার ক্ষেত্রে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি।

ভারতে এই মুহূর্তে ৮০৮টি মেডিক্যাল কলেজে ১,২৩,৭০০টি এমবিবিএস-এর আসন রয়েছে, যা বিশ্বের মধ্যে সর্বোচ্চ। গত এক দশকে এমবিবিএস-এ ৬৯,৩৫২টি নতুন আসন বাড়ানো হয়েছে। একইভাবে, স্নাতকোত্তর স্তরে আসন বেড়েছে ৪৩,০৪১টি। 

 

SC/MP/DM


(Release ID: 2170805) Visitor Counter : 24